যিশাইয় 23:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)5 টায়ারের ধ্বংস হওয়ার কথা শুনে মিশর পর্যন্ত চমকে উঠবে, হতাশ হয়ে পড়বে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 ঐ জনশ্রুতি মিসরে পৌঁছামাত্র লোকে টায়ারের সংবাদে ব্যথিত হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 যখন মিশরের কাছে সংবাদ আসে, সোরের কাছ থেকে প্রাপ্ত সংবাদে তাদের মনস্তাপ হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 ঐ জনশ্রুতি মিসরে পৌঁছিবামাত্র লোকে সোরের সংবাদে ব্যথিত হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 মিশর, সোর সম্বন্ধে এমন সংবাদ পাবে। এই খবর মিশরকে দারুণ শারীরিক ও মানসিক যন্ত্রণায় ফেলবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 যখন মিশরে এই খবর আসবে, তারা সোরের বিষয়ে দুঃখ করবে। অধ্যায় দেখুন |