Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 2:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)

19 প্রভু পরমেশ্বরের প্রচণ্ড ক্রোধের হাত থেকে তারা আত্মরক্ষা করার জন্য, তাঁর মহিমা ও পরাক্রমের তেজ থেকে নিজেদের আড়াল করার জন্য পর্বতের গুহায় লুকাবে, মাটিতে গর্ত খুঁড়ে সেখানে লুকাবার চেষ্টা করবে! তিনি যখন আসবেন পৃথিবী কেঁপে উঠবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 আর সকল মূর্তি নিঃশেষে বিলুপ্ত হবে। আর লোকেরা শৈলের গুহা ও ধূলির গর্তে প্রবেশ করবে, মাবুদের ভয়ংকরতার দরুন ও তাঁর মহিমার উজ্জ্বলতার দরুন, যখন তিনি দুনিয়াকে কাঁপাতে উঠবেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 মানুষেরা সেদিন পালিয়ে পাহাড়ের গুহাগুলিতে ও মাটির গর্তগুলিতে গিয়ে লুকাবে, সদাপ্রভুর ভয়ংকরতা থেকে এবং তাঁর রাজকীয় প্রতাপের শৌর্য থেকে, যখন তিনি পৃথিবীকে কম্পান্বিত করার জন্য উঠে দাঁড়াবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 আর প্রতিমা সকল নিঃশেষে বিলুপ্ত হইবে। আর লোকেরা শৈলের গুহাতে ও ধূলির গর্ত্তে পশিবে, সদাপ্রভুর ভয়ানকত্ব প্রযুক্ত, ও তাঁহার মহিমার আদরণীয়তা প্রযুক্ত, যখন তিনি পৃথিবীকে বিকম্পিত করিতে উঠিবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 লোকরা পাথর এবং মাটির ফাটলে লুকোবে। লোকে প্রভু এবং তাঁর মহান পরাক্রমকে ভয় পাবে। পৃথিবীকে কম্পিত করার জন্য যখন প্রভু উঠে দাঁড়াবেন তখনই এইসব ঘটবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 সদাপ্রভুর আতঙ্ক এবং তার মহিমার প্রতাপের থেকে লোকেরা পাথরের গুহায় এবং মাটির গর্তের মধ্যে যাবে, যখন তিনি পৃথিবীকে আতঙ্কিত করার জন্য উঠবেন।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 2:19
41 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বরের প্রচণ্ড ক্রোধের হাত থেকে আত্মরক্ষার জন্য, তাঁর মহিমা ও পরাক্রমের তেজ থেকে নিজেদের আড়াল করার জন্য তোমরা লুকাও পর্বতের গুহায়, মাটিতে গর্ত খুঁড়ে সেখানে লুকাবার চেষ্টা কর!


তারা তখন পর্বতগুলিকে বলবে, ‘আমাদের উপর এসে পড়’, পাহাড়গুলিকে বলবে, ‘ঢেকে ফেল আমাদের।’


ইসরায়েলের পাপস্বরূপ আবেনের পীঠস্থানগুলি ধ্বংস হবে, যেখানে তারা অলীক প্রতিমার পূজা করে। তাদের বেদীগুলির উপরে আগাছা ও কাঁটাঝোপ জন্মাবে। তারা পর্বতমালাকে বলবে ‘আমাদের লুকিয়ে রাখ’, পাহাড়গুলিকে বলবে, ‘আমাদের ঢেকে রাখ।’


প্রভু পরমেশ্বরের আগমনকালে দুলে উঠবে ধরণী। লোকে তাঁর প্রচণ্ড ক্রোধ থেকে আত্মরক্ষা করার জন্য, তাঁর মহিমা ও প্রতাপের তেজ থেকে নিজেদের আড়াল করার জন্য পর্বত কন্দরে লুকাবে, মাটিতে গর্ত খুঁড়ে লুকাবার চেষ্টা করবে।


এর পর স্বর্গে ঈশ্বরের মন্দির উন্মুক্ত হল। ভিতরে তাঁর চুক্তি সিন্দুকটি দেখা গেল। তখন বিদ্যুৎ চমকাতে লাগল, নানা ধরণের ভয়াবহ শব্দ, বজ্রনাদ, ভূমিকম্প ও প্রচণ্ড শিলাবৃষ্টি হতে লাগল।


তাঁর কণ্ঠস্বর তখন শুধু পৃথিবীকে প্রকম্পিত করেছেন যে, আমি আর একবার শুধু পৃথিবী নয়, আকাশমণ্ডলও প্রকম্পিত করব।


কারণ আর কিছুকাল পরে আমি আর একবার জল-স্থল, স্বর্গ-মর্ত্যকে কাঁপিয়ে তুলব।


এর পরে আমি বিরাট এক শ্বেত সিংহাসনে সমাসীন একজন পুরুষকে দেখলাম। তাঁর সম্মুখ থেকেপৃথিবী ও আকাশমণ্ডল অন্তর্হিত হল। তাদের জন্য কোন স্থান হইল না।


তখন বিদ্যুৎ চমকাতে লাগল, নানাবিধ ধ্বনি, বজ্রনাদ ও বূমিকম্প হতে লাগল পৃথিবীতে। মানুষ সৃষ্টির পর এমন প্রচণ্ড ভূমিকম্প কখনও হয়নি।


সেই মুহুর্তে প্রচণ্ড ভূমিকম্প হল এবং নগরের দশভাগের এক ভাগ ধ্বসে পড়ল। সাত হাজার লোক মারা গেল সেই ভূমিকম্পে। বাকী সবাই সন্ত্রস্ত হয়ে স্বর্গবাসী ঈশ্বরের স্তবস্তুতি করতে লাগল।


সেই সময়ে লোকে মৃত্যুর সন্ধান করবে কিন্তু পাবে না। লোকে মৃত্যু কামনা করবে কিন্তু মৃত্যু তাদের কাছ থেকে পলায়ন করবে।


এঁদের পক্ষে জগত উপযুক্ত স্থান ছিল না। পৃথিবীর পাহাড়ে, প্রান্তরে, গুহায় গহ্বরে এঁরা বিচরণ করতেন।


সেই দণ্ড হবে অনন্ত বিনাশ। প্রভুর সম্মুখ থেকে বিতাড়িত হবে তারা। তাঁর পরাক্রান্ত মহিমা থেকে হবে বঞ্চিত।


তারা সাপের মত ধূলি লেহন করবে, সরীসৃপের মত তারা কাঁপতে কাঁপতে বেরিয়ে আসবে নিজেদের আশ্রয় থেকে। তারা সন্ত্রস্ত হয়ে আমাদের ঈশ্বর প্রভুর কাছে আসবে এবং সম্ভ্রম জানাবে তাঁকে।


প্রভু পরমেশ্বর বলেন, আমি জেলেদের ডেকে পাঠাব, তারা এসে এইসব লোকদের ধরবে। তারপর আমি ডেকে পাঠাব শিকারীদের। তারা এসে প্রতিটি পাহাড়-পর্বত এবং পর্বতগুহা থেকে তাদের টেনে বার করবে।


প্রভু পরমেশ্বর যখন তাদের আঘাতের পর আঘাত করবেন, তখন তাঁর প্রজারা বীণা ও তবল যন্ত্রে সুরের লহরী তুলবে। ঈশ্বর স্বয়ং আসিরীয়দের বিরুদ্ধে যুদ্ধ করবেন।


জাগ্রত হও হে প্রভু পরমেশ্বর, রোষে উন্মত্ত আমার শত্রুদের বিরুদ্ধে কর উত্থান ক্রোধভরে। হে আমার আরাধ্য ঈশ্বর, জাগো, প্রতিষ্ঠিত কর তোমার প্রতিশ্রুত ন্যায় বিচার।


তখন তাঁরা দুজনেই ফিলিস্তিনী সৈন্যদের সামনে গিয়ে দেখা দিলেন। ফিলিস্তিনীরা তাঁদের দেখতে পেয়ে বলল, হিব্রুরা এতদিন গর্তে লুকিয়েছিল, এখন তারা সেখান থেক বেরিয়ে আসছে।


শত্রুদের দ্বারা পিষ্ট হয়ে বিপন্ন ইসরায়েলীরা গুহায়, ঝোপ-জঙ্গলে, পাহাড়ে, মাটির নীচের ঘরে এবং গিরিখাতে যে যেখানে পারল গিয়ে আত্মগোপন করল।


তিনি পৃথিবীকে কম্পিত করেন তাঁর স্তম্ভগুলি টলে ওঠে


তারা উষর উপত্যকায়, পর্বতগুহায় আস্তানা নেবে, প্রতিটি কাঁটাঝোপে, প্রতিটি চরাণীতে তারা ছেয়ে যাবে।


আমি সর্বাধিপতি প্রভু পরমেশ্বর যে দিন প্রচণ্ড ক্রোধে ফেটে পড়ব সেইদিন আকাশমণ্ডল থর থর করে কাঁপবে, পৃথিবী দুলতে থাকবে, বিচ্যুত হবে আপন কক্ষ থেকে।


প্রভু পরমেশ্বর এই পৃথিবীতে বিধ্বস্ত, উৎসন্ন করে এক শূন্য পুরীতে পরিণত করতে চলেছেন। এই ধরণীর বুকে তিনি তুলবেন প্রচণ্ড আলোড়ন, ছত্রভঙ্গ করে দেবেন আর অধিবাসীদের।


এই সন্ত্রাসের হাত থেকে যে পালাতে চাইবে, সে খাতে পড়বে, আর খাত থেকে যে পালিয়ে বাঁচতে চাইবে, সে ধরা পড়বে ফাঁদে। সেদিনের আর দেরী নেই যেদিন আকাশ অঝোর ধারায় বারি বর্ষণ করবে, দুলে উঠবে পৃথিবীর ভিত্তিমূল।


পৃথিবীর বুকে ফাটল ধরবে, খণ্ড-বিখণ্ড হয়ে যাবে পৃথিবী, বিরাট গর্ত হয়ে যাবে স্থানে স্থানে।


জাতিবৃন্দকে প্রভু পরমেশ্বর বলছেন, এবার আমি সক্রিয় হয়ে উঠব, দেখাব কত ক্ষমতাবান আমি।


অশ্বারোহী ও ধনুর্ধরদের কোলাহল শুনে সবাই পালাবে। কেউ বা পালাবে পাহাড়ে, কেউ বা লুকাবে জঙ্গলে। শূন্য হয়ে যাবে প্রতিটি নগর, সেখানে আর কেউ বাস করবে না।


হে মোয়াবের অধিবাসী, তোমরা শহর ছেড়ে বেরিয়ে এস। যাও, পাহাড়ে গিয়ে বাস কর। কপোতের মত গিরিগুহায় বাসা বাঁধ।


তাদের বল, আমি সর্বাধিপতি প্রভু তাদের সাবধান করে দিচ্ছি যে, আমি সদাজাগ্রত প্রভু, এ কথা যেমন সত্য, তেমনি ধ্রুব সত্য এই কথা, যারা ঐ সমস্ত বিধ্বস্ত নগরীতে বাস করছে, তাদের মৃত্যু নিশ্চিত। যারা খোলা মাঠে থাকবে, তারা হবে বন্যজন্তুর শিকার এবং যারা দুর্গম পর্বতে বা গুহায় আশ্রয় নেবে তাদের মৃত্যু হবে মহামারীতে।


নীনবী! বিহ্ববলতা তোমায় গ্রাস করবে, বিমূঢ় হয়ে পড়বে তুমি,শত্রুর কবল থেকে রক্ষা পেতে তুমিও খুঁজবে আশ্রয়।


কাঁপিয়ে তুলব আমি সর্বজাতিকে। সর্বজাতির ধন-সম্পদ এখানে আসবে, আর আমি এই মন্দির গৌরবে পরিপূর্ণ করব।


তারা সাহস হারিয়েছে, কাঁপতে কাঁপতে বেরিয়ে এসেছে তাদের দুর্গ থেকে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন