Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 26:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)

19 আমাদের স্বজাতির মৃতজনেরা আবার বেঁচে উঠবে, তাদের শবদেহে আবার হবে প্রাণের সঞ্চার।! নিদ্রাগত যারা সমাধিগুহায়, জাগ্রত হবে তারা, মুখরিত হবে আনন্দ সঙ্গীতে! উজ্জ্বল শিশিরকণা যেমন সঞ্জীবিত করে ধরণীকে, সেইভাবে প্রভু পরমেশ্বর মৃতজনকে করবেন সঞ্জীবিত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 তোমার মৃতেরা জীবিত হবে, আমার মৃতদেহ বেঁচে উঠবে; হে ধূলি-নিবাসীরা, তোমরা জাগ্রত হও, আনন্দ গান কর; কেননা তোমার শিশির আলোর শিশিরের মত এবং ভূমি মৃতদেরকে ভূমিষ্ঠ করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 হে সদাপ্রভু, কিন্তু তোমার মৃত লোকেরা জীবন পাবে; তাদের শরীর উত্থিত হবে। তোমরা যারা ধুলিতে বসবাস করো, তোমরা জেগে ওঠো ও আনন্দে চিৎকার করো। তোমাদের শিশির সকালের শিশিরের মতো; কিন্তু পৃথিবী তার মৃতদের প্রসব করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 তোমার মৃতেরা জীবিত হইবে, আমার শবসমূহ উঠিবে; হে ধূলি-নিবাসীরা, তোমরা জাগ্রত হও, আনন্দ গান কর; কেননা তোমার শিশির দীপ্তির শিশির তুল্য, এবং ভূমি প্রেতদিগকে ভূমিষ্ঠ করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 কিন্তু প্রভু বলেন, “তোমাদের লোকরা মারা গিয়েছে, তবে তারা আবার বেঁচে উঠবে। আমার মানুষদের মৃতদেহগুলি মৃত্যু থেকে জেগে উঠবে। মৃত মানুষরা মাটিতে উঠে দাঁড়াবে এবং সুখী হবে। তোমাদের আচ্ছাদিত শিশিরসমূহ নতুন দিনের আলোর মতো ঝলমল করবে। এর অর্থ এই—নতুন সময় আসছে যখন পৃথিবী মৃত মানুষদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার ঘটাবে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 তোমার মৃতেরা জীবিত হবে, আমার মৃতদেহগুলি উঠবে; হে ধূলো-নিবাসীরা, তোমরা জেগে ওঠো, আনন্দের গান কর; কারণ তোমার শিশির আলোর শিশিরের মত এবং ভূমি প্রেতদেরকে জন্ম দেবে।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 26:19
37 ক্রস রেফারেন্স  

যারা মারা গেছে তাদের অনেকে বেঁচে উঠবে। কেউ অনন্তজীবন লাভ করবে আবার কেউ চির অধঃপতনে যাবে।


যা কিছু স্বপ্রকাশ তাই আলোকিত। এইজন্যই বলা হয়েছে, “জাগো হে নিদ্রামগ্ন, উঠে এস মৃতদের মধ্য থেকে খ্রীষ্ট তোমাকে করবেন জ্যোতিষ্মান।”


সমাধিগুলি খুলে গেল, বহু মৃত পুণ্যাত্মার দেহ পুনরুজ্জীবিত হয়ে উঠল,


হে মৃতলোক, গ্রাস কর ওদের, মৃত্যুর করাল কবল থেকে ওদের রক্ষা করব না আমি। হে মৃত্যু, আন তোমার মহামারীর মারণাস্ত্র! হে মৃতলোক, সংহার কর ওদের, কারণ ওদের প্রতি আমার বিন্দুমাত্র করুণা নেই।


দুদিন পরে তিনি আমাদের চেতনা সঞ্চার করবেন তৃতীয় দিনে করবেন পুনরুজ্জীবিত, যেন তাঁর সাক্ষাতে আমরা জীবনযাপন করতে পারি।


হে ঈশ্বর, যদিও তুমি আমাকে করেছ বহু সঙ্কট ও দুর্দশার সম্মুখীন, তবু তুমিই আবার আমায় করবে সঞ্জীবিত, করবে পুনরুত্থিত পাতাল থেকে।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর মৃত্যুকে ধ্বংস করবেন চিরতরে।! তিনি মুছে দেবেন সকলের চোখের জল পৃথিবীর বুক থেকে মুছে দেবেন আপন প্রজাদের দুর্নাম। প্রভু পরমেশ্বর স্বয়ং এ কথা বলেছেন।


যে ক্ষমতায় তিনি সব কিছু নিজের বশে আনতে সমর্থ সেই ক্ষমতাতেই তিনি আমাদের এই দীন দেহ নিজ গৌরবোজ্জ্বল দেহের সাদৃশ্যে রূপান্তরিত করবেন।


এখন থেকে তারা শান্তিতে বীজ বপন করবে। দ্রাক্ষালতা ফলবতী হবে, দেশ হবে সুজলা সুফলা, শস্যশ্যামলা। আমি তাদের এ সবই ভোগ করতে দেব।


প্রকৃত সত্য এই যে, খ্রীষ্ট মৃতলোক থেকে পুনরুত্থিত হয়েছেন। তাই একথা সুনিশ্চিত যে যারা নিদ্রাগত হবে, তারাও পুনরুত্থিত হবে।


ইসরায়েলের কাছে আমি হব শিশিরের মত, লিলিফুলের মত সে প্রস্ফূটিত হবে, দেবদারু বৃক্ষের মত দৃঢ় হবে তার মূল।


আমি তাঁকে জানতে চাই। জানতে চাই তাঁর পুনরুত্থানের পরাক্রম। আমি হতে চাই তাঁর দুঃখযন্ত্রণার অংশীদার। বরণ করতে চাই তাঁরই মতন মৃত্যু,


ভাঙ্গা মাটির পাত্রের মত শুষ্ক হয়েছে কণ্ঠ আমার, জিহ্বা ঠেকেছে তালুতে লুটিয়ে দিয়েছ তুমি আমায় মৃত্যুধূলায়।


তাই ইসরায়েল বাস করছে নিরাপদে, যাকোবের বংশধরেরা হয়েছে স্বনির্ভর শস্য ও দ্রাক্ষারসের দেশে যেখানে আকাশ ঝরায় শিশির।


ওদেরই মত আমি ঈশ্বরে নির্ভর করি ও এই প্রত্যাশা পোষণ করি যে ধার্মিক অথবা অধার্মিক সকলেই পুনরুত্থিত হবে।


জাগ্রত হও হে জেরুশালেম, জাগ্রত হও! কর উত্থান! প্রভু পরমেশ্বরের ক্রোধের পাত্র থেকে নিঃশেষে করেছ পান, মত্ত তুমি সেই পানীয় প্রভাবে।


যোষেফ সম্পর্কে তিনি বললেনঃ তার দেশকে প্রভু পরমেশ্বর করুন আশীর্বাদ আকাশের বর্ষণ ও ভূতলের জলরাশি দিয়ে,


বর্ষিত হোক বৃষ্টির মত আমার উপদেশ, ঝরে পড়ুক আমার কথা শিশিরের মত, নরম ঘাসের বুকে বিন্দু বিন্দু বৃষ্টিপাতের মত, লতাপল্লবে ঝরে পড়া বারিধারার মত।


তিনি পীলাতের কাছে গিয়ে যীশুর দেহটি চাইলেন। পীলাত তাঁকে দেহটি দিতে নির্দেশ দিলেন।


যেদিন তুমি পবিত্র পর্বতে তোমার বাহিনীকে পরিচালনা করবে শত্রুর বিরুদ্ধে সে দিন তোমার প্রজাবৃন্দ স্বেচ্ছায় নিজেদের করবে উৎসর্গ, ঊষার শিশিরের মত তরুণদল আসবে তোমার কাছে।


আমি ছিলাম এক সরস বৃক্ষের মত যার মূল জলস্রোত পর্যন্ত বিস্তৃত। যার শাখাপ্রশাখা সর্বদা শিশির সঞ্চিত থাকে।


প্রভুই সংহারকর্তা, প্রভুই জীবনদাতা পাতালে নামান তিনিই, তিনিই ঊর্ধ্বে উঠান।


দাম্ভিকের দল নতজানু হবে তাঁর সম্মুখে, নতজানু হবে মর্ত্যমানব, আভূমি আনত হবে তারা।


প্রভু পরমেশ্বর আমাকে বলেছেন, ফসল কাটার মরশুমে গ্রীষ্মের রাত্রিতে নিঃশব্দে যেমন শিশির ঝরে পড়ে, মেঘমুক্ত নির্মল আকাশে যেমন সূর্যকিরণ ছড়িয়ে পড়ে নীরবে, ঠিক সেইভাবে আমি স্বর্গলোক থেকে মর্ত্যের দিকে চেয়ে থাকব।


মাটির নীচে তার শিকড় যদি বুড়ো হয়ে যায় তার মূল যদি মরেও যায়,


সমাধির মধ্যে কি তোমার করুণার কথা, বিনাশের দেশে কি তোমার সত্যনিষ্ঠার কথা প্রচারিত হবে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন