Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 27:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 সেইদিন, ইউফ্রেটিস নদী থেকে মিশর সীমান্ত পর্যন্ত বিস্তৃত স্থানের সমস্ত প্রজাদের প্রভু পরমেশ্বর একজন একজন করে এনে একত্র করবেন, যেমন করে লোকে তুষ থেকে গম বাছাই করে নেয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 সেদিন মাবুদ ফোরাত নদীর প্রণালী থেকে মিসরের স্রোত পর্যন্ত ফল পাড়বেন; এভাবে, হে বনি-ইসরাইল, তোমাদের একে একে কুড়ানো যাবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 সেদিন, সদাপ্রভু প্রবাহিত ইউফ্রেটিস নদী থেকে মিশরের জলস্রোত পর্যন্ত হাতে চয়ন করা শস্যের মতো তাদের সংগ্রহ করবেন। আর ইস্রায়েলীরা, তোমাদের এক একজন করে একত্র করা হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 সেই দিন সদাপ্রভু [ফরাৎ] নদীর প্রণালী অবধি মিসরের স্রোত পর্য্যন্ত ফল পাড়িবেন; এইরূপে, হে ইস্রায়েল-সন্তানগণ, তোমাদিগকে একে একে কুড়ান যাইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 সেই সময় প্রভু তার লোকদের অন্যদের থেকে আলাদা করতে শুরু করবেন। ফরাৎ নদীর কিনারা থেকে তিনি শুরু করবেন। তিনি তাঁর লোকদের এই নদী থেকে মিশরের নদী পর্যন্ত একত্রিত করবেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 সেই দিন সদাপ্রভু [ফরাৎ] নদীর স্রোত থেকে মিশরের স্রোত পর্যন্ত ফল পাড়বেন; এই ভাবে, হে ইস্রায়েল সন্তানরা, তোমাদেরকে একে একে সংগ্রহ করা যাবে।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 27:12
24 ক্রস রেফারেন্স  

সেদিন প্রভু পরমেশ্বর অব্রামের সঙ্গে সন্ধিচুক্তি স্থাপন করে বললেন, মিশরের নদী থেকে মহানদ ফরাৎ (ইউফ্রেটিস) পর্যন্ত বিস্তৃত এই দেশ আমি তোমার বংশধরদের দিলাম।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, যিনি তাঁর প্রজা ইসরায়েলকে নির্বাসন থেকে ফিরিয়ে এনে একত্র করেন, সেই সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, যাদের আমি একত্র করেছি, তাদের সঙ্গে আরও অনেককে সম্মিলিত করব।


কিন্তু যদি তোমরা আমার কাছে ফিরে আস আর আমার আদেশ পালন কর এবং সেগুলি কার্যক্ষেত্রে প্রয়োগ কর, তাহলে তোমাদের মধ্যে কিছু লোক যারা পৃথিবীর সুদূর প্রান্তে ছড়িয়ে আছে, তাদের আমি সেখান থেকে সংগ্রহ করে আনব এবং আমার নাম প্রতিষ্ঠা করার জন্য যে স্থান নির্বাচন করেছি সেখানে তাদের ফিরিয়ে আনব।


আমার আরও মেষ আছে, তারা এ বাথানের নয়। তাদেরও আমায় সংগ্রহ করতে হবে এবং তারাও আমার ডাক শুনবে। তখন হবে একটি মাত্র মেষপাল ও একজন পালক।


পিতা যাদের আমাকে দেন তারাই আমার কাছে আসে এবং যে আমার কাছে আসে তাকে আমি কখনও পরিত্যাগ করব না।


ধর, তোমাদের মধ্যে কারও একশোটি মেষ আছে। তার মধ্যে একটি যদি হারিয়ে যায় তাহলে সে কি করবে? নিরানব্বইটা মেষকে মাঠে রেখে হারানো মেষটি ফিরে না পাওয়া পর্যন্ত সে কি তাকে খুঁজে বেড়াবে না?


প্রভু বলেছেনঃ আমার নির্দেশ ঘোষিত হবে, দেখ, কুলাতে করে যেমন শস্য ঝাড়া হয় সর্বজাতির মাঝে আমি তেমনি করেই ইসরায়েলকুলকে ঝাড়াই করব, কিন্তু তাদের একটি কণাও মাটিতে পড়বে না।


হে অবিশ্বাসী জাতি, ফিরে এস তোমরা আমার কাছে। প্রতিটি শহর থেকে তোমাদের একজন করে, প্রতিটি গােষ্ঠী থেকে দুজন করে আমি গ্রহণ করব এবং সিয়োন পর্বতে আবার তোমাদের ফিরিয়ে আনব।


মাত্র মুষ্টিমেয় কিছু লোক বেঁচে থাকবে এবং ইসরায়েল হবে একটি জলপাই বৃক্ষের মত, যে বৃক্ষের একেবারে উপরের ও নীচের দুই-একটি শাখা ছাড়া গাছের সব ফল ঝাঁকিয়ে পেড়ে নেওয়া হয়েছে। আমি প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


এক সমুদ্র থেকে আর এক সমুদ্র পর্যন্ত, ইউফ্রেটিস নদীতীর থেকে পৃথিবীর প্রান্ত অবধি বিস্তৃত হোক তাঁর অধিকার।


প্রভু পরমেশ্বর বলেছেনঃ আমি বাশান পর্বত থেকে, সাগরের তলদেশ থেকে ফিরিয়ে আনব তোমার শত্রুদের।


প্রভু পরমেশ্বর তাঁর দাসরূপে নিয়োগ করার জন্যই সৃজন করেছেন আমায় মাতৃগর্ভে, জন্মের পূর্বেই আমি হয়েছি নিয়োজিত তাঁর প্রজা ইসরায়েলকে ফিরিয়ে আনার কাজে সমবেত করতে তাদের প্রভুর কাছে, তারা ছড়িয়ে আছে নানা দিকে। প্রভু পরমেশ্বর দিয়েছেন আমায় সম্মান ও গৌরব তিনিই আমার শক্তির উৎস।


তবে, তোমাদের মধ্যে মাত্র কয়েকজন মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে মিশর থেকে যিহুদীয়ায় ফিরে যাবে। তখন সেই রক্ষাপ্রাপ্ত লোকেরা জানবে যে কার শপথবাক্য সত্য হয়েছে, আমার না তাদের?


বিভিন্ন দেশে তোমরা ছড়িয়ে পড়েছ। সেখান থেকে তোমাদের একত্র করে ফিরিয়ে আনার পর তোমরা আমার প্রতাপ ও ক্রোধ—দুয়েরই পরিচয় পাবে।


নানা দেশে ছড়িয়ে আছে যে তোমরা, সেইসব দেশ থেকে তোমাদের একত্র করে দেশে ফিরিয়ে আনব। সেদিন তোমাদের নিবেদিত হোমবলি আমি সাদরে গ্রহণ করব। আমিই হব তোমাদের একমাত্র আরাধ্য ঈশ্বর, জাতিবৃন্দ তা দেখবে।


সর্বাধিপতি প্রভু বলেন, কিন্তু এবার যাকোবের বংশধর, ইসরায়েলী প্রজাদের প্রতি আমি কৃপা করব, আবার তাদের শ্রীবৃদ্ধি করব। আমার পবিত্র নামের মর্যাদা অক্ষুন্ন রাখব।


দেশের দক্ষিণ সীমা হবে দক্ষিণ পশ্চিমে তামার থেকে কাদেশ-প্রস্রবণ পর্যন্ত এবং তারপরে উত্তর পশ্চিমে মিশর সীমান্ত বরাবর ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত।


সর্বাধিপতি বলেছেন, দেখ, আমি আমার প্রজাদের পূর্ব ও পশ্চিমের দেশগুলি থেকে উদ্ধার করে জেরুশালেমে ফিরিয়ে আনব। ন্যায়নিষ্ঠা ও বিশ্বস্ততায় তারা আমার প্রজা হবে আর আমি হব তাদের ঈশ্বর।


অসমোন পর্যন্ত গেল এবং সেখান থেকে মিশর সীমান্তের পাহাড়ী স্রোত পর্যন্ত প্রসারিত হল। এর প্রান্তসীমা ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত ছিল। এই ছিল তাদের দক্ষিণ দিকের সীমানা।


তারপর শলোমন এবং সমস্ত ইসরায়েলী প্রজা সাতদিন ধরে মন্দিরে ‘আশ্রয় পর্ব’ পালন করলেন। উত্তরে হামাথ গিরিপথ থেকে শুরু করে দক্ষিণে মিশর সীমান্ত থেকে অগণিত ইসরায়েলী জনতা এই পর্বে যোগ দিয়েছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন