যিশাইয় 22:24 - পবিএ বাইবেল CL Bible (BSI)24 কিন্তু তার সমস্ত আত্মীয় স্বজন ও নির্ভরশীল ব্যক্তিরা তার বোঝা হয়ে দাঁড়াবে। একটি পেরেকে ছোট-বড় নানা পাত্র যে ভাবে ঝোলে, সেইভাবে তারাও তার উপরে সব ভার ছেড়ে দেবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 আর তার পিতৃকুলের সমস্ত গৌরব, সন্তান-সন্ততি ও পানপাত্র থেকে কুপা পর্যন্ত সমস্ত ক্ষুদ্র পাত্র ঐ দণ্ডের সঙ্গে ঝুলান যাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 তার বংশের সব গরিমা তারই উপরে ঝুলবে: তার সন্তানসন্ততি ও বংশধরেরা, যেমন কোনো গোঁজের উপরে ছোটো-বড়ো নির্বিশেষে সব পাত্র ঝুলতে থাকে।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 আর তাহার পিতৃকুলের সমস্ত গৌরব, সন্তানসন্ততি ও পানপাত্র অবধি কুপা পর্য্যন্ত সমস্ত ক্ষুদ্র পাত্র ঐ দাণ্ডাতে ঝুলান যাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 তার পৈতৃক বাড়িতে যত গুরুত্বপূর্ণ ও সম্মানজনক বস্তু আছে তার গায়ে ঝুলিয়ে দেওয়া হবে। বড়রা এবং ছোট ছোট ছেলেমেয়েরা তার ওপর নির্ভর করবে। ঐসব লোক ছোট্ট থালা এবং বড় জলের বোতলের মত তার গায়ে ঝুলে থাকবে।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 তার পিতৃকুলের সমস্ত গৌরব, বংশধর, পানপাত্র থেকে কলসি পর্যন্ত সমস্ত ছোট পাত্র তার ওপরেই ঝুলানো যাবে। অধ্যায় দেখুন |