Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 17:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 হে ইসরায়েল যিনি তোমাদের উদ্ধারকর্তা, সুদৃঢ় শৈলের মত যিনি তোমাদের রক্ষা করেন, সেই ঈশ্বরকে ভুলে গেছ তোমরা। পরিবর্তে, বিদেশীদের উপাস্য দেবতাদের পূজা করার জন্য পবিত্র উদ্যানসমূহ রচনা করেছ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 কারণ তুমি নিজের উদ্ধারের আল্লাহ্‌কে ভুলে গিয়েছ ও তোমার আশ্রয়-শৈলকে স্মরণ কর নি; এজন্য সুন্দর সুন্দর চারা রোপণ করছো ও বিদেশী কলমের সঙ্গে লাগাচ্ছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 তোমরা তোমাদের পরিত্রাতা ঈশ্বরকে ভুলে গিয়েছ; তোমরা তোমাদের শৈল, তোমাদের দুর্গকে মনে রাখোনি। তাই, যদিও তোমরা উৎকৃষ্ট সব বৃক্ষচারা রোপণ করো, বিদেশ থেকে আনা দ্রাক্ষালতা লাগাও,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 কারণ তুমি আপন ত্রাণেশ্বরকে ভুলিয়া গিয়াছ, ও তোমার বলের শৈলকে স্মরণ কর নাই; এইজন্য সুন্দর সুন্দর চারা রোপন করিতেছ, ও বিদেশীয় কলমের সহিত লাগাইতেছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 কারণ তোমরা তোমাদের রক্ষাকর্তা ঈশ্বরকে ভুলে গিয়েছ। ঈশ্বর যে তোমাদের নিরাপদ জায়গা তা তোমরা স্মরণ করছ না। তোমরা অনেক দূরদূরান্ত থেকে খুব ভালো জাতের দ্রাক্ষা এনেছ। কিন্তু এগুলোকে রোপণ করলে গাছগুলো জন্মাবে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 কারণ তুমি তোমার পরিত্রানের ঈশ্বরকে ভুলে গেছ; সেই আশ্রয়-পাহাড়কে তুমি তুচ্ছ করেছ, তাই তুমি সুন্দর সুন্দর চারা রোপণ করছ আর বিদেশী কলমের সঙ্গে লাগাচ্ছ,

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 17:10
48 ক্রস রেফারেন্স  

কোনও যুবতী কন্যা কি তার অলঙ্কারের কথা ভুলতে পারে কিম্বা নববধূ কি ভুলতে পারে তার বিবাহের বেশ? কিন্তু আমার প্রজারা আমাকে ভুলে গেছে বার বার। সে যে কতবার, সে কথা আর মনে নেই!


পরমেশ্বরের উপরেই আস্থা রেখ চিরদিন, রক্ষা করবেন তিনি সর্বদা।


তাদের স্রষ্টা ও জনক ঈশ্বরের প্রতি তারা হল উদাসীন তাদের বিধাতা ঈশ্বরকে হল বিস্মৃত।


ভুলে গেল তাদের পরিত্রাতা ঈশ্বরকে, যিনি মিশরে সাধন করেছিলেন নানা মহৎ কার্য।


তিনি পরম আশ্রয়গিরি ন্যায়ের আধার সকল কর্মে তিনি অভ্রান্ত নির্ভুল। প্রতিজ্ঞায় অটল তিনি সত্যে অবিচল, ধর্মময় তিনি যথার্থ ঈশ্বর।


ইসরায়েল জাতি বিস্মৃত হয়েছে তার স্রষ্টাকে, তারা অনেক প্রাসাদ নির্মাণ করেছে, যিহুদা প্রতিষ্ঠা করেছে অনেক প্রাচীর-ঘেরা নগর, কিন্তু আমি তার নগরসমূহে অগ্নি সংযোগ করব সেই অগ্নি গ্রাস করবে তার সকল দূর্গ।


হে প্রভু পরমেশ্বর, তুমি ইসরায়েলের আশা, যারা তোমাকে পরিত্যাগ করে, লজ্জিত হবে তারা, ধূলির উপরে লেখা নামের মত মুছে যাবে তারা চিরতরে কারণ তারা পরিত্যাগ করেছে তোমায়, হে প্রভু পরমেশ্বর, জীবন-জলের উৎস যিনি।


আমার প্রজারা বুনেছিল গম কিন্তু উৎপন্ন হল কাঁটাঝোপ। কঠোর পরিশ্রম করেছিল তারা কিন্তু পায় নি কিছুই। কারণ আমার ভয়ঙ্কর ক্রোধে সবই হয়ে গেছে নিষ্ফলা।


ভুলে গেছ তুমি তোমার স্রষ্টা সেই প্রভু পরমেশ্বরকে, যিনি বিস্তার করেছেন আকাশমণ্ডল, স্থাপন করেছেন ভিত্তিমূল এই পৃথিবীর? ধ্বংস করতে তোমায় উদ্যত যারা সেই উৎপীড়কের পীড়নের আশঙ্কায় কেন এত ভয় দিবারাত্রি হৃদয়ে তোমরা?


হে ঈশ্বর, আমার পরিত্রাতা, আমার ভরসা তুমিই আমি হব না ভীত, বিচলিত। প্রভু পরমেশ্বর তুমিই আমার শক্তি, আমার পরিত্রাণের উৎস তুমিই।


কিন্তু অচিরেই তারা ভুলে গেল তাঁর সকল কীর্তি, রইল না তারা তাঁর নির্দেশের অপেক্ষায়।


হে আমাদের ত্রাণেশ্বর, আবার ঘুচাও আমাদের বন্দিদশা। আমাদের প্রতি নিবৃত্ত কর তোমার ক্রোধ।


শত্রুরাও একথা মানে, ইসরায়েলীদের ঈশ্বরের মত শৈলপ্রতিম কোন ঈশ্বর নেই তাদের।


হে আমাদের পরিত্রাতা ঈশ্বর, তোমার নামের মহিমার জন্য সহায়তা কর আমাদের। তোমার নামের গুণে আমাদের উদ্ধার কর, মার্জনা কর আমাদের যত অপরাধ।


আরও বলো, হে আমাদের পরিত্রাতা ঈশ্বর উদ্ধার কর আমাদের জাতিবৃন্দের মধ্য থেকে আমাদের উদ্ধার করে একত্রিত কর যেন আমরা তোমায় কৃতজ্ঞতা নিবেদন করতে পারি, যেন তোমার পবিত্র নামের মহিমা ও স্তুতিগান করে ধন্য হতে পারি।


কিন্তু যিশূরুণ হৃষ্টপুষ্ট হয়ে করল পদাঘাত, মেদবাহুল্যে সে হল স্থূল ও মসৃণ আর তখন সে পরিত্যাগ করল তার স্রষ্টা ঈশ্বরকে, তার প্রাণশৈলকে করল উপহাস।


তোমরা বিবাহের সম্বন্ধ স্থির করবে কিন্তু অন্য লোকে তোমাদের বাগ্‌দত্তা বধূর সতীত্ব হরণ করবে। তোমরা বাড়ি তৈরী করবে, কিন্তু সেখানে বাস করতে পারবে না, তোমরা দ্রাক্ষাকুঞ্জ রচনা করবে কিন্তু তার ফল ভোগ করতে পারবে না।


যদি তোমরা তাঁকে ভুলে গিয়ে অন্যান্য দেবতাদের অনুগামী হও, তাদের ভজনা কর ও তাদের কাছে প্রণিপাত কর, তাহলে আজ আমি তোমাদের সাবধান করে দিয়ে বলছি যে তোমরা নিশ্চয়ই ধ্বংস হয়ে যাবে।


তখন যেন তোমাদের হৃদয় গর্বিত না হয় এবং তোমাদের ঈশ্বর প্রভু পরমেশ্বর যিনি তোমাদের মিশরের দাসত্বের আগার থেকে উদ্ধার করে এনেছেন, তাঁকে যেন ভুলে না যাও।


সাবধান, তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে ভুলে যেও না, তাঁর যে সমস্ত নির্দেশ, অনুশাসন ও বিধি আজ আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, সেগুলি তোমরা অমান্য করবে না।


তখন তোমরা সাবধান হয়ো। মিশরের দাসত্বের আগার থেকে যিনি তোমাদের উদ্ধার করে এনেছেন, সেই প্রভু পরমেশ্বরকে তোমরা ভুলে যেও না।


ব্যর্থ হবে তোমাদের শ্রম, তোমাদের ভূমি শস্য উৎপাদন করবে না, দেশের বৃক্ষরাজিও ফল দান করবে না।


তাহলে আমি তোমাদের এই দশা করব: তোমাদের মধ্যে আমি সন্ত্রাস, ক্ষয়রোগ এবং জ্বরের প্রাদুর্ভাব ঘটাব, যার ফলে তোমাদের দৃষ্টি ক্ষীণ হবে এবং জীবনীশক্তি লোপ পাবে। তোমাদের বীজ বপন ব্যর্থ হবে কারণ শত্রু সেই ফসল ভোগ করবে।


তাদের সম্পদ সমস্তই লুণ্ঠিত হবে,তাদের ঘরবাড়ি হবে বিধ্বস্ত। তারা গৃহনির্মাণ করলেওসেখানে বাস করতে পারবে না। দ্রাক্ষাকুঞ্জ রচনা করলেওতা থেকে উৎপন্ন সুরাপান করতে তারা পারবে না।


তবু প্রভু পরমেশ্বরই থাকবে আমার পরম আনন্দ, কারণ তিনিই আমার পরিত্রাণ, আমার মুক্তিদাতা।


তোমরা দীন দুঃখীদের পদদলিত করে, তাদের ফসল কেড়ে নিয়ে যে কারুকার্যমণ্ডিত পাষাণ অট্টালিকা নির্মাণ করেছ, সেখানে আমি তোমাদের বাস করতে দেব না। তোমরা রচনা করেছ মনোরম দ্রাক্ষাকুঞ্জ, কিন্তু তার সুরা তোমাদের পান করতেদেব না।


প্রজ্ঞার অভাবে আমার প্রজারা ধ্বংস হচ্ছে। যেহেতু জ্ঞান অর্জনে তুমি পরাঙ্মুখ, সেইহেতু আমি তোমাকে অগ্রাহ্য করলাম, তুমি আর আমার যাজক নও। তুমি তোমার ঈশ্বরের বিধান বিস্মৃত হয়েছ, তাই আমিও তোমার সন্তানদের স্মরণে রাখব না।


হে ঈশ্বর, আমাদের পরিত্রাতা, মহাশ্চর্য কর্ম সাধনে তুমি করে থাক আমাদের পরিত্রাণ, সাড়া দিয়ে থাক আমাদের ডাকে। একমাত্র তুমিই সসাগরা এই ধরিত্রীর আশা ও ভরসা।


আমার আবেদন শোন, বাঁচাও আমায়, করো না বিলম্ব। তুমি হও আমার পরম আশ্রয়, হও আমার পরিত্রাণের সুদৃঢ় দুর্গ।


প্রভু পরমেশ্বরই আমার আশ্রয় দুর্গ, আমার উদ্ধারকর্তা, আমার ঈশ্বর, আমার সুদৃঢ় শৈল, আমি নিয়েছি তাঁরই শরণ তিনিই আমার ঢালস্বরূপ, আমার পরিত্রাতা, নিরাপদ গিরি দুর্গ আমার।


রসাতলে যাবে দুর্জন, ঈশ্বরকে ভুলেছে যে জাতি তারও হবে এই দুর্গতি।


ইসরায়েলীদের শহর-নগর পরিত্যাগ করে যে ভাবে হিত্তীয় ও অমোরীয়রা পালিয়ে গিয়েছিল, ঠিক সেইভাবে সিরিয়ার সুরক্ষিত শহর-নগরও ধ্বংসস্তূপের মধ্যে পরিত্যক্ত হবে।


দ্রাক্ষা সংগ্রহের আগে যখন দ্রাক্ষার ফুল ঝরে গিয়ে ফল পাকতে শুরু করে, সেই সময় শত্রুরা সুদানীদের ধ্বংস করবে অতি সহজে, যেমন সহজে দ্রাক্ষালতার নব পল্লব ছুরি দিয়ে কাটা যায়।


দরিদ্র ও অসহায় মানুষ পালিয়ে গেছে তোমার কাছে, পেয়েছ পরম আশ্রয় বিপদের দিনে। প্রবল ঝঞ্ঝার কালে তুমি দিয়েছ তাদের পরম আশ্রয়, প্রখর তপন-তাপে দিয়েছ তাদের ছায়া সুশীতল। কারণ হিংস্র নিষ্ঠুর মানুষের আক্রমণ যেন প্রবল ঝঞ্ঝা,


কিন্তু তোমরা, ঈশ্বরের প্রজাবৃন্দ, পবিত্র উৎসবের রাত্রিতে যেমন আনন্দে গান গাও, সেইভাবে গান গাইবে। ইসরায়েলের রক্ষক প্রভু পরমেশ্বরের মন্দিরে যাবার সময় ভক্তেরা যেমন বাঁশীর সুরে ছন্দে মহানন্দে পথ চলে, তোমরাও সেইরকম আনন্দলাভ করবে।


হে প্রভু পরমেশ্বর, আমাদের প্রতি কৃপা কর। তুমিই আমাদের আশা ও ভরসা। তুমি নিত্য নিয়ত আমাদের রক্ষা কর এবং বিপদের দিনে উদ্ধার কর আমাদের।


আমার প্রজাবৃন্দ, ভয় পেয়ো না তোমরা! প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত যা কিছু আমি ভবিষ্যদ্বাণী করেছিলাম, সবই জান তোমরা! তোমরাই আমার সাক্ষী। আছে কি আর কোন শক্তি আমার সমকক্ষ? আছে কি কোন পরাক্রমী দেবতা যার কথা আমি শুনি নি কখনও?


জেরুশালেম উল্লসিত মহা আনন্দে, পরিয়েছেন তাকে প্রভু পরমেশ্বর মহার্ঘ বসন, বিবাহ বাসরে বরের মত, বিবাহের সাজে সজ্জিত বধূর মত ভূষিত করেছেন তাকে পরিত্রাণ ও বিজয়ের অমূল্য ভূষণে।


স্বয়ং প্রভু পরমেশ্বর পৃথিবীর প্রান্ত পর্যন্ত সমস্ত জাতির উদ্দেশে ঘোষণা করে বলছেনঃ সিয়োন কন্যাকে বল, তোমার ত্রাণকর্তা আসছেন! সাথে নিয়ে আসছেন তাদের, যাদের তিনি করেছেন উদ্ধার।


পর্ব শিখরে শোনা যাচ্ছে কোলাহল, এ যে ইসরায়েল জাতির কান্না আর আবেদনের আর্তনাদ। তারা যে যাপন করছে পাপলিপ্ত জীবন, ভুলে গেছে তাদের প্রভু পরমেশ্বরকে।


সর্বাধিপতি প্রভু বলছেন, তুমি আমাকে ভুলে গেছ আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছ। তাই, তোমার এই কাম-লালসা ও পতিতাবৃত্তির ফল তোমাকে ভুগতেই হবে।


শুকনো ক্ষেতে বীজ নষ্ট হয়ে গেছে, শস্যের গোলা শূন্য শস্যভাণ্ডারগুলি ধ্বংস হয়ে গেছে, কারণ কোন ফসল ফলেনি।


তোমাদের মধ্যে কিছু লোক ঘুষ নিয়ে নরহত্যার আদেশ দেয়। কিছু লোক আবার স্বজাতি ইসরায়েলীদেরও সুদে ঋণ দেয় এবং সেই সুযোগে ধনী হয়। তোমরা আমাকে পরিত্যাগ করেছ—একথা বলেছেন প্রভু পরমেশ্বর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন