Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 15:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 লোকে উইলো উপত্যকার ওপারে পালাচ্ছে তাদের সঞ্চিত ধন সম্পদ নিয়ে বাঁচার তাগিদে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 এজন্য তারা নিজেদের রক্ষিত ধন ও সঞ্চিত দ্রব্য বাইশী গাছের স্রোতের পারে নিয়ে যাচ্ছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 তাই যে ঐশ্বর্য তারা আহরণ ও সঞ্চিত করেছে, তারা তা ঝাউবন-গিরিখাতের ওপারে নিয়ে যায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 এইজন্য তাহারা আপনাদের রক্ষিত ধন ও সঞ্চিত দ্রব্য বাইশী বৃক্ষের স্রোতের পারে লইয়া যাইতেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 তাই, মোয়াব ত্যাগ করার আগে লোকরা তাদের নিজ নিজ জিনিসপত্র সংগ্রহ করে জড় করছে এবং উইলো ক্রিক এর ওপারে নিয়ে যাচ্ছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 তারা তাদের জমানো ধন-সম্পদ তারা উইলো গাছের তীরের ওপাশে নিয়ে যাচ্ছে।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 15:7
9 ক্রস রেফারেন্স  

এবার মোয়াব ও কীর-হেরসের মানুষের জন্য আমার মন কাঁদছে। যেন বাঁশীর সুরে অন্ত্যেষ্টিক্রিয়ার বিষাদ সঙ্গীত গেয়ে বলছে, তার সঞ্চিত ধনদৌলত সর্বস্ব গেছে!


দক্ষিণ মরুর জীবজন্তুদের সম্পর্কে ঈশ্বরের বার্তা এই: রাষ্ট্রদূতেরা বিপদসঙ্কুল দেশের মধ্য দিয়ে যাতায়াত করে। এই সমস্ত দেশে সিংহ, বিষধর সাপ এবং বিষাক্ত উড়ুক্কু সাপের বাস। একটি জাতির জন্য গাধা ও উটের পিঠে বোঝাই করে বহুমূল্য উপহার সামগ্রী তারা নিয়ে যাচ্ছে। এগুলি তাদের কোন সাহায্যে আসবে না।


এই পৃথিবীর জাতিবৃন্দ ছিল একটি পাখির বাসার মত। আমি অতি সহজেই তাদের সমস্ত ধন-সম্পদ আহরণ করলাম, যেমন লোকে সহজে পাখির বাসা থেকে ডিম সংগ্রহ করে। একটি ডানাও আমাকে ঝাপ্টা দিল না, একটি চঞ্চুও আমাকে ঠোকরাতে এল না।


যারা আমাকে ক্রুদ্ধ করে তুলেছে, সেই ঈশ্বরহীন জাতিকে আক্রমণ করার জন্য আমি আসিরিয়াকে প্রেরণ করব। আমি তাদের অপহরণ ও লুন্ঠন করতে এবং লোকদের পথের ধূলার মত পদতলে দলিত করতে পাঠাব।


যুবা সিংহ শিকার ধরে যে ভাবে বীরদর্পে গর্জন করতে করতে গুহায় নিয়ে যায়, যাতে কেউ তার শিকার কেড়ে নিতে না পারে, সেইভাবে তাদের সৈন্যবাহিনীও তেজোদৃপ্ত হুঙ্কার দেয়।


প্রথমদিন তোমরা ভাল ভাল গাছের ফল, খেজুর, পাতা, পাতা-ভরা গাছের ডাল এবং নদীর ধারের বনঝাউ গাছ সংগ্রহ করে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সাক্ষাতে সাতদির ধরে আনন্দোৎসব করবে।


মোয়াবের শেষ সীমা পর্যন্ত শোনা যাচ্ছে আকুল ক্রন্দনধ্বনি। ইগ্লয়িম শহর ও বের-এলিম শহরে পর্যন্ত শোনা যাচ্ছে কান্নার আওয়াজ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন