যিশাইয় 24:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)13 সমস্ত ফসল তোলা শেষ হয়ে গেলে ক্ষেত যেমন রিক্ত হয়ে যায়, গাছ থেকে সমস্ত জলপাই পেড়ে নেওয়া হলে যে শূন্য অবস্থার সৃষ্টি হয়, দ্রাক্ষাকুঞ্জের শেষ দ্রাক্ষাটি তুলে নেওয়া হলে যে নিঃস্বতা বিরাজ করে, সমগ্র পৃথিবীর প্রত্যেকটি জাতির এই অবস্থা হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 বস্তুত দুনিয়াতে জাতিদের মধ্যে এরকম ঘটনা হবে; জলপাই গাছ ঝাড়া হলে পর, আঙ্গুর ফল সংগ্রহ করার পর যেমন অল্পই ফল গাছে থাকে, দুনিয়ার অবস্থা তেমনি হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 পৃথিবীতে ও জাতিসমূহের মধ্যে এরকমই ঘটনা ঘটবে, যেমন, যখন কোনো জলপাই গাছ ঝাড়ার পরে হয় কিংবা দ্রাক্ষাচয়নের পরে কিছু ফল অবশিষ্ট পড়ে থাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 বস্তুতঃ পৃথিবীতে জাতিগণের মধ্যে এইরূপ ঘটনা হইবে; জিত বৃক্ষ ঝাড়িবার ন্যায়, ফল-সংগ্রহ সমাপ্তির পরে দ্রাক্ষাফল চয়নের ন্যায় ঘটিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 শস্য সংগ্রহের পরে জলপাই গাছে যেমন গুটিকতক জলপাই পড়ে থাকে ঠিক তেমনি অনেকগুলি জাতির মধ্যে এই দেশও একাকি পড়ে থাকবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 জিত গাছ ঝাড়ার মতো, যেমন ফল সংগ্রহের পরে আঙ্গুর ফল বাছার মত হয় পৃথিবীর জাতিগুলোর অবস্থা তেমনই হবে। অধ্যায় দেখুন |