Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 24:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 পৃথিবীর দূর-দূরান্ত থেকে ভেসে আসবে ধর্মময়ের প্রশংসাধ্বনি। কিন্তু আমার আর কোন আশা নেই! আমি শেষ হয়ে যাচ্ছি, আমি, যিশাইয় শেষ হয়ে যাচ্ছি। বিশ্বাসঘাতকেরা বিশ্বাসঘাতকতা করেই চলেছে, এই বিশ্বাসঘাতকতা দিনে দিনে আরও সন্দেহের দিকে এগিয়ে চলেছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 আমরা দুনিয়ার প্রান্ত থেকে কাওয়ালী শুনেছি, ‘ধার্মিক ব্যক্তির গৌরব হোক’। কিন্তু আমি বললাম, আমি ক্ষীণ হচ্ছি, আমি ক্ষীণ হচ্ছি, আমাকে ধিক্‌। বেঈমানরা বেঈমানী করেছে, হ্যাঁ, বেঈমানরা অতিশয় বেঈমানী করেছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 পৃথিবীর প্রান্তসীমা থেকে আমরা গানের শব্দ শুনছি: “সেই ধার্মিক ব্যক্তির মহিমা হোক।” কিন্তু আমি বললাম, “আমি ক্ষয়ে যাচ্ছি, আমি ক্ষয়ে যাচ্ছি, ধিক্ আমাকে! বিশ্বাসঘাতকেরা বিশ্বাসঘাতকতা করছে! হ্যাঁ, বিশ্বাসঘাতকেরা নিদারুণ বিশ্বাসঘাতকতা করছে!”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 আমরা পৃথিবীর প্রান্ত হইতে সঙ্গীত শুনিয়াছি, ‘ধার্ম্মিকেরই নিমিত্ত শোভা’। কিন্তু আমি কহিলাম, আমি ক্ষীণ হইতেছি, আমি ক্ষীণ হইতেছি, আমাকে ধিক্‌। বিশ্বাসঘাতকেরা বিশ্বাসঘাতকতা করিয়াছে, হাঁ, বিশ্বাসঘাতকেরা অতিশয় বিশ্বাসঘাতকতা করিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে আমরা প্রশংসা গীত শুনব। লোকরা গাইবে: “ধার্ম্মিকজনটি, মহিমান্বিত হউন।” কিন্তু আমি বলি, “আমি মারা যাচ্ছি। আমার পক্ষে সব কিছু ভয়ঙ্কর হয়ে উঠেছে। বিশ্বাসঘাতকরা মানুষের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করছে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 পৃথিবীর শেষ সীমা থেকে আমরা এই গান শুনেছি, “ধার্ম্মিকের জন্য শোভা” কিন্তু আমি বললাম, “হায়! আমি দুর্বল হচ্ছি, আমি দুর্বল হচ্ছি, ধিক আমাকে। কারণ বিশ্বাসঘাতকেরা বিশ্বাসঘাতকতা করেছে; হ্যাঁ, বিশ্বাসঘাতকেরা বিশ্বাসঘাতকতা করেছে।”

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 24:16
41 ক্রস রেফারেন্স  

ভয়াবহ এক নৃশংস ঘটনার দিব্যদর্শন আমি দেখেছি, দেখেছি প্রতারণা এবং সর্বনাশা ধ্বংসের দিব্যদর্শন। ইলমের সৈন্যবাহিনী আক্রমণ কর! মিডিয়ার সৈন্যবাহিনী অবরোধ কর শহর-নগর। ব্যাবিলন যে দুঃখ বিপর্যয় এনেছিল, ঈশ্বর তার অবসান ঘটাবেন।


ইসরায়েল ও যিহুদীয়ার মানুষ আমার সঙ্গে করেছে চরম বিশ্বাসঘাতকতা। আমি প্রভু পরমেশ্বর এ কথা বলছি।


আমাদের শত্রুরা ধ্বংস হয়ে গেল! লুন্ঠিত ও প্রতারিত না হওয়া সত্ত্বেও তারা অপরকে লুন্ঠন ও প্রতারণা করেছে। কিন্তু এবার তাদের লুন্ঠন ও প্রতারণা করার দিন শেষ হয়ে গেল। তারা নিজেরাই লুন্ঠিত ও প্রতারিত হবে।


কিন্তু অবিশ্বাসিনী স্ত্রীর মত কখনও তুমি হলে না একনিষ্ঠ আমার প্রতি। আমি প্রভু পরমেশ্বর বলছি এই কথা।


তাঁরা ঈশ্বরের সেবক মোশির গীত এবং মেষশাবকের গীত গেয়ে স্তব করছিলেনঃ “মহান ও পরমাশ্চর্য তোমার কীর্তি, হে সর্বনিয়ন্তা প্রভু পরমেশ্বর! সর্বজাতির অধীশ্বর তুমি, তোমার সমস্ত আচরণ সুসঙ্গত ও সত্য।


প্রভু আমাদের এই আদেশই দিয়েছেনঃ'অইহুদীদের জন্য আমি তোমাদের আলোকবর্তিকারূপে নিযুক্ত করেছি, পৃথিবীর প্রত্যন্ত প্রদেশে তোমরা পৌঁছে দেবে মুক্তির বার্তা।’


তিনি তখন দূত পাঠিয়এ পৃথিবীর শেষ প্রান্ত থেকে স্বর্গের শেষ প্রান্ত পর্যন্ত চতুর্দিক থেকে তাঁর মনোনীত লোকদের সংগ্রহ করবেন।


তুমি কেন আমার চোখের উপর অন্যায় ঘটতে দিচ্ছ? কেন আমায় দেখতে হচ্ছে এত অবিচার? আমার চারিদিকে চলেছে কত অত্যাচার ও ধ্বংসের লীলা, বেড়ে চলেছে বিরোধ ও কলহ।


তখন তিনি প্রতিষ্টিত হবেন, প্রভু পরমেশ্বরের পরাক্রমে এবং তাঁর ঈশ্বর প্রভুর নামের মহিমায় ভূষিত হয়ে তাঁর প্রজাদের করবেন প্রতিপালন। তারা তখন নিরাপদে বাস করবে, কেননা তাঁর মহিমা পরিব্যাপ্ত হবে পৃথিবীর সর্বপ্রান্তে।


আদমের মতই তারা শর্তভঙ্গ করেছে, আমার সঙ্গে করেছে বিশ্বাসঘাতকতা।


তারা প্রভু পরমেশ্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, উৎপাদন করেছে জারজ সন্তান। অমাবস্যার অন্ধকার এখন গ্রাস করবে তাদের, গ্রাস করবে তাদের সম্পত্তি।


সারারাত্রি সে অশ্রুবিসর্জন করে দু’গাল বেয়ে তার ঝরে পড়ে অশ্রুধারা, একজনও বন্ধু আর অবশিষ্ট নেই যে দেবে তাকে সান্ত্বনা। মিত্রগণ করেছে বিশ্বাসঘাতকতা, যিহুদীয়ায় এখন সকলেই তার বিপক্ষে।


তোমার ভাইয়েরা, তোমার পরিজনেরা বিশ্বাসঘাতকতা করেছে তোমার সঙ্গে, সোচ্চার হয়েছে তারা তোমার বিরুদ্ধে, হাত মিলিয়েছে তোমার আক্রমণকারীদের সাথে। বিশ্বাস করো না তাদের, এমনকি মধুর কথাতেও করো না বিশ্বাস।


তোমার প্রজাবৃন্দ হবে ধর্মনিষ্ঠ দেশের অধিকার লাভ করবে চিরতরে। আমি তরুর মত রোপণ করেছি, সৃষ্টি করেছি তাদের যেন প্রকাশিত হয় আমার মহিমা সর্বজনের কাছে।


প্রভু পরমেশ্বর ব্যবহার করবেন তাঁর অমিত পরাক্রম, রক্ষা করবেন তাঁর প্রজাদের, দেখবে সমগ্র বিশ্বচরাচর।


আমি জানতাম, তুমি বিশ্বাসঘাতক, বিশ্বাস করা যায় না তোমাকে তুমি বিদ্রোহী, এই তোমার পরিচয়, এই কারণেই কোন কথা জানানো হয় নি তোমায়, ঘুণাক্ষরেও শোনানো হয় নি কোনদিন কিছু।


এমন একটি দিন আসছে যেদিন সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর স্বয়ং তাঁর অবশিষ্ট প্রজাদের মহিমায় ভাস্বর পুষ্পশোভিত মুকুটস্বরূপ হবেন।


হে প্রভু পরমেশ্বর, আমাদের জাতির শ্রীবৃদ্ধি করেছ তুমি, চতুর্দিকে সীমানা তার করেছ বিস্তৃত, গৌরবে মণ্ডিত হয়েছ তুমি।


প্রভু পরমেশ্বর বলেছেন, এমন একদিন আসছে, যেদিন ইসরায়েলের গৌরব মাহাত্ম্যের অবসান হবে, দারিদ্র্য তার ধন-ঐশ্বর্যের স্থান অধিকার করবে।


যাদের জীবনযাত্রা এখন স্বচ্ছন্দ সাবলীল ,তাদের উপরে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর রোগ পাঠিয়ে শাস্তি দেবেন। তাদের দেহের মধ্যে শুরু হবে প্রচণ্ড দাহ, সারা শরীরজ্বলে যাবে।


তাদের ঈপ্সিত বস্তু দিলেন তিনি, সেই সঙ্গে দিলেন তাদের মারাত্মক ব্যাধি।


তিনি স্মরণে রেখেছেন ইসরায়েল কুলের প্রতি তাঁর অবিচল প্রেম ও সত্যময়তা। পৃথিবীর সমস্ত প্রান্ত প্রত্যক্ষ করেছে আমাদের ঈশ্বরের বিজয় কীর্তি।


ঈশ্বর আমাদের করেছেন আশীর্বাদ, তাই মর্ত্যলোক সসম্ভ্রমে করুক তাঁর জয়গান।


দুর্জনের এই শাস্তি দেখে আনন্দিত হবে ধার্মিকেরা, তার রক্তে তারা করবে পাদপ্রক্ষালন।


তুমি যদি চাও, সকল জাতিকে আমি আনব তোমার অধিকারে, সমগ্র পৃথিবী হবে তোমার।


হে প্রভু পরমেশ্বর, দেবতাদের মাঝে তোমার সমকক্ষ কে? কে তোমার মত পবিত্র, গরীয়ান? অলৌকিক কীর্তিমান, সম্ভ্রম ও স্তুতির যোগ্য?


হে প্রভু পরমেশ্বর, তোমার কাছে যদি আমি অভিযোগ আনি, তুমি ন্যায়বান, প্রমাণ করবে তার সত্যতা। তথাপি তোমার ন্যায়বিচার সম্পর্কে আমি প্রশ্ন করতে চাই তোমাকে। বল, দুর্জনের কেন এত শ্রীবৃদ্ধি হয়? সাফল্য লাভ করে কেন অসৎ মানুষ?


যারা বাকী থাকবে তারা শত্রুদের দেশে নিজেদের ও পিতৃপুরুষদের পাপের জন্য ক্রমেই নিঃশেষ হয়ে যাবে।


তোমার মহাশক্তির এই নিদর্শন সমগ্র পৃথিবীকে করে বিস্ময়ে বিহ্বল। ঊষা ও সন্ধ্যার আবির্ভাবকে তুমিই কর মুখর আনন্দগানে।


যারা মানে না তোমার নির্দেশ, সেই বিশ্বাসঘাতকদের ঘৃণা করি আমি।


প্রভু পরমেশ্বর পৃথিবীর চারিদিকে ছড়িয়ে থাকা ইসরায়েল ও যিহুদীয়ার মানুষকে যে ফিরিয়ে আনছেন, সেই বিষয় সমস্ত জাতিকে জানাবার জন্য প্রতীকস্বরূপ একটি পতাকা দেখাবেন।


নূতন সঙ্গীত গাও প্রভু পরমেশ্বরের উদ্দেশে, এ বিশ্বচরাচর গাও তাঁর স্তবগান! সমুদ্র পথে যাতায়াত কর যারা স্তবগান গাও তাঁর, সাগরের বুকে বসতি যাদের, তোমরা স্তুতিগান গাও তাঁর! হে সুদূরের দেশবাসীগণ, তোমরা সকলে গাও তাঁর স্তবগান!


তুমি মহাপবিত্র, সহ্য কর না কোনও অন্যায়, তবে কেমন করে তুমি সহ্য করছ এই মন্দ লোকদের? এদের তুলনায় যারা ভাল, তাদের এরা গ্রাস করছে! কি করে নীরব রয়েছ তুমি?


আমি বললাম, হায়! আমার আর কোন আশা নেই। আমার ওষ্ঠাধরের প্রতিটি কথা পাপময়। যাদের মাঝে আমি বাস করি তাদেরও প্রতিটি কথা পাপময়। কিন্তু তা সত্ত্বেও আমি রাজাকে, সর্বাধিপতি প্রভু পরমেশ্বরকে স্বচক্ষে দেখেছি!


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন