যিশাইয় 2:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)13 লেবাননের সমস্ত উচ্চ সীডার বৃক্ষ এবং বাশানের ওক বৃক্ষকে তিনি ধ্বংস করবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 সেদিন লেবাননের উঁচু ও উন্নত সমস্ত এরস গাছের বিরুদ্ধে, বাশনের সমস্ত অলোন গাছের বিরুদ্ধে, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 সব লেবাননের যত উঁচু ও লম্বা সিডার গাছ এবং বাশনের সমস্ত ওক গাছকে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 সেই দিন লিবানোনের উচ্চ ও উন্নত সমস্ত এরস বৃক্ষের প্রতিকূল, বাশনের সমস্ত অলোন বৃক্ষের প্রতিকূল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 ঐসব অহঙ্কারী লোকরা লিবানোনের উচ্চ ও উন্নত এরস বৃক্ষের মতো। তারা বাশনের বৃহৎ এলা বৃক্ষের মতো। কিন্তু ঈশ্বর এইসব লোকদের শাস্তি দেবেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 এবং লিবানোনের সব লম্বা ও উন্নত এরস গাছের বিরুদ্ধে এবং বাশনের সব এলোন গাছের বিরুদ্ধে; অধ্যায় দেখুন |