Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 36:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 তারপর তিনি তাঁর সৈন্যাধ্যক্ষ রবশাকিকে বিরাট এক সৈন্যবাহিনী নিয়ে লাখিশ থেকে জেরুশালেমে পাঠালেন। আদেশ দিলেন যেন তিনি রাজা হিষ্কিয়কে আত্মসমর্পণ করতে বাধ্য করেন। দীঘি থেকে জল নিকাশের জন্য কেটে আনা খালের পাশে ধোপাদের মাঠ। তার পাশ দিয়ে চলে গেছে রাজপথ। রব্‌শাকি সেই রাজপথ অবরোধ করে রইলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 পরে আসেরিয়ার বাদশাহ্‌ লাখীশ থেকে রব্‌শাকিকে বড় সৈন্যদলের সঙ্গে জেরুশালেমে বাদশাহ্‌ হিষ্কিয়ের কাছে প্রেরণ করলেন; তাতে তিনি এসে উচ্চতর পুষ্করিণীর প্রণালীর কাছে ধোপাদের-ভূমির রাজপথে অবস্থিতি করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 তারপর আসিরিয়ার রাজা তাঁর সৈন্যদলের কর্মকর্তা রব্‌শাকিকে বড়ো এক সৈন্যদলের সঙ্গে লাখীশ থেকে জেরুশালেমে, রাজা হিষ্কিয়ের কাছে প্রেরণ করলেন। যখন সেই সৈন্যাধ্যক্ষ রজকদের ভূমি অভিমুখে, উচ্চতর পুষ্করিণীর জলপ্রণালীর কাছে এসে থামলেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 পরে অশূরের রাজা লাখীশ হইতে রব্‌শাকিকে বৃহৎ সৈন্যদলের সহিত যিরূশালেমে হিষ্কিয় রাজার কাছে প্রেরণ করিলেন; তাহাতে তিনি [আসিয়া] উচ্চতর পুষ্করিণীর প্রণালীর কাছে রজক-ভূমির রাজপথে অবস্থিতি করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 সন্‌হেরীব বিশাল সেনাদল সহ তাঁর সেনাপতিকে জেরুশালেমের রাজা হিষ্কিয়ের বিরুদ্ধে পাঠিয়েছিলেন। সেনাপতি ও তার সেনাদল লাখীশ ত্যাগ করে জেরুশালেমে যায়। তারা ধোপার মাঠে যাওয়ার পথে যে উচ্চতর পুষ্করিনীটি আছে তার জলের নলের কাছে থেমেছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 তারপর অশূরীয়ার রাজা লাখিশ থেকে অধিপতিকে বড় একদল সৈন্য দিয়ে যিরূশালেমে রাজা হিষ্কিয়ের কাছে পাঠালেন। তিনি অপরের পুকুরের নালীর কাছে, ধোপাদের রাজপথের কাছে পৌছালেন।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 36:2
10 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বর যিশাইয়কে বললেন, তোমার পুত্র শার-যাশুবকে নিয়ে তুমি রাজা আহসের সঙ্গে দেখা কর। ঝরণার উৎস থেকে জল আনার জন্য যে খাল কাটা হয়েছে, তার শেষ প্রান্তে ধোপার মাঠে, রাজপথে তোমরা তার দেখা পাবে।


আসিরিয়া সম্রাট ইসরায়েলীদের বন্দী করে আসিরিয়ায় নিয়ে যান এবং তাদের কিছু লোককে হালা নগরে, কিছু লোককে গোশন প্রদেশের হাবোর নদী তীরে এবং কিছু লোককে মিডিয়া প্রদেশের নগরগুলিতে বসতি করান।


আমি আমাদের সম্রাটের পক্ষ হয়ে তোমাদের বলছি, যদি তোমাদের মধ্যে যোগ্য অশ্বারোহী খুঁজে বার করতে পার, তাহলে আমি তোমাদের দুই সহস্র অশ্ব দেব।


ওদিকে তখন ব্যাবিলনের রাজার সৈন্যবাহিনী নগরী আক্রমণ করেছে। যিহুদীয়ার দুর্গশহর-গুলির মধ্যে এ দুটি শহরই আবশিষ্ট ছিল।


লাখীশের অধিবাসীবৃন্দ, রথে অশ্ব সংযোজন কর, কারণ তোমরাই সিয়োনবাসীদের পাপাচরণে প্ররোচিত করেছিলে, ইসরায়েলীদের সর্বপ্রকার দুষ্কর্মই পরিলক্ষিত হয়েছে তোমাদের মাঝে।


ইসরায়েলরাজ আহাবের কাছে তিনি দূতদের পাঠিয়ে বললেন,


কারণ শমরিয়ার ক্ষতগুলি চিকিৎসার অসাধ্য, যিহুদীয়ারও একই দুর্দশা। আমার প্রজাবৃন্দের বাসস্থান জেরুশালেমের দ্বারপ্রান্তে ধ্বংস উপস্থিত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন