Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 26:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 তুমি তোমার প্রজা আমাদের শাস্তি দিয়েছ প্রভু, নিদারুণ মনোবেদনায় প্রার্থনা করেছি আমরা তোমারই কাছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 হে মাবুদ, সঙ্কটের সময়ে লোকেরা তোমার অপেক্ষায় ছিল, তোমা থেকে শাস্তি পাবার সময়ে মৃদু স্বরে বিনয় করতো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 হে সদাপ্রভু, তারা তাদের দুর্দশায় তোমার কাছে এসেছিল; তুমি যখন তাদের শাস্তি দিয়েছিলে, তারা ফিসফিস করে কোনো প্রার্থনাও করতে পারেনি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 হে সদাপ্রভু, সঙ্কটের সময়ে লোকেরা তোমার অপেক্ষায় ছিল, তোমা হইতে শাস্তি পাইবার সময়ে মৃদু স্বরে বিনয় করিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 প্রভু, লোকে যখন বিপদে পড়ে, তখন আপনাকে স্মরণ করে। আপনি যখন তাদের শাস্তি দেন, তখন তারা আপনার কাছে নীরব প্রার্থনা করে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 হে সদাপ্রভু, বিপদের দিনের লোকেরা তোমার অপেক্ষায় ছিল, তোমার থেকে শাস্তি পাবার দিনের নিচু গলায় অনুরোধ করত।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 26:16
23 ক্রস রেফারেন্স  

তারা যখন নিজেদের অপরাধ স্বীকার করে নিয়ে আমার শ্রীমুখের অন্বেষণ করবে,যখন সঙ্কটের মাঝে একান্তভাবে আমার অনুসন্ধান করবে, তখনই আমায় ফিরে পাবে তারা।


তখন সঙ্কটের দিনে আমায় ডাকলে আমি উদ্ধার করব তোমাদের, তোমরা করবে আমার মহিমাকীর্তন।


আমি যাদের ভালবাসি তাদের শাসন ও সংশোধন করি। সুতরাং সচেষ্ট হও, মন পরিবর্তন কর।


আমার কাছে তাদের ক্রন্দন আন্তরিক নয়, বিছানায় শুয়ে তারা হায় হায় করে, নিজেদের অঙ্গ ক্ষত-বিক্ষত করে শস্য ও দ্রাক্ষারসের জন্য, আমার কাছ থেকে তারা দূরেই সরে যাচ্ছে।


রাত্রির প্রহরে প্রহরে জাগ, অবিরল অশ্রু ধারায় উজাড় করে দাও হৃদয় তোমার প্রভুর চরণে, ভিক্ষা চাও সন্তানদের প্রাণ, পথের কোণে কোণে অনাহারে মরছে যারা।


লেবানন থেকে আনা সীডারের উপরে ছিল তোমার ভরসা, কিন্তু যখন তুমি বেদনায় আতুর হয়ে ওঠ, তখন অসহায় হয়ে ওঠ তুমি, প্রসববেদনাতুরা নারীর মত তোমার এ যন্ত্রণা।


রাজা তাঁদের মারফৎ যিশাইয়র কাছে এই কথা বলে পাঠালেনঃ আজ আমাদের ঘোরতর দুর্দিন। আমরা শাস্তি পাচ্ছি এবং দুঃসহ অপমান ও গ্লাণির মধ্যে রয়েছি। আমরা সেই প্রসবাতুরা রমণীর মত যার প্রসব করার শক্তি নাই।


তাঁর কাছে আমি উজাড় করে দিই আমার সমস্ত অভিযোগ, জানাই আমার সঙ্কটের কথা।


সে আমাকে ডাকলে আমি সাড়া দেব, সঙ্কটে আমি থাকব সাথে, আমি তাকে উদ্ধার করব, করব গৌরবান্বিত।


যখন স্মরণে জাগে অতীতের কথা, অন্তর উজাড় করে দিই আমি, ভাবি: একদিন এই জনতার মাঝেই, ছিল আমার আসা যাওয়া শোভাযাত্রা করে আমি তাদের নিয়ে যেতাম ঈশ্বরের মন্দিরে। জয়ধ্বনি ও স্তবগানে মুখর ভক্তবৃন্দ পালন করত তোমার উৎসব।


হান্না বললেন, না গুরুদেব, তা নয়। আমি অতি দুঃখিনী নারী, সুরা কিম্বা উত্তেজক কোন পানীয় আমি গ্রহণ করিনি। আমি প্রভু পরমেশ্বরের কাছে আমার হৃদয়ের দুঃখ উজাড় করে দিচ্ছিলাম।


ইসরায়েলীরা তখন মোশির কাছে গিয়ে বলল, প্রভু পরমেশ্বরের ও তোমার বিরুদ্ধে বচসা করে আমরা সত্যিই পাপ করেছি। তুমি এখন তাঁর কাছে বিনতি কর যেন তিনি আমাদের কাছ থেকে এই সাপের ঝাঁক দূর করে দেন। মোশি জনতার জন্য প্রভু পরমেশ্বরের কাছে বিনতি জানালেন।


তোমরা, যারা গাছকে পিতা বল আর পাহাড়কে বল মাতা—তোমরা সকলেই হবে লাঞ্ছিত ও অপমানিত। এই ঘটনা ঘটবেই কারণ তোমরা আমার কাছে ফিরে না এসে মুখ ফিরিয়ে চলে গেছ। কিন্তু বিপদে পড়লে আমাকেই ডাক উদ্ধার করার জন্য।


ইসরায়েলীরা তখন পরমেশ্বরের কাছে নিবেদন করে বলল, আমরা পাপ করেছি, তোমার বিবেচনায় যা ভাল, আমাদের প্রতি তা-ই কর, কেবল দয়া করে আজকের এই বিপদ থেকে আমাদের উদ্ধার কর।


তুমি বলেছ: তোমরা আমার কাছে এস, আরাধনা কর আমার। হ্যাঁ প্রভু, আমি তোমারই কাছে আসব, আরাধনা করব তোমার।


যখন ঈশ্বরের কথা আমি ভাবি তখন জর্জরিত হই দীর্ঘশ্বাসে, যখন স্মরণে জাগে তাঁর কথা গভীর বিষাদে পূর্ণ হয় আমার হৃদয়। সেলা


তিনি তাদের সংহার করার পর অবশিষ্ট ছিল যারা, ফিরে এল তাঁর কাছে, অনুতপ্ত হয়ে তারা একান্তভাবে করল ঈশ্বরের অনুসন্ধান।


তারপর তোমরা আমার কাছে আসবে। তোমরা আমার কাছে প্রার্থনা করবে, আমি উত্তর দেব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন