যিশাইয় 36:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)3 তিনজন যিহুদীয়াবাসী তাঁর সঙ্গে দেখা করতে এলেন—একজন রাজপ্রাসাদের অধ্যক্ষ, তিনি হলেন হিল্কিয়ের পুত্র ইলিয়াকিম আর একজন রাজসভার সচিব, তাঁর নাম শেবনা, অপরজন দৈনিক ঘটনাপঞ্জীর লিপিকার। তিনি আসফের পুত্র যোয়াহ্। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 পরে হিল্কিয়ের পুত্র ইলিয়াকীম নামে রাজপ্রাসাদের নেতা শিব্ন লেখক ও আসফের পুত্র যোয়াহ নামক ইতিহাস-রচয়িতা বের হয়ে তাঁর কাছে গেলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 তখন রাজপ্রাসাদের পরিচালক হিল্কিয়ের পুত্র ইলিয়াকীম, সচিব শিব্ন ও আসফের পুত্র লিপিকার যোয়াহ বের হয়ে তাঁর কাছে গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 পরে হিল্কিয়ের পুত্র ইলিয়াকীম নামে রাজবাটীর অধ্যক্ষ শিব্ন লেখক ও আসফের পুত্র যোয়াহ নামক ইতিহাসরচক বাহির হইয়া তাঁহার কাছে গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 জেরুশালেম থেকে সেনাপতির সঙ্গে কথা বলতে তিনজন মানুষ যায়। এরা ছিলেন হিল্কিয়ের পুত্র ইলিয়াকীম, আসফের পুত্র যোয়াহ ও শিব্ন। ইলিয়াকীম ছিলেন প্রাসাদের পরিচালক। যোয়াহ ছিলেন নথীরক্ষক এবং শিব্ন ছিলেন রাজপরিবারের সচিব। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 তখন হিল্কিয়ের ছেলে ইলীয়াকীম যিনি পরিবারের উপরে ছিল এবং লেখক শিবন ও লেখক আসফের ছেলে যোয়াহ তাঁর সাথে দেখা করতে গেলো। অধ্যায় দেখুন |