Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 20:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 আসিরিয়ার সম্রাট এই দুই দেশ থেকে বন্দীদের বিবস্ত্র অবস্থায় নিয়ে যাবে। যুবা-বৃদ্ধ সকলকেই নগ্ন পদে বিবস্ত্র অবস্থায় পথ চলতে হবে, তাদের অনাবৃত নিতম্ব মিশরের লজ্জার কারণ হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 তেমনি আসেরিয়ার বাদশাহ্‌ মিসরের লজ্জার জন্য আবালবৃদ্ধ-মিসরীয়-বন্দী ও ইথিওপীয় নির্বাসিত লোকদেরকে উলঙ্গ অবস্থায়, খালি পায়ে ও পেছন অনাবৃত করে চালাবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 আসিরীয় রাজা এভাবেই মিশরীয় ও ইথিয়োপীয় বন্দিদের নগ্ন শরীরে ও খালি পায়ে নির্বাসনে নিয়ে যাবে। যুবা-বৃদ্ধ নির্বিশেষে, মিশরের লজ্জার জন্য, তাদের নিতম্বদেশ অনাবৃত থাকবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 সেইরূপ অশূর-রাজ মিসরের লজ্জার জন্য আবালবৃদ্ধ মিস্রীয়-বন্দি ও কূশীয় নির্ব্বাসিত লোকদিগকে বিবস্ত্র, শূন্যপদ ও অনাবৃত-নিতম্ব করিয়া চালাইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 অশূরের রাজা মিশর ও কূশদেশকে পরাজিত করবে। অশূররা বন্দীদের তাদের দেশ থেকে ধরে নিয়ে যাবে। বৃদ্ধ এবং যুবা বন্দীদের খালি পায়ে এবং পোশাক-আশাক না পরিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে। তারা সম্পূর্ণ উলঙ্গ থাকবে। মিশরের লোকরা লজ্জিত হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 এই ভাবে অশূরের রাজা মিশরকে লজ্জা দেবার জন্য যুবক এবং বৃদ্ধ মিশরীয়দেরকে বন্দী ও কূশীয় নির্বাসিত লোকদেরকে উলঙ্গ, খালি পা ও নীচের অংশ অনাবৃত করবেন।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 20:4
18 ক্রস রেফারেন্স  

আমি মিশরীদের এক নিষ্ঠুর স্বৈরাচারী রাজার হাতে তুলে দেব, যে তাদের শাসন পরিচালনা করবে। আমি সর্বাধিপতি প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


প্রভু পরমেশ্বর স্বয়ং তোমার আবরণ কেড়ে নেবেন এবং প্রকাশ করে দেবেন তোমার লজ্জা।


যদি তুমি জিজ্ঞাসা কর কেন তোমার উপর এসব ঘটল, কেন তোমায় বিবস্ত্রা করা হল, কেন তুমি ধর্ষিতা হলে—তাহলে বলব, এসব ঘটেছে তোমার সাংঘাতিক পাপের জন্য।


এইজন্যই আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, তুমি আমার কাছ থেকে এই জিনিসগুলো কিনে নাও–অগ্নিশুদ্ধ কাঞ্চন, যেন ধনী হতে পার, শুভ্র বসন, যার দ্বারা তোমার নগ্নতার লজ্জা হবে আবৃত, এবং কাজল, যা চোখে লাগালে তুমি দেখতে পাবে।


হে শফির নিবাসী লোকেরা, বসনভূষণহীন হয়ে লজ্জায় আনত শিরে তোমাদের যেতে হবে নির্বাসনে। সাননের অধিবাসীরা, তোমরা শহরের বাইরে বেরিও না, বেৎ-এৎসলের মানুষের হাহাকার ধ্বনি শোন, জেনো, সেখানেও কোন আশ্রয় নেই।


মিশরের ক্ষমতা যখন আমি খর্ব করব তখন তপনেহসের উপর অন্ধকার ঝাঁপিয়ে পড়বে এবং যে ক্ষমতার গর্বে তারা অন্ধ, তাদের সেই ক্ষমতা আমি চূর্ণ করব। এক খণ্ড মেঘ এসে মিশরকে ঢেকে ফেলবে এবং তার সমস্ত শহর-নগরের অধিবাসীদের বন্দী করে নিয়ে যাওয়া হবে।


তাদের যারা হত্যা করতে চায়, সেই ব্যাবিলনের রাজা নেবুকাডনেজারের ও তার সৈন্যবাহিনীর হাতে তাদের আমি তুলে দেব। পরে মিশর আবার আগের মত মানুষের বাসভূমি হয়ে উঠবে। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


প্রকাশ পাক তোমার নগ্নতা, মানুষ দেখুক অবমানিত ও লজ্জিত হয়েছ তুমি। গ্রহণ করব আমি এর প্রতিশোধ কেউ পারবে না রোধ করতে আমায়।


আমি তাদের শাস্তি দেব, তাদের ন্যাড়া করে দেব এবং চিরদিনের জন্য তাদের মাথায় টাক পড়ে যাবে।


হানুন তখন দাউদের দূতদের ধরে তাদের এক গালের দাড়ি কামিয়ে, নিতম্ব পর্যন্ত পরণের কাপড় কেটে বিদায় করে দিলেন।


এবার হাতে তুলে নাও পেষণ যন্ত্র! পেষণ কর শস্য! খুলে ফেল মাথার ঘোমটা! মহার্ঘ বসন খুলে ফেল! পার হতে হবে নদী-নির্ঝর নগ্নপদে, তুমি তোমার ঘাঘরা তুলে ধর।


প্রস্তুত হও হে মিশরবাসী, বন্দীরূপে নির্বাসনে যাবার জন্য প্রস্তুত হও! মেমফিস পরিণত হবে মরুভূমিতে, পরিণত হবে বিধ্বস্ত স্থানে, যেখানে বাস নেই কারও।


প্রভু বলছেনঃ হে ইসরায়েলকুল,তোমরা কি আমার দৃষ্টিতে সুদানবাসীদের মত নও? আমিই কি মিশর থেকে ইসরায়েলীদের, ক্রীট দ্বীপ থেকে ফিলিস্তিনীদের এবং কীর থেকে সিরীয়দের উদ্ধার করে আনিনি?


কিন্তু তবু তার পতন হল। থিবিসবাসীকে তারা নিয়ে গেল নির্বাসনে। পথের মোড়ে মোড়ে তাদের শিশু সন্তানদের আছড়ে মেরে ফেলবে তারা। তাদের নেতৃস্থানীয় সম্ভ্রান্ত লোকদের শৃঙ্খলিত করে নিয়ে গেল, তারা তাদের ভাগ-বাঁটোয়ারা করে নিল নিজেদের মধ্যে।


হে ইথিওপিয়া নিবাসী তোমরাও আমার তরবারিতে নিহত হবে।


হানুন তখন দাউদের দূতদের ধরে তাদের এক গালের দাড়ি কামিয়ে, নিতম্ব পর্যন্ত পরণের কাপড় কেটে নিয়ে বিদায় দিলেন।


তিনি প্রজ্ঞার আধার, তিনি জানেন তিনি কি করবেন। তিনি প্রেরণ করেন বিপর্যয়। তিনি তাঁর কথা রাখেন, দুষ্টকে এবং তাদের যারা রক্ষা করে, তাদের দণ্ডদান করেন।


মিশরীরা দেবতা নয়—তারা মানুষমাত্র। তাদের অশ্ববাহিনী অতিপ্রাকৃত কিছু নয়। প্রভু পরমেশ্বর যখন সক্রিয় হয়ে উঠবেন, তখন পরাক্রান্ত জাতি চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে এবং যে দুর্বল জাতিকে সে সাহায্য করেছিল, তার পতন ঘটবে। তারা দুজনেই ধ্বংস হয়ে যাবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন