Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 37:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 তিনি রাজপ্রাসাদের অধ্যক্ষ ইলিয়াকিমকে, রাজসভার সচিব শেব্‌নাকে এবং প্রবীণ পুরোহিতদের আমোসের পুত্র যিশাইয়র কাছে পাঠালেন। তাঁদের পরণেও ছিল চট।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 আর রাজপ্রাসাদের নেতা ইলীয়াকীম ও শিব্‌ন লেখককে এবং ইমামদের প্রধান ব্যক্তিবর্গকে চট পরিয়ে আমোজের পুত্র ইশাইয়া নবীর কাছে পাঠিয়ে দিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 তিনি রাজপ্রাসাদের পরিচালক ইলিয়াকীম, সচিব শিব্‌ন ও গুরুত্বপূর্ণ যাজকদের, আমোষের পুত্র, ভাববাদী যিশাইয়ের কাছে প্রেরণ করলেন। তারা সবাই শোকের পোশাক পরেছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 আর রাজবাটীর অধ্যক্ষ ইলীয়াকীমকে ও শিব্‌ন লেখককে এবং যাজকদের প্রাচীনবর্গকে চট পরিধান করাইয়া আমোসের পুত্র যিশাইয় ভাববাদীর নিকটে পাঠাইয়া দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 হিষ্কিয় প্রাসাদের পরিচালক ইলিয়াকীম, রাজপরিবারের সচিব শিব‌্ন ও যাজকদের মধ্যে প্রবীণদের আমোসের পুত্র ভাববাদী যিশাইয়র কাছে পাঠালেন। তাঁরা দুঃখ প্রদর্শনের জন্য বিশেষ পোশাক পরেছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 তিনি ইলীয়াকীম পাঠালেন, যিনি পরিবারের উপরে ছিল এবং রাজার লেখক শিবন এবং যাজকদের প্রাচীনেরা চট পরা অবস্থায় আমোসের ছেলে ভাববাদী যিশাইয়ের কাছে পাঠিয়ে দিলেন।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 37:2
15 ক্রস রেফারেন্স  

যিহুদীয়াতে উৎসিয়, যোথম, আহস এবং হিষ্কিয়ের রাজত্বকালে আমোসের পুত্র যিশাইয়ের কাছে ঈশ্বর জেরুশালেম ও যিহুদীয়া সম্বন্ধে দিব্যদর্শনের মাধ্যমে বার্তা প্রেরণ করেছিলেন।


হে যাজকেরা, চটের বসন পর, মন্দিরে গিয়ে বিলাপ কর সারারাত! সেবায়েতগণ, তোমরা, যারা বেদী সাজাও বিলাপ কর, হে ঈশ্বরের সেবকবৃন্দ, চটের বসন পরে বিলাপ কর। প্রভুর মন্দিরে ভোগ ও পেয় নৈবেদ্যের জন্য কিছুই নেই।


রাজা হিষ্কিয় দূতের কাছ থেকে চিঠি নিয়ে পড়লেন। তারপর মন্দিরে গিয়ে প্রভু পরমেশ্বরের পাদপীঠে চিঠিটা রাখলেন


তিনজন যিহুদীয়াবাসী তাঁর সঙ্গে দেখা করতে এলেন—একজন রাজপ্রাসাদের অধ্যক্ষ, তিনি হলেন হিল্কিয়ের পুত্র ইলিয়াকিম আর একজন রাজসভার সচিব, তাঁর নাম শেবনা, অপরজন দৈনিক ঘটনাপঞ্জীর লিপিকার। তিনি আসফের পুত্র যোয়াহ্।


পরের দিন ভোরবেলায় লোকেরা তেকোযার কাছে বনভূমিতে চলে গেল। যাত্রার প্রাক্কালে রাজা যিহোশাফট তাদের উদ্দেশে এই কথাগুলি বললেনঃ যিহুদীয়া ও জেরুশালেমের প্রজাবৃন্দ! তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উপর ভরসা রাখ, তাহলে তোমরা অটল ও অবিচল থাকবে। তাঁর ভক্ত নবীদের কথা বিশ্বাস করেব, তাহলে তোমরা সফল হবে।


রাজপ্রসাদের অধ্যক্ষ ইলিয়াকিম, রাজসভার সচিব শেবনা এবং প্রবীণ পুরোহিতদের তিনি আমোসের পুত্র নবী যিশাইয়ের কাছে পাঠালেন। তাঁদের পরণেও ছিল চটের বসন।


তাঁরা রাজা হিলকিয়ের পুত্র রাজপ্রাসাদের অধ্যক্ষ ইলিয়াকিম, রাজসভার সচিব শেবনা এবং আসফের পুত্র লিপিকার যোয়াহ্ তাঁদের সঙ্গে দেখা করতে এলেন।


এর তিন বছর আগে প্রভু পরমেশ্বর আমোসের পুত্র যিশাইয়কে চটি ও তাঁর পরণের চটের কাপড় খুলে ফেলতে বলেছিলেন। যিশাইয় তাঁর আদেশ পালন করেছিলেন। তিনি নগ্ন পদে বিবস্ত্র অবস্থায় থাকতেন।


সর্বাধিপতি সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর আমাকে রাজপরিবারের অধ্যক্ষ শেব্‌নার কাছে গিয়ে তাকে বলতে বললেনঃ


প্রভু পরমেশ্বর শেবনাকে বলেছেন, সেদিন আমি হিল্কিয়ের পুত্র, আমার ভক্ত দাস ইলিয়াকিমকে ডাকব।


তখন যিশাইয় রাজা হিষ্কিয়ের কাছে বার্তা পাঠালেন, বললেনঃ প্রভু পরমেশ্বর বলেছেনঃ আসিরিয়ার সম্রাট সনহেরিব সম্বন্ধে আমার কাছে তুমি প্রার্থনা নিবেদন করেছ।


সেই সময় রাজা হিষ্কিয় কঠিন রোগে আক্রান্ত হলেন। তখন তাঁর মরণাপন্ন অবস্থা। আমোসের পুত্র যিশাইয় তাঁকে দেখতে গেলেন এবং তাঁকে বললেন, প্রভু পরমেশ্বর আপনাকে সব কিছুর সুব্যবস্থা করে রাখতে বলেছেন। কারণ আপনি আর সুস্থ হবেন না। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হন।


হামানের ইহুদী নিধনের চক্রান্তের কথা শুনে মর্দখয় অত্যন্ত মর্মাহত ও বিচলিত হলেন। পরণের কাপড় ছিঁড়ে ফেলে তিনি চটের কাপড় পরলেন। মাথায় ভস্ম মেখে তীব্র আর্তনাদ ও বিলাপ করতে করতে রাজপ্রাসাদের দিকে এগিয়ে চললেন।


সর্বাধিপতি সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর তখন তোমাকে মস্তক মুণ্ডন করে, চটের বস্ত্র পরে ক্রন্দন ও বিলাপ করার জন্য আহ্বান জানালেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন