Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 3:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 এমন একদিন আসছে, যে দিন প্রভু পরমেশ্বর জেরুশালেমের কামিনীকুলের যা কিছু গর্বের ধন আছে—নূপুর, মস্তকবন্ধনী, টায়রা, চন্দ্রহার,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 সেদিন প্রভু তাদের নূপুর, জালিবস্ত্র, চন্দ্রহার,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 সেদিন, প্রভু তাদের জমকালো বেশভূষা কেড়ে নেবেন: হাতের চুড়ি ও মাথার টায়রা এবং চন্দ্রহার,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 সেই দিন প্রভু তাহাদের নূপুর, জালিবস্ত্র, চন্দ্রহার,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 সেই সময় তিনি তাদের গর্বের সমস্ত সম্পদ নিয়ে নেবেন। তাদের পায়ের নূপুর, তাদের সূর্য ও চাঁদের আকারের গলার হার,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 সেই দিন প্রভু তাদের সুন্দর অলঙ্কার, মাথার ফিতে, অর্ধচন্দ্রকার অলঙ্কার,

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 3:18
7 ক্রস রেফারেন্স  

তখন সেবাহ্ ও সাল্‌মুন্না বললেন, আপনি নিজেই আমাদের হত্যা করুন, কারণ যার কাজ তাকেই সাজে। তখন গিদিয়োন সেবাহ্‌ ও সাল্‌মুন্নাকে বধ করলেন এবং তাঁদের উটগুলির গলায় যে চন্দ্রহার ছিল, সেগুলি নিয়ে নিলেন।


তাতে স্বর্ণকুণ্ডলের মোট পরিমাণ হল এক হাজার সাতশো শেকেল। এছাড়াও গিদিয়োন পেলেন চন্দ্রহার, ঝুম্‌কো ও মিদিয়নী রাজাদের বেগুনী রঙের পোশাক এবং তাঁদের উটগুলির গলার সমস্ত হার।


নিজেদের সৌন্দর্য বাড়ানোর জন্য তোমরা বিচিত্র কেশবিন্যাস, অলঙ্কার, গয়নাগাঁটি কিম্বা সাজপোষাকের জৌলুসের উপর নির্ভর করো না,


আমি তাদের শাস্তি দেব, তাদের ন্যাড়া করে দেব এবং চিরদিনের জন্য তাদের মাথায় টাক পড়ে যাবে।


চুড়ি, ওড়না, সব কেড়ে নেবেন।


তারা তোমার পরণের জামা কাপড় ছিঁড়ে দেবে, তোমার অলঙ্কার কেড়ে নেবে।


বার বার তারা দূত পাঠিয়ে বহুদূরবাসী মানুষকে আমন্ত্রণ জানিয়েছে। তারাও আমন্ত্রণ গ্রহণ করেছে, এসেছে তাদের কাছে। ঐ দুই বোন স্নান করে পরিপাটি হয়ে, চোখে কাজল দিয়ে, অলঙ্কারে সুসজ্জিত হয়ে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন