Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 30:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 পরিবর্তে তোমরা শত্রুর হাত থেকে রক্ষা পাবার জন্য দ্রুতগামী অশ্বে পলায়ন করার পরিকল্পনা করলে। হ্যাঁ, তোমরা ঠিকই করেছ, তোমাদের পক্ষে পালিয়ে যাওয়াই উচিত! তোমরা ভেবেছ, তোমাদের অশ্বেরা যথেষ্ট দ্রুতগামী, কিন্তু জেন, তোমাদের পিছনে যারা তাড়া করে আসছে, তারা তাদের চেয়েও দ্রুতগামী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 তোমরা বললে, তা নয়, আমরা ঘোড়ায় চড়ে বেগে ধাবমান হব, এজন্য তোমরা বেগে ধাবমান হবে; আরও বললে, আমরা বেগবান বাহনে চড়ে যাব, এজন্য তোমাদের তাড়নাকারীরা বেগে চলে যাবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 তোমরা বললে, ‘না, আমরা ঘোড়ায় চড়ে পালিয়ে যাব।’ তাই তোমরা পালিয়ে যাবে! তোমরা বললে, ‘আমরা দ্রুতগামী ঘোড়ায় চেপে পালিয়ে যাব!’ তাই তোমাদের তাড়নাকারীরা দ্রুতগামী হবে!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 তোমরা কহিলে, তাহা নয়, আমরা ঘোড়ায় চড়িয়া বেগে ধাবমান হইব, এই জন্য তোমরা বেগে ধাবমান হইবে; আরও [কহিলে], আমরা বেগবান বাহনে চড়িয়া যাইব, এই জন্য তোমাদের তাড়নাকারীরা বেগে চলিয়া যাইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 তোমরা বলবে, “না, আমাদের পালিয়ে যাওয়ার জন্য ঘোড়া চাই।” নিশ্চয়ই তোমরা ঘোড়ায় চেপে পালিয়ে যাবে। কিন্তু শত্রুরা তোমাদের পেছনে তাড়া করবে এবং শত্রুরা তোমাদের ঘোড়ার থেকেও দ্রুতগামী হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 তোমরা বললে, “না, আমরা ঘোড়ায় চড়ে পালিয়ে যাব।” তাই তোমাদের পালাতে হবে এবং, “যে ঘোড়া খুব দ্রুত যায় তাতে চড়ে আমরা চলে যাব।” কাজেই যারা তোমাদের তাড়া করবে তারা দ্রুত আসবে।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 30:16
20 ক্রস রেফারেন্স  

যারা সাহায্যের জন্য মিশরে যায়, তাদের সমূহ সর্বনাশ আসন্ন! তারা মিশরের বিশাল সামরিক শক্তির উপরে—অশ্ব, রথ ও সৈন্য আস্থা স্থাপন করে। কিন্তু তারা ইসরায়েলের আরাধ্য পবিত্রতম ঈশ্বর প্রভু পরমেশ্বরের উপরে আস্থা স্থাপন করে না অথবা সাহায্য প্রার্থনা করে না তাঁর কাছে।


মিশরীরা দেবতা নয়—তারা মানুষমাত্র। তাদের অশ্ববাহিনী অতিপ্রাকৃত কিছু নয়। প্রভু পরমেশ্বর যখন সক্রিয় হয়ে উঠবেন, তখন পরাক্রান্ত জাতি চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে এবং যে দুর্বল জাতিকে সে সাহায্য করেছিল, তার পতন ঘটবে। তারা দুজনেই ধ্বংস হয়ে যাবে।


চিতাবাঘের চেয়েও দ্রুতগামী তাদের অশ্বগুলি, ক্ষুধার্ত নেকড়ের চেয়েও দুরন্ত। তাদের অশ্বারোহীবাহিনী এগিয়ে আসছে সদর্পে। ঈগলপাখি যেমন শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে, তারাও তেমনই ছুটে আসে বহুদূর থেকে।


লাখীশের অধিবাসীবৃন্দ, রথে অশ্ব সংযোজন কর, কারণ তোমরাই সিয়োনবাসীদের পাপাচরণে প্ররোচিত করেছিলে, ইসরায়েলীদের সর্বপ্রকার দুষ্কর্মই পরিলক্ষিত হয়েছে তোমাদের মাঝে।


আমি আবার দেখলাম প্রভু বেদীর পাশে দাঁড়িয়ে আছেন। তিনি বললেনঃ তুমি স্তম্ভের চূড়ায় আঘাত হানো যেন চৌকাঠগুলো কেঁপে ওঠে। চূড়া ভেঙ্গে সকলের মাথার উপরে নিক্ষেপ কর। অবশিষ্ট যারা থাকবে তাদের আমি তরবারির আঘাতে বধ করব। তাদের কেউ-ই পালাতে পারবে না, রক্ষা পাবে না একজনও।


ঈগলের চেয়েও দ্রুতগতিতে আকাশ থেকে নেমে তাড়া করে ফিরেছে শত্রুদল। আক্রমণে থেকেছে উদ্যত মরুপ্রান্তরে, পিছু ধাওয়া করেছে আমাদের পাহাড়ী পথে।


যদিও ব্যাবিলনীয়েরা নগর ঘিরে রেখেছিল, তা সত্ত্বেও সমস্ত সৈন্যবাহিনী রাতের অন্ধকারে পালিয়ে বেঁচেছিল। রাজ উদ্যানের মধ্য দিয়ে, সংলগ্ন দুটি দেওয়ালের মাঝের গলিপথ ধরে তারা জর্ডন উপত্যকার দিকে পালিয়ে গেল।


দেখ, শত্রু আসছে মেঘের মত। তার যুদ্ধের রথগুলি ঘূর্ণিঝড়ের মত, তার অশ্বগুলি ঈগলের চেয়েও বেগবান। আমরা হেরে গেলাম! বিধ্বস্ত হয়ে গেলাম!


অশ্বের অমিত শক্তিতে তাঁর প্রীতি নেই, সৈনিকের বীরত্বে নেই তাঁর সন্তোষ।


যুদ্ধ অশ্বে নির্ভর করে বৃথা বিজয়ের আশা, মহাতেজীয়ান হলেও সে অশ্ব রক্ষার অক্ষম।


পৃথিবীর সুদূর প্রান্ত থেকে প্রভু পরমেশ্বর তোমাদের বিরুদ্ধে প্রেরণ করবেন এক জাতিকে, তারা ঈগল পাখির মত তোমাদের উপর ছোঁ মারবে, তাদের ভাষা হবে তোমাদের কাছে দুর্বোধ্য,


প্রভু পরমেশ্বর তোমাদের শত্রু হস্তে পরাজিত করবেন। তোমরা তাদের আক্রমণ করতে গিয়ে দিশেহারা হয়ে পালাতে বাধ্য হবে। পৃথিবীর সমস্ত রাজ্যে তোমরা হবে বিভীষিকা স্বরূপ।


কিন্তু ব্যাবিলনীয় সৈন্যরা রাজা সেদেকিয়াহ্‌র পিছনে তাড়া করে জেরিকোর সমতলভূমির কাছে তাঁকে ধরে ফেলল। তাঁর সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে গেল।


তাদের দেশ স্বর্ণ-রৌপ্যে পরিপূর্ণ, তাদের ঐশ্বর্য বৈভবের সীমা নাই। অশ্বে পূর্ণ তাদের দেশ, কত যে রথ তাদের আছে, তা গুণে শেষ করা যায় না।


রাজা সিদিকিয় ও তাঁর সৈন্যরা নগরীর এই অবস্থা দেখে রাত্রিবেলায় নগর ছেড়ে পালাবার চেষ্টা করলেন। তাঁরা রাজউদ্যানের পথে দুই প্রাচীরের মাঝখানের দরজা দিয়ে নগরের বাইরে জর্ডন উপত্যকার দিকে পালিয়ে গেলেন।


দ্রুতপায়ে যারা দৌড়াচ্ছে, পালাতে পারবে না তারা, যোদ্ধারাও পারবে না পালিয়ে বাঁচতে, উত্তরে ইউফ্রেটিসের তীরে তারা উছোট খেয়ে পড়ছে।


তুমি কি পার তার বিপুল শক্তির উপর নির্ভর করতে? তোমার কাজের ভার কি তার উপর ছেড়ে দিতে পার?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন