Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 22:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 সমগ্র নগরী মত্ত কোলাহলে পূর্ণ হয়েছে, সকলে উত্তেজনা ও কলরবে অধীর। নগরীর লোকেরা, যারা যুদ্ধে নিহত হয়েছে, তারা কিন্তু যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করে নি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 হে কলরবপূর্ণ, কোলাহল-যুক্ত নগরী, উল্লাসপ্রিয় পুরি, তোমার নিহতরা তলোয়ারে আহত নয়, তারা যুদ্ধে মৃত নয়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 ওহে বিশৃঙ্খলায় পূর্ণ নগর, ওহে কোলাহল ও হৈ হট্টগোলে পূর্ণ নগরী? তোমার নিহতেরা তরোয়ালের দ্বারা মারা যায়নি, তারা কেউ যুদ্ধেও মরেনি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 হে কলরবপূর্ণ, কোলাহলযুক্ত নগরি, উল্লাসপ্রিয় পুরি, তোমার নিহতগণ খড়্‌গহত নয়, তাহারা যুদ্ধে মৃত নয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 অতীতে এই শহরটা খুব ব্যস্ত শহর ছিল। এই শহর ছিল শব্দমুখর এবং সুখী। কিন্তু এখন সব কিছুর পরিবর্তন হয়েছে। তোমার লোকরা তরবারির আঘাত ছাড়াই নিহত হচ্ছে। যুদ্ধ না করেও মারা পড়েছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 হে কোলাহলপূর্ণ শহর, হে আনন্দময় পূর্ণ শহর, তোমার মৃত লোকেরা তো তরোয়ালের আঘাতে মরেনি এবং তারা যুদ্ধেও মরেনি।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 22:2
16 ক্রস রেফারেন্স  

এবং কাঁটাগাছ ও শিয়ালকাঁটা জন্মাচ্ছে আমার প্রজাদের কৃষিক্ষেত্রে। সমস্ত আনন্দময় গৃহের জন্য কাঁদ, আকুল হয়ে কাঁদ পরিপূর্ণ জীবনের উচ্ছলতায় ভরা সেই নগরীর জন্য।


হে প্রভু, ঈশ্বর আমার, চেয়ে দেখ, কার এই দুর্দশা করেছ তুমি? নারীরা আপন স্নেহলালিত সন্তানদের করবে কি ভক্ষণ? পবিত্র মন্দিরে পুরোহিত ও নবীরা বিসর্জন দেবে কি প্রাণ?


আমি যখন প্রান্তরে যাই দেখি, যুদ্ধে নিহত মানুষের দেহ, যখন যাই নগরে ও জনপদে দেখি মানুষ অনাহারে মরছে। নবী ও পুরোহিতেরা তাদের কাজ করে চলেছে, কিন্তু তারা জানে না কি কাজ করছে তারা।


বহুকাল আগে প্রতিষ্ঠিত এই কি সেই আনন্দ নগরী টায়ার? এই কি সেই নগরী, যে উপনিবেশ গড়ে তোলার জন্য সাগর পারে লোক পাঠাত?


সেই বছরের চতুর্থ মাসের নবম দিনে, দুর্ভিক্ষ যখন চরমে উঠেছিল, মানুষের ঘরে খাদ্যশস্যের একটি কণাও অবশিষ্ট ছিল না, তখনই ভেঙ্গে ফেলা হল নগরের প্রাকার।


প্রভু পরমেশ্বর বলছেন, ‘যে কেউ নগরীর ভেতরে থাকবে, যুদ্ধে অথবা দুর্ভিক্ষে কিম্বা মহামারীতে তার মৃত্যু হবে। কিন্তু যে নগরীর বাইরে গিয়ে ব্যাবিলনীয়দের কাছে আত্মসমর্পণ করবে, সে মারা পড়বে না। অন্ততঃপক্ষে সে প্রাণে বেঁচে যাবে।’


প্রভু পরমেশ্বরের এক দূত আসিরীয়দের শিবিরে গিয়ে 185,000 সৈন্যকে হত্যা করলেন। পরের দিন ভোরবেলায় দেখা গেল, তারা সকলে মরে পড়ে আছে!


আসিরীয় সম্রাট সম্বন্ধে প্রভু পরমেশ্বর বলেছেনঃ সে এই নগরের প্রবেশ করবে না অথবা এর বিরুদ্ধে একটি বাণও নিক্ষেপ করবে না। কোন সৈন্য ঢাল-তরোয়াল নিয়ে নগরীর কাছে আসবে না বা নগরের চারিদিকে অবরোধের টিলা তৈরী করবে না।


তোমরা যুদ্ধে নিহত হবে অথবা তোমাদের বন্দী করে নিয়ে যাওয়া হবে। কিন্তু তা সত্ত্বেও প্রভু পরমেশ্বরের ক্রোধ প্রশমিত হবে না, শাস্তিদানের জন্য তাঁর হাত উদ্যত হয়েই থাকবে।


রাজপুরীও পরিত্যক্ত জনশূন্য হয়ে যাবে, রাজধানী হবে পরিত্যক্ত নির্জন। গিরি ও প্রহরাদুর্গ ধ্বংস হয়ে যাবে চিরতরে। সেখানে বিচরণ করবে বন্য গর্দভ, সেইস্থান হবে মেষপালের মনোরম চারণক্ষেত্র।


একদা জনাকীর্ণ জেরুশালেমের জনপদ আজ পড়ে আছে জনহীন, বিশ্ববন্দিতা নগরীর দশা আজ অনাথা বিধবার মত করুণ! গৌরবের শিখরে রাণীর আসনে যে ছিল অধিষ্ঠিতা সে আজ অবহেলিতা দাসীর মত।


তোমার দুর্নীতির জন্য নিকটে কিম্বা দূরের সমস্ত দেশই তোমাকে বিদ্রূপ করবে।


এই সেই প্রমত্তা নগরী, যে আত্মম্ভরীতায় সে বলত: আমরা সুরক্ষিত ও পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম! আজ সে হয়েছে পতিতভূমি, বন্য জন্তুর আস্তানা। পথচারীরা তার পাশ দিয়ে যাবার সময় তার দিকে তাকাবে তাচ্ছিল্যভরে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন