Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 24:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 শহরের মধ্যে সব কিছু আজ বিশৃঙ্খল, নিরাপত্তার জন্য লোকে ঘরে দুয়ার দিয়েছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 উৎসন্নতার নগর ভগ্ন হয়ে পড়লো, সমস্ত গৃহ বন্ধ হল, ভিতরে যাওয়া যায় না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 ধ্বংসিত নগরটি জনশূন্য পড়ে আছে; প্রত্যেকটি গৃহের দুয়ারের প্রবেশপথে দরজা লাগানো আছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 উৎসন্নতার নগর ভগ্ন হইয়া পড়িল, সমস্ত গৃহ রুদ্ধ হইল, ভিতরে যাওয়া যায় না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 এই শহর চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। প্রতিটি বাড়ী বন্ধ, তাই কেউ তার নিজের বাড়ীতে ঢুকতে পারছে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 বিশৃঙ্খলার শহর ভেঙে ফেলা হয়েছে। সমস্ত বাড়ী-ঘর বন্ধ হয়ে গিয়েছে এবং খালি হয়ে গিয়েছে।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 24:10
25 ক্রস রেফারেন্স  

ইনি চীৎকার করে বললেন, “পতন হল, মহতী ব্যাবিলনের পতন হল, ভূতপ্রেতের লীলাভূমি অশুচি আত্মা আবাস, জঘনও ও ঘৃণ্য যত পাখির বাসা।


শাণিত তরবারির আঘাতে মৃত্যু হবে তাদের, সমস্ত জাতির মধ্য থেকে তাদের বন্দী করে আনা হবে। অ-ইহুদী জাতিগুলির নির্ধারিত কাল শেষ না হওয়া পর্যন্ত জেরুশালেম তাদের দ্বারা পদদলিত হবে।


কারণ এমন দিন আসবে, যেদিন তোমার শত্রুরা তোমার চারিদিকে প্রাচীর তুলবে, ঘিরে ধরবে তোমাকে সব দিক দিয়ে।


সুতরাং তোমাদের জন্যই সিয়োনকে চষে ফেলা হবে ক্ষেতের মত, জেরুশালেম পরিণত হবে ধ্বংসস্তূপে,যে পর্বতে মন্দির রয়েছে, সেটি হবে অরণ্যের মাঝে একটি টিলার মত।


ঈশ্বর তাদের জন্য পথ খুলে দেবেন, নির্বাসন থেকে তাদের উদ্ধার করে নিয়ে যাবেন। তারা মুক্ত হয়ে উদ্দাম বেগে বেরিয়ে যাবেন গরের তোরণদ্বারগুলি দিয়ে, নেতৃত্ব দেবেন তাদের রাজা স্বয়ং প্রভু পরমেশ্বর।


যদিও ব্যাবিলনীয়েরা নগর ঘিরে রেখেছিল, তা সত্ত্বেও সমস্ত সৈন্যবাহিনী রাতের অন্ধকারে পালিয়ে বেঁচেছিল। রাজ উদ্যানের মধ্য দিয়ে, সংলগ্ন দুটি দেওয়ালের মাঝের গলিপথ ধরে তারা জর্ডন উপত্যকার দিকে পালিয়ে গেল।


ইতিমধ্যে ব্যাবিলনীয় সৈন্যবাহিনী রাজপ্রাসাদ, নাগরিকদের ঘরবাড়ি পুড়িয়ে দিল এবং জেরুশালেমের প্রাচীর ভেঙ্গে ফেলল।


রাজা সিদিকিয় ও তাঁর সৈন্যরা নগরীর এই অবস্থা দেখে রাত্রিবেলায় নগর ছেড়ে পালাবার চেষ্টা করলেন। তাঁরা রাজউদ্যানের পথে দুই প্রাচীরের মাঝখানের দরজা দিয়ে নগরের বাইরে জর্ডন উপত্যকার দিকে পালিয়ে গেলেন।


এদেশ পেঁচা ও দাঁড়কাকের বাসভূমি হবে, সৃষ্টির পূর্বে এর যে অবস্থা ছিল, প্রভু পরমেশ্বর আবার তার সেই রকম অবস্থা করবেন, পরিণত করবেন ঊষর বন্ধ্যাভূমিতে।


রাজপুরীও পরিত্যক্ত জনশূন্য হয়ে যাবে, রাজধানী হবে পরিত্যক্ত নির্জন। গিরি ও প্রহরাদুর্গ ধ্বংস হয়ে যাবে চিরতরে। সেখানে বিচরণ করবে বন্য গর্দভ, সেইস্থান হবে মেষপালের মনোরম চারণক্ষেত্র।


সুরক্ষিত নগরী আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শূন্য এ নগরী নির্জন প্রান্তরের মত পশুপালের চারণভূমি ও বিশ্রামস্থলে হয়েছে পরিণত।


কত নগর-জনপদকে তুমি পরিণত করেছ ধ্বংসস্তূপে বিধ্বস্ত করেছ তাদের রক্ষাব্যবস্থা, শত্রুকুলের গড়ে তোলা প্রাসাদ-অট্টালিকা নিশ্চিহ্ন হয়েছে চিরতরে।


নগরী আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ভেঙ্গে পড়েছে নগর তোরণ।


টায়ারের প্রতি এক দৈববাণী। হে নাবিকেরা, সাগরের বুকে তোমরা যারা আছ, হাহাকার কর! তোমাদের মাতৃভূমি টায়ার বন্দর বিধ্বস্ত হয়েছে। সেখানকার ঘর-বাড়ী, বন্দর সব ধ্বংস স্থানে পরিণত হয়েছে। সাইপ্রাস থেকে তোমাদের সমস্ত জাহাজ ফিরে এলেই সব খবর তোমরা জানতে পারবে।


ব্যাবিলনীয়রা নগরের চারিদিক ঘিরে রাখা সত্ত্বেও নগরের সৈন্যরা রাজার সঙ্গে রাতের অন্ধকারে প্রাচীর ভেঙ্গে পালিয়ে গেল। রাজোদ্যানের পথে দুই প্রাচীরের মাঝখানের দ্বার দিয়ে তারা জর্ডন উপত্যকার দিকে পালাল।


এইজন্যই সেই নগরের নাম হল বাবেল (বিভেদ)। কেননা সেখানে প্রভু পরমেশ্বর সারা পৃথিবীর ভাষায় বিভেদ সৃষ্টি করেছিলেন এবং সেখান থেকেই তিনি মানব-সন্তানদের সারা পৃথিবীতে বিক্ষিপ্ত করে দিয়েছিলেন।


(কিন্তু অরণ্যে, বনানীতে হবে শিলাবৃষ্টি, নগরী হবে বিধ্বস্ত, ধূলিসাৎ।)


তিনি অবনত করেছেন গর্বিতকে , বিধ্বস্ত করেছেন তাদের বাসভূমি সুদৃঢ় নগরীকে মিশিয়ে দিয়েছেন ধূলায় প্রাকার সমূহ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন