Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 32:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 শোকে বুক চাপড়াও কারণ উর্বরা কৃষিক্ষেত্র ও দ্রাক্ষাকুঞ্জ ধ্বংস হয়ে গেছে

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 সকলে বুক চাপড়িয়ে মনোরম ক্ষেতের ও ফলবতী আঙ্গুরলতার জন্য মাতম করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 মনোরম মাঠগুলির জন্য তোমরা বুক চাপড়াও, ফলবতী দ্রাক্ষালতাগুলির জন্য

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 সকলে বুক চাপড়িয়া মনোরম্য ক্ষেত্রের ও ফলবতী দ্রাক্ষালতার জন্য বিলাপ করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 তোমার দুঃখে ভারাক্রান্ত স্তনযুগলকে সেই সব দুঃখের কাপড় দিয়ে ঢেকে রাখ। কাঁদো যেহেতু তোমার জমি শস্য শূন্য। তোমার দ্রাক্ষাক্ষেত, যা একসময় ফসল দিত, তা এখন শূন্য।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 তোমরা ফলবান বীজের জন্য ও মনোরম ক্ষেত্রের জন্য কান্নাকাটি করবে।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 32:12
11 ক্রস রেফারেন্স  

নীনবীর রাণী বন্দিনী হলেন। তাঁকে নিয়ে গেল নির্বাসনে। শোকাহত দাসীরা কপোতের মত গুমরাচ্ছে, বক্ষে করাঘাত করে বিলাপ করছে।


তাই সেই মরু প্রান্তরেই আমি প্রতিজ্ঞা করলাম যে, সকল দেশের সেরা সেই সুজলা সুফলা দুগ্ধ-মধু-প্রবাহিনী দেশে আমি তাদের নিয়ে যাব না।


সেদিন আমি তাদের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে, মিশর থেকে তাদের বার করে নিয়ে যাব আমার মনোনীত সেই দেশে—সকল দেশের সেরা সেই সুজলা সুফলা দুগ্ধ-মধু-প্রবাহিনী দেশে।


কেঁদে কেঁদে নয়ন আমার হয়েছে সারা, হৃদয় আমার মগ্ন বিষাদে, স্বজনের এই চরম বিনাশে দুঃখে ও শোকে বিদীর্ণ হয়েছি আমি। দুগ্ধপোষ্য শিশু সন্তানেরা মূর্ছিতপ্রায় নগরীর পথে পথে।


এবং কাঁটাগাছ ও শিয়ালকাঁটা জন্মাচ্ছে আমার প্রজাদের কৃষিক্ষেত্রে। সমস্ত আনন্দময় গৃহের জন্য কাঁদ, আকুল হয়ে কাঁদ পরিপূর্ণ জীবনের উচ্ছলতায় ভরা সেই নগরীর জন্য।


প্রভু পরমেশ্বর এই পৃথিবীতে বিধ্বস্ত, উৎসন্ন করে এক শূন্য পুরীতে পরিণত করতে চলেছেন। এই ধরণীর বুকে তিনি তুলবেন প্রচণ্ড আলোড়ন, ছত্রভঙ্গ করে দেবেন আর অধিবাসীদের।


দ্রাক্ষাকুঞ্জ শুকিয়ে গেছে, দ্রাক্ষার সুরায় ঘাটতি শুরু হয়েছে। একদিন যারা সুখী ছিল, আজ তারা দুঃখী,


তারা ধ্বংস করেছে আমাদের দ্রাক্ষাক্ষেত্র, ডুমুরগাছগুলি খেয়ে শেষ করে দিয়েছে, গাছের ছাল পর্যন্ত তারা খেয়ে ফেলেছে, শাখাগুলি সাদা হয়ে গেছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন