Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 21:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 দিব্যদর্শনে দেখলাম ভোজ প্রস্তুত। নিমন্ত্রিতদের জন্য আসন পাতা হয়েছে। তারা ভোজন ও পান করছে। সহসা আদেশ শোনা গেল: সেনাপতিবৃন্দ! ঢাল নিয়ে প্রস্তুত হও!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 টেবিল প্রস্তুত, প্রহরীরা নিযুক্ত, ভোজন-পান চলছে; হে সেনাপতিরা উঠ, নিজ নিজ ঢালে তেল লাগাও।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 তারা টেবিলে খাবার সাজায়, তারা বসার জন্য মাদুর বিছিয়ে দেয়, তারা প্রত্যেকেই ভোজনপান করতে থাকে! ওহে সেনাপতিরা, তোমরা ওঠো, ঢালগুলিতে তেল মাখাও!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 মেজ, প্রস্তুত, প্রহরিগণ নিযুক্ত, ভোজন-পান চলিতেছে; হে সেনাপতিগণ, উঠ, আপন আপন ঢাল তৈলাক্ত কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 লোকরা ভাবছে সব কিছুই ভাল। তারা বলছে, “ভোজন ও পান করার জন্য টেবিল প্রস্তুত কর! ঠিক ঐ সময় সৈন্যরা বলছে, রক্ষীদের নিয়োগ কর। আধিকারিকগণ উঠে পড় এবং তোমাদের বর্মকে পালিশ কর!”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 তারা মেজ তৈরী করছে, তারা কম্বল পাতছে এবং খাওয়া-দাওয়া করছে; হে নেতারা, ওঠো, তোমার ঢালে তেল মাখাও।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 21:5
12 ক্রস রেফারেন্স  

তার শাসনকর্তাকে আমি মত্ত করব সুরাপানে, মত্ত করব তার জ্ঞানীজনদের, নেতাদের ও সৈনিকদের। তারা নিদ্রা যাবে, আর জাগবে না কখনও। আমিই রাজা, এ কথা বললাম, আমি সর্বাধিপতি প্রভু পরমেশ্বর।


ওরা কি চায় ভোজন-পান? আমি ওদের জন্য ভোজের আয়োজন করেছি, সুরাতে ওদের মত্ত করে দেব আমি। ওরা উল্লাসে বেসামাল হবে, তারপর ঘুমিয়ে পড়বে, জাগবে না আর কোনদিন।


আমি সাধারণ মানুষের মতই যদি বলি, ইফিসাসে আমি বন্য পশুদের সঙ্গে লড়াই করেছিলাম, কিন্তু তাতে আমার কি লাভ হয়েছে? মৃতেরা যদি পুনরুত্থিত না হয় তাহলে বরং ‘এস, আমরা পান, ভোজন ও স্ফূর্তি করি, কারণ কালই আমাদের মৃত্যু হবে।


প্রভু পরমেশ্বর মিডিয়ার রাজাদের উত্তেজিত করেছেন, তিনি ব্যাবিলনকে ধ্বংস করতে চান। তাঁর মন্দির ধ্বংসের প্রতিশোধ তিনি এইভাবেই নেবেন। আক্রমণে উদ্যত সেনাপতিরা আদেশ দিচ্ছে, ‘শান দাও তোমাদের বাণে, প্রস্তুত রাখ ঢাল!


বৃক্ষশূন্য উচ্চ পর্বতে তোমরা যুদ্ধের পতাকা তোল গর্বোদ্ধত নগরীর সমস্ত তোরণ দ্বার আক্রমণের জন্য উচ্চৈঃস্বরে সৈন্যবাহিনীকে আদেশ কর, দুহাত তুলে তাদের সঙ্কেত দেখাও।


হে গিলবোয়ার পর্বতমালা তোমাদের উপরে শিশির অথবা বৃষ্টি বর্ষিত না হোক, মরুভূমির উষরতা নামুক চিরতরে মহাবীরদের ঢাল সেখানে অমর্যাদায় ভূলুন্ঠিত অনাদরে মলিন হয়ে গেল শৌলের ঢাল।


মিশরী সৈন্যাধ্যক্ষেরা উচ্চৈঃস্বরে আদেশ দিচ্ছে, ‘প্রস্তুত কর তোমাদের ঢাল এগিয়ে চল রণক্ষেত্রে!


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন