Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 23:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 টায়ারের ধ্বংস হওয়ার কথা শুনে মিশর পর্যন্ত চমকে উঠবে, হতাশ হয়ে পড়বে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 ঐ জনশ্রুতি মিসরে পৌঁছামাত্র লোকে টায়ারের সংবাদে ব্যথিত হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 যখন মিশরের কাছে সংবাদ আসে, সোরের কাছ থেকে প্রাপ্ত সংবাদে তাদের মনস্তাপ হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 ঐ জনশ্রুতি মিসরে পৌঁছিবামাত্র লোকে সোরের সংবাদে ব্যথিত হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 মিশর, সোর সম্বন্ধে এমন সংবাদ পাবে। এই খবর মিশরকে দারুণ শারীরিক ও মানসিক যন্ত্রণায় ফেলবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 যখন মিশরে এই খবর আসবে, তারা সোরের বিষয়ে দুঃখ করবে।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 23:5
9 ক্রস রেফারেন্স  

তুমি শেষ হয়ে গেলে, চিরদিনের জন্য শেষ হয়ে গেলে। সমস্ত জাতি যারা তোমায় চেনে, তারা আতঙ্কিত এই কথা ভেবে যে তাদেরও বরাতে এই একই দুঃখ অপেক্ষা করে আছে।


এমন একদিন আসছে যেদিন মিশর হবে ভীরু রমণীর মত। তারা যখন দেখবে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তাদের শাস্তি দেবার জন্য উদ্যত হয়েছেন, তখন ভয়ে কাঁপবে।


ফিলিস্তিয়ার ধ্বংসের কাল আসন্ন, আসন্ন সোর ও সীদোন থেকে বিচ্ছিন্ন হবার কাল, যেখান থেকে আসে সমূহ সাহায্য। ফিলিস্তিনী ও যারা ক্রীটের উপকূল থেকে এসেছে, ধ্বংস করব তাদের সকলকে আমি, প্রভু পরমেশ্বর।


সেই দিন যখন আসবে এবং মিশর ধ্বংস হবে, তখন আমি জলযানে করে দূত পাঠাব নিশ্চিন্তে, নির্ভয়ে সুদানবাসীর কাছে। তারা ভয়ে আতঙ্কে বিহ্বল হয়ে পড়বে। সেইদিন আগতপ্রায়!


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন