Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 3:21 - পবিএ বাইবেল CL Bible (BSI)

21 আংটি, নাকছাবি ও নথ,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

21 আংটি ও নাকের নোলক,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

21 সিলমোহর আঁকা আংটি ও নাকের নোলক,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 বাজু, অঙ্গুরীয়ক, নথ, চিত্রবস্ত্র,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 বিশেষ আংটি, নথ,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 তিনি আংটি ও নাকের নথ,

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 3:21
11 ক্রস রেফারেন্স  

আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, আপনি কার কন্যা! তিনি বললেন, আমি নাহোর ও মিলকার পুত্র, বথুয়েলের কন্যা। তখন আমি তাঁর নাকে নথ ও হাতে বালা পরিয়ে দিলাম।


মনে কর, তোমাদের উপাসনা-সভায় একজন সোনার আঙটি ও জমকালো পোষাক পরে এসেছে এবং আর একজন গরীব ময়লা কাপড় পরে এসেছে।


কিন্তু তার বাবা ভৃত্যদের ডেকে বললেন, শিগ্‌গির সবচেয়ে ভালো পোষাকটি এনে একে পরিয়ে দাও, এর হাতে আংটি ও পায়ে জুতো পরিয়ে দাও।


নাকে নথ আর কানে দিলাম দুল। মাথায় পরিয়ে দিলাম মুকুট অপরূপ।


সুগঠিত বাহুদ্বয়, রত্নখচিত অঙ্গুরীয় অঙ্গুলিতে শোভা পায়। সুঠাম সুন্দর নন্দন তনু তাঁর যেন সুচিক্কণ গজদম্ভে সুন্দর কারুকার্য নীলকান্ত মণির।


বছরের দ্বাদশ মাস অদরের তেরো তারিখ থেকে এই আদেশ সমগ্র পারস্য রাজ্যে কার্যকারী হবে।


তিনি নিজের হাত থেকে আঙটি খুলে যোষেফের আঙ্গুলে পরিয়ে দিলেন। তিনি তাঁকে রেশমী পোষাক পরালেন এবং তাঁর গলায় সোনার হার পরিয়ে দিলেন।


নারীপুরুষ নির্বিশেষে সকলেই এসে স্বেচ্ছায় প্রভুর উদ্দেশে তাদের হাতের বালা, কানের দুল আংটি, হার ইত্যাদি সোনার অলঙ্কার উৎসর্গ করল।


তাদের সমস্ত দামী পোষাক, ঘাঘরা, শাল, টাকা-পয়সার থলি, আতর, দর্পণ,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন