Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 22:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 দর্শন উপত্যকায় এখন আতঙ্ক, পরাজয় আর বিপর্যয় নেমে এসেছে। সর্বাধিপতি প্রভু পরমেশ্বর স্বয়ং আমাদের উপরে এই দুর্দৈব পাঠিয়েছেন। আমাদের নগর প্রাকার ভেঙ্গে ফেলা হয়েছে। সাহায্যের জন্য আর্তক্রন্দনের আওয়াজ পর্বতরাজির বুকে ধ্বনিত হচ্ছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 কেননা প্রভু, বাহিনীগণের মাবুদ থেকে কোলাহলের, দলনের ও ব্যাকুলতার দিন দর্শন-উপত্যকায় উপস্থিত; প্রাচীর ভেঙ্গে ফেলা হচ্ছে ও আর্তনাদ পর্বত পর্যন্ত যাচ্ছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভুর একটি দিন আছে, দর্শন-উপত্যকায় বিশৃঙ্খলার, পদদলিত করার ও বিভীষিকার, প্রাচীর ভেঙে ফেলার একটি দিন ও পর্বতগুলির কাছে কাঁদার।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 কেননা প্রভু, বাহিনীগণের সদাপ্রভু হইতে কোলাহলের, দলনের ও ব্যাকুলতার দিন দর্শনোপত্যকায় উপস্থিত; ভিত্তি ভগ্ন হইতেছে ও আর্ত্তনাদ পর্ব্বত পর্য্যন্ত যাইতেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 প্রভু একটা দিন বেছে রেখেছেন। ঐ দিনে জাতিদাঙ্গা হবে এবং বিভ্রান্তি ছড়িয়ে পড়বে। লোকেরা দর্শন উপত্যকায় একে অপরকে পদদলিত করবে। শহরের দেওয়াল ভেঙে ফেলা হবে। উপত্যকার লোকরা পার্বত্য শহরে থাকা লোকদের উদ্দেশ্যে সাহায্যের জন্য চিৎকার করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 বাহিনীদের প্রভু সদাপ্রভুর কাছ থেকে দর্শন-উপত্যকায় কোলাহলের, পায়ে মাড়াবার এবং বিশৃঙ্খলার দিন এসেছে। দেয়াল ভেঙে যাচ্ছে ও লোকদের আর্তনাদ পর্বত পর্যন্ত যাচ্ছে।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 22:5
22 ক্রস রেফারেন্স  

তারা তখন পর্বতগুলিকে বলবে, ‘আমাদের উপর এসে পড়’, পাহাড়গুলিকে বলবে, ‘ঢেকে ফেল আমাদের।’


এদের মধ্যে যে ভাল, সে হচ্ছে কাঁটাগাছের মত, সবচেয়ে যে ন্যায়নিষ্ঠ সে যেন তুচ্ছ কাঁটার বেড়া। প্রহরীস্বরূপ প্রবক্তা নবীদের মাধ্যমে প্রভু পরমেশ্বর যেমন বলেছিলেন ইসরায়েলীদের, ঠিক সেই ভাবেই ঘনিয়ে এসেছে তাদের দণ্ডের দিন। তাদের মাঝে এখন দেখা দিয়েছে বিভ্রান্তি।


শত্রুরা হয়েছে জয়ী, তাদের ভাগ্যহত নগরী আজ শত্রুর পদানত। জেরুশালেমকে প্রভু পরমেশ্বর দিয়েছেন তাদের অসংখ্য পাপের প্রতিফল, সন্তান-সন্ততি তাদের শৃঙ্খলিত হয়ে সুদূরে হয়েছে নির্বাসিত।


রাজা তাঁদের মারফৎ যিশাইয়র কাছে এই কথা বলে পাঠালেনঃ আজ আমাদের ঘোরতর দুর্দিন। আমরা শাস্তি পাচ্ছি এবং দুঃসহ অপমান ও গ্লাণির মধ্যে রয়েছি। আমরা সেই প্রসবাতুরা রমণীর মত যার প্রসব করার শক্তি নাই।


যারা আমাকে ক্রুদ্ধ করে তুলেছে, সেই ঈশ্বরহীন জাতিকে আক্রমণ করার জন্য আমি আসিরিয়াকে প্রেরণ করব। আমি তাদের অপহরণ ও লুন্ঠন করতে এবং লোকদের পথের ধূলার মত পদতলে দলিত করতে পাঠাব।


ইসরায়েলের পাপস্বরূপ আবেনের পীঠস্থানগুলি ধ্বংস হবে, যেখানে তারা অলীক প্রতিমার পূজা করে। তাদের বেদীগুলির উপরে আগাছা ও কাঁটাঝোপ জন্মাবে। তারা পর্বতমালাকে বলবে ‘আমাদের লুকিয়ে রাখ’, পাহাড়গুলিকে বলবে, ‘আমাদের ঢেকে রাখ।’


যিহুদীয়া নগরীর প্রতিটি গ্রাম বিনষ্ট করেছেন প্রভু পরমেশ্বর দুঃসহ নির্মম ক্রোধে, চুর্ণ করেছেন সুরক্ষিত দুর্গগুলি। ইসরায়েলের রাজ্য ও শাসককুলকে করেছেন ভূলুন্ঠিত চরম অসম্মানে।


এক ভয়ঙ্কর দিন আসছে, যে দিনের সঙ্গে তুলনা চলে না অন্য কোনও দিনের, আমার প্রজাদের পক্ষে এ বড় দুঃসময়, কিন্তু তারা এ থেকে উদ্ধার পাবে।


দর্শন উপত্যকা সম্বন্ধে দৈববাণী হলঃ এ সব কি হচ্ছে? নগরীর লোকেরা বাড়ির ছাদের উপরে গিয়ে উৎসব করছে?


তখন যারা, যিহুদীয়াতে থাকবে তারা যেন পাহাড়ী অঞ্চলে পালিয়ে যায়।


প্রভু পরমেশ্বর সিয়োন পর্বতকে রক্ষা করবেন কিন্তু মোয়াবের মানুষ আবর্জনা স্তূপে বিচালির মত পদদলিত, পিষ্ট হবে।


এবার দেখ, এই দ্রাক্ষাকুঞ্জের কি অবস্থা আমি করতে চলেছি। এর চারিদিকের বেড়া আমি তুলে দেব, ভেঙ্গে ফেলব এর প্রাচীর। বন্য জন্তুরা এসে সব খেয়ে নেবে, পায়ে দলে সব নষ্ট করে দেবে।


রাজার আদেশে ঐ নির্দেশ রাজধানী শুশনে প্রকাশ করা হল ও দূতেরা প্রত্যেকটি প্রদেশে সংবাদটি পৌঁছে দিল। এই সংবাদে শুশন নগরে মহা উদ্বেগ দেখা দিল ও রাজার সঙ্গে হামান সেই সময়ে পানাহারে মত্ত হলেন।


তাঁর সৈন্যবাহিনী নগরের প্রাচীর ভেঙ্গে ফেলল।


তাঁরা গিয়ে তাঁকে বললেন, রাজা হিষ্কিয় বলেছেন, আজ আমাদের বড় দুঃখের দিন। আমরা শাস্তি পাচ্ছি, লজ্জাগ্রস্ত হচ্ছি। আমরা প্রসব বেদনায় আতুর নারীর মত, কিন্তু প্রসব ক্ষমতা আমাদের নেই।


প্রভু পরমেশ্বর উত্তর দিলেন, “জাতিবৃন্দকে আমি দলন করেছি দ্রাক্ষার মত। কেউ আমায় সাহায্য করতে আসে নি। বিষম ক্রোধে আমি একাকীই দলন করেছি তাদের, তাদেরই রক্তে রাঙা হয়ে গেছে আমার অঙ্গের বসন।


প্রচণ্ড ক্রোধে সমগ্র জাতিবৃন্দকে দলন করেছিলাম, ধ্বংস করেছিলাম তাদের এবং তাদের রক্তে লাল হয়ে গিয়েছিল পৃথিবীর মাটি।


হে ইসরায়েলবাসী, তোমাদের উপর সর্বনাশ নেমে আসছে, আর দেরী নেই। দেবস্থানে উৎসবের দিন বিগত, চতুর্দিকে মহাআতঙ্কের অশুভ ছায়া!


সেইদিন ক্রোধের দিন, ক্লেশ ও যন্ত্রণার দিন, সর্বনাশ ও ধ্বংসের দিন, অন্ধকার ও ঘোর তমসার দিন, মেঘ ও ঘন কুয়াশার দিন!


সিয়োন নগরীর বেষ্টনী ভেঙ্গে ফেলার সঙ্কল্পে সুদৃঢ় প্রভু পরমেশ্বর চরম বিনাশের জন্য নিলেন প্রস্তুতি। স্তম্ভরাজি ও দুর্গপ্রাকার একই সাথে হল ভূলুন্ঠিত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন