Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 24:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 শোনা যাচ্ছে নিরানন্দ জনসাধারণের হাহাকার! সুখ, আনন্দ চিরতরে বিদায় নিয়েছে, নির্বাসিত হয়েছে দেশ থেকে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 আঙ্গুর-রসের বিষয়ে রাস্তায় রাস্তায় চিৎকার হয়, সমস্ত আমোদ অন্ধকার হল, দেশের বিলাস নির্বাসিত হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 পথে পথে তারা সুরার জন্য চিৎকার করে; সমস্ত আনন্দ বিষাদে পরিণত হয়, পৃথিবী থেকে সমস্ত হৈ-হল্লা দূর হয়ে গেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 দ্রাক্ষারসের বিষয়ে সড়কে চীৎকার হয়; সমস্ত আমোদ অন্ধকার হইল, দেশের বিলাস নির্ব্বাসিত হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 এখন লোকরা হাটে বাজারে দ্রাক্ষারসের খোঁজ করছে। কিন্তু সমস্ত সুখ উবে গেছে। আনন্দ চলে গেছে সহস্র যোজন দূরে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 রাস্তায় আঙ্গুর-রসের জন্য চিৎকার হয়। সমস্ত আনন্দ অন্ধকার হল, আর পৃথিবী থেকে সব আমোদ-আহ্লাদ উধাও হয়ে গেল।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 24:11
18 ক্রস রেফারেন্স  

আমার কাছে তাদের ক্রন্দন আন্তরিক নয়, বিছানায় শুয়ে তারা হায় হায় করে, নিজেদের অঙ্গ ক্ষত-বিক্ষত করে শস্য ও দ্রাক্ষারসের জন্য, আমার কাছ থেকে তারা দূরেই সরে যাচ্ছে।


কিন্তু অব্রাহাম বললেন, ‘বৎস, মনে করে দেখ, বেঁচে থাকতে তুমি কত ভাল ভাল জিনিষ ভোগ করেছ, আর এই লাসার তেমনি কষ্ট পেয়েছে। তাই এখানে সে এখন সুখে আছে আর তুমি যন্ত্রণা পাচ্ছ।


প্রভুর নির্দিষ্ট দিন আসন্ন, সেইদিন সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর মহাপ্রলয় ঘটাবেন, কী ভয়ঙ্কর সেইদিন!


সুফলা মোয়াবের কাছ থেকে সুখ আর আনন্দ কেড়ে নেওয়া হয়েছে। তোমাদের দ্রাক্ষাকুঞ্জে আর সুরার ধারা বয় না, কেউ আর হর্ষধ্বনি দিয়ে দ্রাক্ষা পেষণ করে না।


এবং কাঁটাগাছ ও শিয়ালকাঁটা জন্মাচ্ছে আমার প্রজাদের কৃষিক্ষেত্রে। সমস্ত আনন্দময় গৃহের জন্য কাঁদ, আকুল হয়ে কাঁদ পরিপূর্ণ জীবনের উচ্ছলতায় ভরা সেই নগরীর জন্য।


উর্বরা ভূমির জন্য আনন্দ করার সেখানে কেউ আর নেই, দ্রাক্ষাক্ষেত্রে কেউ আর উল্লাসে হর্ষধ্বনি করবে না, গান গাইবে না কেউ। সুরা তৈরী করার জন্য কেউ আর দ্রাক্ষাদলন করবে না, সেই আনন্দ-সঙ্গীতের অবসান হয়েছে।


তাই সর্বাধিপতি প্রভু পরমেশ্বর ক্রুদ্ধ হয়েছেন। তাঁর শাস্তি আগুনের মত নেমে এসে সারা দেশ জ্বালিয়ে দেবে, ধ্বংস করে দেবে মানুষকে—সকলে আত্মরক্ষায় ব্যস্ত হযে উঠবে।


মরণারপন্ন ও দুঃখক্লিষ্ট লোকদের জন্যই সুরা প্রয়োজন,


আমাদের পশুপাল যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়, না হয় যেন তার কোন ক্ষয়ক্ষতি, আমাদের রাজপথগুলিতে যেন ধ্বনিত না হয় আর্তনাদ।


যিহুদীয়া শোক করছে, তার নগর জনপদ মৃত্যুর কবলে অধিবাসীরা গভীর দুঃখে মাটিতে লুটিয়ে আছে, জেরুশালেম কাঁদছে সাহায্যের জন্যে।


জাতিবৃন্দ শুনেছে তোমাদের আর্তস্বর, ধরণীর বুকে উঠেছে তার প্রতিধ্বনি, এক যোদ্ধা ঝাঁপিয়ে পড়ছে অপর যোদ্ধার উপরে তারপর ধরাশায়ী হচ্ছে দুজনেই।


দ্রাক্ষালতা শুকিয়ে গেছে, রসহীন হয়েছে ডুমুর গাছ, ডালিম, খেজুর, আপেল গাছেরও সেই দশা, শুকিয়ে গেছে বাগানের সব গাছ! মানুষের মনে কোন আনন্দ নেই!


আজ তোমরা পরিতৃপ্ত কিন্তু আগামী বছর এমনি দিনে তোমরা উদ্বেগ ও হতাশায় জর্জরিত হবে কারণ তখন সংগ্রহ করার মত দ্রাক্ষাফল আর থাকবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন