Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 19:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 নীল নদীর জল নেমে যাবে, ধীরে ধীরে শুকিয়ে যাবে নদী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 আর সমুদ্র নির্জল হবে ও নদীতে চর পড়ে তা শুকিয়ে যাবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 নদীর সমস্ত জলরাশি শুকিয়ে যাবে, নদীতট চরা পড়ে শুকনো হয়ে যাবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 আর সমুদ্র নির্জ্জল হইবে, ও নদী চড়া পড়িয়া শুষ্ক হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 নীলনদ ক্রমশঃ শুকিয়ে আসবে। সমুদ্র থেকে জল চলে যাবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 সমুদ্রের জল শুকিয়ে যাবে এবং নদী শুকিয়ে যাবে ও খালি হয়ে যাবে।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 19:5
9 ক্রস রেফারেন্স  

তাই, প্রভু পরমেশ্বর জেরুশালেমের লোকদের বললেন, আমি তামাদের বিবাদ নিষ্পত্তি করব, এবং তোমাদের প্রতি যে অন্যায় উৎপীড়ন তারা করেছে, আমি তার প্রতিশোধ নেব। শুকিয়ে যাবে ব্যাবিলনের সমস্ত জলের উৎস, নদীতে আর বইবে না স্রোতের ধারা।


নীল নদকে আমি বিশুদ্ধ করব এবং মিশরকে দুষ্টলোকের পদানত করব। বিদেশীরা নির্মম হাতে এ দেশ ধ্বংস করবে, আমি, প্রভু পরমেশ্বর বলছি এ কথা।


মিশরের কোন গোষ্ঠী যদি সেখানে উপস্থিত না হয়, তাহলে কুটিরোৎসব পালন করতে না আসা জাতির মতই তিনি তাদের সেই একই দণ্ড দেবেন।


তারা দুঃখসাগর পার হয়ে যাবে সাগর তরঙ্গকে করবে প্রতিহত, শুকিয়ে যাবে নীলনদের বুক আসিরিয়ার দর্প হবে চূর্ণ, মিশরের রাজদণ্ড হবে অপসারিত।


জলশূন্য হ্রদের মত, মরা নদীর মত,


শুকিয়ে গেছে ছোট নদী নিম্রিম, নদীতীরের সমস্ত ঘাস শুকিয়ে গেছে, কোথাও সবুজের চিহ্নমাত্র নেই।


প্রভু পরমেশ্বর সমুদ্রের উপরে হস্ত বিস্তার করেছেন এবং সমস্ত রাজ্যের ভিত্তি কাঁপিয়ে দিয়েছেন, সমূলে ধ্বংস করেছেন। ফিনিসিয় বাণিজ্য কেন্দ্রগুলিকে ধ্বংস করার আদেশ দিয়েছেন।


সেদিন কোথায় ছিলে তোমরা যেদিন গিয়েছিলাম আমি উদ্ধার করতে তোমাদের? যখন আমি ডাকলাম তোমাদের কেন সাড়া দিলে না তোমরা আমার ডাকে? আমি কি নিতান্ত অক্ষম তোমাদের মুক্তিদানে? অথবা শক্তি কি নাই আমার তোমাদের করতে উদ্ধার? একটি আদেশে আমি শুকিয়ে ফেলি নি কি সাগরের জল? নদীকে করি নি পরিণত ঊষর মরুতে?


কূপ খনন করেছি আমি বিদেশের ভূমিতে পান করেছি তার জল, আমি পদতাড়নায় শুষ্ক করেছি মিশরের জলধারা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন