Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 22:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9-10 জেরুশালেমের প্রাচীরের যে সমস্ত স্থান মেরামত করা প্রয়োজন, সেগুলি খুঁজে বার করলে। জেরুশালেমের সমস্ত ঘরবাড়ী পরিদর্শন করলে এবং তার মধ্যে কিছু বাড়ী ভেঙ্গে ফেললে, তার পাথরগুলি নগরের প্রাচীর মেরামতের কাজে লাগাবে বলে। জল ধরে রাখবার জন্য।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 আর তোমরা দাউদ-নগরের ভগ্নস্থানগুলো দেখলে; বাস্তবিক সেসব অনেক; ও নিচস্থ সরোবরের পানি একত্র করলে;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 তুমি দেখেছিলে যে, দাউদ-নগরের প্রতিরক্ষা ব্যবস্থায় অনেক ফাটল ছিল, তুমি নিম্নতর পুষ্করিণীতে জল সঞ্চয় করেছিলে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 আর তোমরা দায়ূদ-নগরের ভগ্নস্থানগুলি দেখিলে; বাস্তবিক সে সকল অনেক; ও নীচস্থ সরোবরের জল একত্র করিলে;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9-11 দায়ূদের শহরের প্রাচীরে ফাটল ধরবে এবং তুমি ঐ ফাটলগুলি দেখতে পাবে। তাই তুমি বাড়িঘরগুলি গুনবে এবং ঐ বাড়িগুলির পাথর ব্যবহার করে প্রাচীরের ফাটলে লাগাবে। তুমি জল ধরে রাখার জন্য দুটি প্রাচীরের মাঝখানে একটা জায়গা তৈরি করবে এবং তুমি জল ধরে রাখতে পারবে। তোমরা ঐসব নিজেদের রক্ষা করার জন্য করবে। কিন্তু যে ঈশ্বর সব কিছু সৃষ্টি করেছেন তোমরা সেই ঈশ্বরকে বিশ্বাস করবে না। অনেক দিন আগে যিনি আমাদের জন্য এইসব কিছু করেছেন সেই একজনকে (ঈশ্বর) তোমরা দেখবে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 তোমরা দায়ূদ-শহরের দেয়ালগুলোর মধ্যে অনেক ফাটল দেখেছিলে, যে সেগুলো অনেক এবং নীচের পুকুরের জল জমা করেছিলে।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 22:9
5 ক্রস রেফারেন্স  

রাজা হিষ্কিয়ের সমস্ত কীর্তি-কাহিনী তাঁর বীরত্ব, তাঁর তৈরী জলাধার, নগরে জল সরবরাহের জন্য সুড়ঙ্গপথ খননেন বিবরণ যিহুদীয়ার রাজবংশের ইতিহাসে লেখা আছে।


তারপরে বেথসূর প্রদেশের অর্ধেক অংশের শাসক, অস্‌বুকের পুত্র নহিমিয় দাউদের সমাধির বিপরীত দিকে মাটি কেটে তৈরী সরোবর এবং বীরদের গৃহ পর্যন্ত মেরামত করেছিলেন।


রাজা হিষ্কিয়ই গিহোন প্রস্রবণের বাইরের দিকের মুখ বন্ধ করে দিয়ে তার জলাধারাকে জেরুশালেমের প্রাচীরের এপারে ভিতরের দিকে সুড়ঙ্গ কাটিয়ে প্রবাহিত করিয়েছিলেন। হিষ্কিয় প্রতিটি কাজেই সফল হয়েছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন