Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 21:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 তারপর প্রভু পরমেশ্বর আমাকে বললেন, সম্পূর্ণ এক বছরের মধ্যে কেদর গোষ্ঠীর সমস্ত গৌরব ও মর্যাদা লুপ্ত হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 বস্তুত প্রভু আমাকে এই কথা বললেন, বেতনজীবীর বছরের মত আর এক বছরের মধ্যে কায়দারের সমস্ত প্রতাপ শেষ হয়ে যাবে;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 প্রভু আমাকে এই কথা বললেন: “যেভাবে কোনো দাস তার চুক্তির মেয়াদ গুনতে থাকে, তেমনই এক বছরের মধ্যে কেদরের সমস্ত সমারোহের অন্ত হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 বস্তুতঃ প্রভু আমাকে এই কথা কহিলেন, বেতনজীবীর বৎসরের ন্যায় আর এক বৎসরকাল মধ্যে কেদরের সমস্ত প্রতাপ লুপ্ত হইবে;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 সদাপ্রভু আমায় বলেছিলেন যে এইসব ঘটবে। প্রভু বলেছিলেন, “এক বছরের মধ্যেই, যেভাবে একজন ভাড়াটে সহকারী সময় গোনে, কেদরের সমস্ত গৌরব অদৃশ্য হয়ে যাবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 কারণ প্রভু আমার কাছে এই কথা বললেন, “এক বছরের মধ্যে, এক বছরের জন্য মজুরী দেওয়া একজন শ্রমিক হিসাবে এটি দেখতে পাবে, কেদরের সমস্ত গৌরব শেষ হবে।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 21:16
11 ক্রস রেফারেন্স  

কেদর ও নবায়োতের মেষপাল আনা হবে তোমার কাছে হোমবলিরূপে উৎসর্গীত হবে তারা বেদীর উপরে প্রভু পরমেশ্বরের সন্তোষ কামনায়। প্রভু পরমেশ্বর তাঁর মন্দিরকে আরও বিভূষিত করবেন তাঁর ঐশ্বর্যের মহিমায়।


এখন প্রভু পরমেশ্বর বলেছেন, তিন বৎসর পূর্ণ হওয়ার মুহূর্তেই মোয়াবের অতুল ঐশ্বর্য ধ্বংস হয়ে যাবে। আর অসংখ্য অধিবাসীর মধ্যে মুষ্টিমেয় কিছু লোক রক্ষা পাবে এবং তারা হবে দুর্বল, সামর্থ্যহীন।


হায়, তোমাদের সাথে বসতি আমার এ যেন মেশেক অথবা কেদরবাসীর শিবিরে আমার প্রবাস।


আরববাসীরা আর কেদরের দলপতিরা ছাগল, ভেড়া ও ভেড়ার বাচ্চা তোমায় যোগান দিত, বিনিময়ে নিয়ে যেত তোমার পণ্যসম্ভার,


ওগো জেরুশালেমের তরুণীদল হতে পারি আমি শ্যামা, তবু আমি সুন্দরী, হলেও কেদরকুলের শিবিরের মত, শলোমনের প্রাসাদের পর্দার মত আমি পরম রমণীয়।


কেদর এবং ব্যাবিলনরাজ নেবুকাডনেজারের বিজিত হাৎসোরের রাজ্যসমূহ সম্বন্ধে প্রভু পরমেশ্বর এই কথা বলেন, আক্রমণ কর কেদরবাসীকে, ধ্বংস কর পূর্বদেশের লোকদের!


মরুদেশ ও তার নগর-নগরী উচ্চকন্ঠে গাও তাঁর জয়গান, হে কেদরের গ্রামবাসীগণ কর তাঁর বন্দনা গান! হে সেলা নগরীর অধিবাসীগণ, কর আনন্দগান, উচ্চকন্ঠে ধ্বনি জাগাও গিরি-পর্বত থেকে!


জন্মের ক্রম অনুসারে ইশ্মায়েলের সন্তানদের নাম-ইশ্মায়েলের জ্যেষ্ঠ পুত্র প্রবায়োৎ, তারপর কেদার, আদ্‌বেল, মিব্‌সাম, মিস্‌মা, দুমা, মাসা, হাদাদ,


পৃথিবীতে মানুষের জীবন কঠোর শ্রমে ভারাক্রান্ত, দিন মজুরের মতই সে জীবনযাপন করে।


অব্রাহামের পুত্র ইশ্মায়েলের বংশতালিকা: ইশ্মায়েলের প্রথম পুত্র নবায়োথ। তারপর কেদর, অদবীল, মিবসাম,


পশ্চিমে সাইপ্রাস দ্বীপে যাও, পূর্বদিকে কেদরদেশে পাঠিয়ে দাও কাউকে, দেখবে, এমন ঘটনা কখনও ঘটেনি আগে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন