যিশাইয় 3:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)18 এমন একদিন আসছে, যে দিন প্রভু পরমেশ্বর জেরুশালেমের কামিনীকুলের যা কিছু গর্বের ধন আছে—নূপুর, মস্তকবন্ধনী, টায়রা, চন্দ্রহার, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 সেদিন প্রভু তাদের নূপুর, জালিবস্ত্র, চন্দ্রহার, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 সেদিন, প্রভু তাদের জমকালো বেশভূষা কেড়ে নেবেন: হাতের চুড়ি ও মাথার টায়রা এবং চন্দ্রহার, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 সেই দিন প্রভু তাহাদের নূপুর, জালিবস্ত্র, চন্দ্রহার, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 সেই সময় তিনি তাদের গর্বের সমস্ত সম্পদ নিয়ে নেবেন। তাদের পায়ের নূপুর, তাদের সূর্য ও চাঁদের আকারের গলার হার, অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 সেই দিন প্রভু তাদের সুন্দর অলঙ্কার, মাথার ফিতে, অর্ধচন্দ্রকার অলঙ্কার, অধ্যায় দেখুন |