Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 2:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 প্রতিটি মানুষকেই অবনত করা হয়, অপমানিত, লাঞ্ছিত করা হয়। হে প্রভু পরমেশ্বর, তুমি ওদেরও ক্ষমা করো না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 আর সামান্য লোক অধোমুখ হয়, মান্য লোক অবনত হয়; অতএব তুমি তাদেরকে মাফ করো না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 ইতর মানুষ তাদের কাছে প্রণত হয়, মহৎ যারা, তারাও অধোমুখ হয়, তাই তুমি তাদের ক্ষমা কোরো না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 আর সামান্য লোক অধোমুখ হয়, মান্য লোক অবনত হয়; অতএব তুমি তাহাদিগকে ক্ষমা করিও না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 লোকরা খুব নীচ এবং হীন হয়ে গেছে। তাই ঈশ্বর, আপনি তাদের নিশ্চই ক্ষমা করবেন না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 সদাপ্রভুর দ্বারা লোকেরা নত হবে এবং তারা প্রত্যেকে নীচু হবে; অন্যথায় তাদেরকে গ্রহণ কোরো না।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 2:9
16 ক্রস রেফারেন্স  

প্রত্যেকের মর্যাদাহানি হবে, গর্বিতের গর্ব চূর্ণ হবে।


সকলেই পাপ করেছে এবং সকলেই ঈশ্বরদত্ত মহিমা থেকে বিচ্যুত হয়েছে,


গাছের ডালগুলি শুকিয়ে ভেঙ্গে পড়েছে। মেয়েরা এই সব কাঠ জ্বালানীর জন্য সংগ্রহ করে নিয়ে যায়। লোকেরা এসবের মর্ম কিছুই বোঝে না। তাদের স্রষ্টা ঈশ্বর তাদের প্রতি করুণা বা অনুগ্রহ কিছুই করবেন না।


তুমি তাদের অপরাধ ক্ষমা করো না, তাদের পাপ মুছে দিও না কারণ তারা নির্মাণকারীদের অপমান ও উপহাস করেছে।


যিহোশূয় ইসরায়েলীদের বললেন, তোমরা প্রভুর সেবা ও আরাধনা করতে পার না, কারণ তিনি পরম পবিত্র ঈশ্বর, তিনি চান তোমাদের পূর্ণ আনুগত্য, তিনি তোমাদের বিচ্যুতি ও পাপ ক্ষমা করবেন না।


মনগড়া আচার-বিচার, অহেতুক বিনয় ও কঠোর কৃচ্ছসাধনের জন্য এ সবের মধ্যে প্রজ্ঞার ভাণ আছে কিন্তু দৈহিক প্রবৃত্তি দমনের জন্য এ সবের কোনই সার্থকতা নেই।


কিন্তু হে প্রভু পরমেশ্বর, আমাকে হত্যা করার জন্য তুমি তাদের সব ষড়যন্ত্রের কথা জান। তাদের এই মন্দতা তুমি ক্ষমা করো না, মার্জনা করো না তাদের পাপ। পরাজয়ের মাঝে তাদের তুমি ছুঁড়ে ফেল, তোমার ক্রোধ প্রশমিত হওয়ার আগে ওদের বিরুদ্ধে তুমি ব্যবস্থা গ্রহণ কর।


সুবাসিত অঙ্গসজ্জায় সুরভিত হয়ে তুমি যাও মোলেক দেবতার পূজা দিতে। পূজা করার জন্য দেবতার সন্ধানে তুমি দূর-দূরান্তে প্রেরণ কর বার্তাবহ, এমন কি মৃত্যুলোকেও প্রেরণ কর তাদের।


মানুষ মাত্রই অসার সে যেন ক্ষণিকের নিঃশ্বাস, নগণ্য ও গণ্যমান্য –সকলেই অলীক, অন্তঃসারশূন্য, তুলাদণ্ডে পরিমাপ করলে তাদের দেখা যায়, নিঃশ্বাসের চেয়েও তারা লঘুভার।


সামান্য-অসামান্য, ধনী-নির্ধন সকলেই শোন এ কথা।


ছদ্ম বিনয় ও দেবদূত উপাসনা যারা করে, তোমাদের যোগ্যতা বিচারের অধিকার তাদের নেই। তারা নিজেদের কল্পিত দিব্যদর্শনের উপর আস্থা স্থাপন করে এবং মানুষী ধ্যান-ধারণার বশে অসার আস্ফালন করে থাকে।


হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, তুমি জাগো, সহায় হও আমার, দৃষ্টিপাত কর আমার প্রতি। উদ্যত হও জাতিবৃন্দের দণ্ড বিধানে, দুষ্ট বিশ্বাসঘাতকের প্রতি তুমি করো না দয়া প্রদর্শন। সেলা


কিন্তু সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের ন্যায়সঙ্গত কর্মের মাধ্যমে তাঁর মহত্ত্ব প্রকাশিত হয়, তাঁর প্রজাদের প্রতি বিচারের নিষ্ঠায় ব্যক্ত হয় তাঁর পবিত্রতা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন