যিশাইয় 26:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)6 একদিন যারা ছিল নিপীড়িত, তারা হেঁটে যাক এর উপর দিয়ে, চলে যাক পদদলিত করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 লোকদের পা— দুঃখীদের ও দরিদ্রদের পা দিয়ে তা মাড়াবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 অত্যাচারী ব্যক্তিদের পা, দরিদ্রদের পদক্ষেপ সেই নগরকে পদদলিত করছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 লোকদের চরণ—দুঃখীদের পদ ও দরিদ্রদের পাদবিক্ষেপ—তাহা দলিত করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 তখন দীনহীন এবং বিনয়ী মানুষরা সেই ধ্বংসস্তূপের ওপর দিয়ে হেঁটে যাবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 লোকদের পা–দুঃখীদের পা ও গরিবদের পদক্ষেপ–তা পদদলিত করবে। অধ্যায় দেখুন |