Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 24:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 চূর্ণ-বিচূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ে থাকবে পৃথিবী। প্রভু পরমেশ্বর এই কথা বলেছেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 দুনিয়া একেবারে নিঃশেষিত হবে ও একেবারে লুণ্ঠিত হবে, কেননা মাবুদ এই কথা বলেছেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 পৃথিবী সম্পূর্ণ জন পরিত্যক্ত হবে ও সম্পূর্ণরূপে লুন্ঠিত হবে। সদাপ্রভু এই কথা বলেছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 পৃথিবী শূন্যীকৃত, শূন্যীকৃত হইবে, ও লুটিত, লুটিত হইবে, কেননা সদাপ্রভু এই কথা বলিয়াছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 ঋণগ্রাহক ও ঋণদাতা সকলে সমান হবে। সমস্ত লোককে দেশের বাইরে যেতে বাধ্য করা হবে। সমস্ত সম্পদ নিয়ে নেওয়া হবে। কারণ প্রভুর আদেশেই ঐসব ঘটনা ঘটবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 পৃথিবী সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হবে এবং সম্পূর্ণ টুকরো হবে; কারণ সদাপ্রভু এই কথা বলেছেন।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 24:3
16 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বর এই পৃথিবীতে বিধ্বস্ত, উৎসন্ন করে এক শূন্য পুরীতে পরিণত করতে চলেছেন। এই ধরণীর বুকে তিনি তুলবেন প্রচণ্ড আলোড়ন, ছত্রভঙ্গ করে দেবেন আর অধিবাসীদের।


আমি জিজ্ঞাসা করলাম, হে প্রভু পরমেশ্বর, কতদিন এ অবস্থা চলবে? তিনি বললেন, যতদিন না নগর-জনপদ বিধ্বস্ত ও জনশূন্য হয়, যতদনি না সমস্ত বাসগৃহ বসতিশূন্য হয়, যতদিন না এদেশ পরিত্যক্ত, নির্জন হয়।


তারা নিশ্চিন্তে বসবাস করবে নিজেদের দ্রাক্ষাকুঞ্জ ও ডুমুর গাছের মাঝে, কেউ তাদের ভীতি প্রদর্শন করবে না, কারণ সর্বাধিপতি প্রভু পরমেশ্বর স্বয়ং বলেন এ কথা।


হে পাহাড়-পর্বত, হে নদী-নির্ঝর-উপত্যকা, ধ্বংসস্তূপের মাঝে পরিত্যক্ত স্থান, হে জনশূন্য দলিত-মথিত শহর-নগর, প্রতিবেশী জাতিবৃন্দ তোমাদের উপহাসে জর্জরিত করেছিল একদিন! আমি, সর্বাধিপতি প্রভু, এবার শোন, যা বলি তোমাদের।


তখন শক্ত করে পোঁতা সেই পেরেকের গোড়া আলগা হয়ে আসবে এবং পড়ে যাবে। তার উপরে ভার দিয়ে এতদিন যা কিছু ঝুলছিল, সেদিন সব শেষ হয়ে যাবে। প্রভু পরমেশ্বর এই কথা বলেছেন।


কেদরের বীরশ্রেষ্ঠ ধর্নুদ্ধরদের মধ্যে মাত্র কিছু বীর অবশিষ্ট থাকবে। আমি, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


নবী যিরমিয়ের মাধ্যমে প্রভু পরমেশ্বর যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, এইভাবে তা পূর্ণ হল। তিনি বলেছিলেনঃ দেশে সাব্বাথ দিনের বিশ্রাম যতদিন প্রতিপালিত হয়নি, সেই বিশ্রাম ততদিন ভোগ করার জন্য দেশ সত্তর বছর উৎসন্ন অবস্থায় পড়ে থাকল।


প্রচণ্ড রোষ ও ক্রোধে প্রভু এদেশ থেকে এদের উৎপাটন করে অন্য দেশে নির্বাসিত করেছেন, আজ পর্যন্ত তারা সেখানেই আছে।


প্রভু তাঁর রোষ ও ক্রোধে সদোম, ঘমোরা, আদ্‌মা ও সবোয়িম নগরগুলি যে ভাবে ধ্বংস করেছিলেন সেইভাবে এদেশেও জ্বলন্ত গন্ধক ও লবণ বর্ষণে এমন ভাবে দগ্ধ হবে যে এখানে কোন কিছু বপন করা যাবে না, কোন তৃণগুল্মও উৎপন্ন হবে না।


হে ইসরায়েল প্রজাবৃন্দ, প্রভু পরমেশ্বর বলেছেন, তোমরা নত হও, নম্র হয়ে শোন তাঁর কথা,


আগাছায় ভরে যাবে সব। দ্রাক্ষালতা ছেঁটে পরিষ্কার করতে বা তার গোড়া খুঁড়তে কাউকে দেব না। তার বদলে, সেখানে শ্যাকুল ও কাঁটাঝোপে ছেয়ে যাবে। মেঘমালাকে আমি দ্রাক্ষাকুঞ্জের উপরে বারি বর্ষণ করতে নিষেধ করব।


পুরোহিত ও জনসাধারণ, মনিব ও ক্রীতদাস, ক্রেতা ও বিক্রেতা, ঋণদাতা ও গ্রহীতা, ধনীও দরিদ্র নির্বিশেষে প্রত্যেকের ভাগ্যেই ঘটবে একই দুর্দশা।


এ মর্ত্যভূমি শুকিয়ে যাচ্ছে, নিস্তেজ হয়ে পড়ছে, দুর্বল হয়ে পড়ছে সমগ্র পৃথিবী। আকাশ ও পৃথিবী মুহ্যমান হয়ে পড়বে।


সেদিন লোকে তোমাদের নিয়ে ব্যঙ্গ করবে, বিদ্রূপ করে বিলাপ ও হাহাকারের সুরে বলবে: আমরা সর্বস্বান্ত হয়েছি, ঈশ্বর কেড়ে নিয়েছেন আমাদের দেশ, তিনি আমাদের জাতীয় উত্তরাধিকার হস্তান্তর করেছেন, তুলে দিয়েছেন সেই শত্রুর হাতে, যারা আমাদের নির্বাসনে নিয়ে গেছে বন্দী করে।


কিন্তু তাঁর প্রজাবৃন্দ আজ লুণ্ঠিত, অবরুদ্ধ কারাকক্ষের অন্ধকারে, কারাগারের অন্তরালে গোপন রয়েছে অস্তিত্ব তাদের তারা হৃতসর্বস্ব, লুন্ঠিত, তাদের উদ্ধার করার কেউ নাই। কারো মনে জাগে না তাদের মুক্ত করার কথা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন