Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 16:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 দুঃখ-যন্ত্রণায় মোয়াবের মানুষ কাঁদবে। কীর হেরেসে বসবাসকালে তারা যে সুস্বাদু খাদ্য ভোজন করত, সেইসব খাদ্য—দ্রাক্ষার পিষ্টকের কথা মনে পড়লে তারা কাঁদবে। হতাশায় ভেঙ্গে পড়বে তারা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 কাজেই মোয়াবের জন্য মোয়াবীয়েরা হাহাকার করবে, তার সমস্ত লোক হাহাকার করবে; তোমরা কীর্‌-হরেসেতের আঙ্গুর-পিঠার জন্য কাতরোক্তি করবে, নিতান্ত ক্ষুণ্ন হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 সেই কারণে, মোয়াবীয়েরা বিলাপ করে, তারা মোয়াবের জন্য একসঙ্গে বিলাপ করে। তারা কীর্-হেরসের কিশমিশের পিঠের জন্য বিলাপ ও ক্রন্দন করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 তজ্জন্য মোয়াবের নিমিত্ত মোয়াব হাহাকার করিবে, তাহার সমস্ত লোক হাহাকার করিবে; তোমরা কীর্‌হরেসেতের দ্রাক্ষাপিষ্টকের নিমিত্ত কাকূক্তি করিবে, নিতান্ত ক্ষুণ্ণ হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 এই অহঙ্কারের জন্য গোটা মোয়াব দেশ ভুগবে। মোয়াবের সমস্ত লোক হাহাকার করবে। তারা দুঃখিত হবে এবং অতীতে তাদের যা যা ছিল তারা তা ফিরে পেতে চাইবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 তাই মোয়াবীয়েরা তাদের দেশের জন্য আর্তনাদ করবে, প্রত্যেকে আর্তনাদ করবে। তারা লোকেদের জন্য শোক করবে কীর্-হরসতের শুকনো আঙ্গুরের পিঠের জন্য শোক করবে, যা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছিল।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 16:7
8 ক্রস রেফারেন্স  

তাদের নগরগুলি ধ্বংস করল। যাবার পথে তাদের উর্বর জমিতে পাথর ছড়িয়ে ঢেকে দিল। জলের ফোয়ারাগুলি বুঁজিয়ে দিল, ফলের গাছগুলো সব কেটে ফেলল। বাকী রইল শুধু তাদের রাজধানী কীর হারাসৎ। ফিঙেধারীরা এবার এই রাজধানীটা ঘিরে ফেলে আক্রমণ করল।


তারা বলবে, মোয়াবের ঘটেছে পতন, তার জন্যে কাঁদো, অবমাননায় লুণ্ঠিত সে। ঘোষণা কর অর্ণোন নদীর সারা অঞ্চলে–— ‘বিধ্বস্ত হয়েছে মোয়াব’।


মোয়াবের জন্যে আমি গভীর বেদনায় গুমরে গুমরে কাঁদছি, কীর–হেরেসের জন্য দুঃখে জর্জরিত হচ্ছি।


কিন্তু যারা ভাগ্য গণনা করে ও আত্মার ভরে কথা বলে, লোকে তোমাদের তাদের কাছে গিয়ে ভবিষ্যৎ জানতে বলবে। তারা বলবে, লোকে অন্ততঃ আত্মাদের কাছ থেকে ভবিষ্যতের কথা জিজ্ঞাসা করুক এবং জীবিতদের পক্ষ হয়ে মৃতদের পরামর্শ নিক,


এবং ইসরায়েলী প্রজাদের সকলকে খাদ্য বিতরণ করলেন। নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেককে দেওয়া হল একটা করে রুটি, এক টুকরো ঝলসানো মাংস আর কিসমিসের পিঠে।


সুদূর উত্তরাঞ্চল থেকে ইষাখর, সবুলুন ও নপ্তালি বংশের লোকেরা গাধা, উট, খচ্চর ও বলদের পিঠে ময়দা, ডুমুর, সর্ষে, সুরা, জলপাই তেল ইত্যাদি খাদ্যসম্ভার বোঝাই করে এনে দিয়েছিল। তাদের মাংস খাওয়াবার জন্য গরু ও ভেড়ার পালও এসেছিল। সারা দেশে যে আনন্দের সাড়া পড়ে গিয়েছিল, এ ছিল তারই প্রকাশ।


সেইজন্য আমি মোয়াবের প্রতিজনের জন্য কাঁদব, কাঁদব কীর-হেরসের মানুষের জন্য।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন