Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 14:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 তখন তারা ব্যাবিলনরাজের উদ্দেশে উপহাস করে বলবে: নৃশংস রাজার পতন হয়েছে! সে আর কোনদিন কাউকে নিপীড়ন করবে না!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 সেদিন তুমি ব্যাবিলনের বাদশাহ্‌র বিরুদ্ধে এই প্রবাদ বলবে, আহা, জুলুমবাজ কেমন শেষ হয়েছে! অপহারিণী কেমন শেষ হয়েছে!

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 তোমরা ব্যাবিলনের রাজার বিরুদ্ধে এই ধিক্কারবাণী উচ্চারণ করবে: পীড়নকারীর শেষ সময় কেমন ঘনিয়ে এসেছে! কীভাবে তার ভয়ংকরতা সমাপ্ত হয়েছে!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 সেই দিন তুমি বাবিল-রাজের বিরুদ্ধে এই প্রবাদ লইয়া বলিবে, আহা, উপদ্রবকারী কেমন শেষ হইয়াছে! অপহারিণী কেমন শেষ হইয়াছে!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 সেদিন তোমরা বাবিলের রাজা সম্পর্কে এই গানটি গাইতে শুরু করবে। গানটি হল: রাজা তাঁর শাসনকালে অত্যন্ত জঘন্য ব্যক্তি ছিলেন। কিন্তু তাঁর শাসনকাল এখন শেষ হয়ে গেল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 তুমি ব্যাবিলনের রাজার বিরুদ্ধে এই বিদ্রূপের গান করবে, অত্যাচারী কেমন শেষ হয়েছে, অহঙ্কারীর উন্মত্ততা শেষ হয়েছে!

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 14:4
35 ক্রস রেফারেন্স  

তোমার উপরে যারা অত্যাচার করে সেই অত্যাচারীর নিজেদের মধ্যেই হানাহানি করে একে অপরকে হত্যা করবে, উন্মত্ত হয়ে উঠবে তারা রক্তের নেশায়। তখন সর্বমানব জানবে, আমিই প্রভু পরমেশ্বর, সেই মুক্তিদাতা, উদ্ধারকর্তা তোমাদের, ইসরায়েলের আরাধ্য মহাশক্তিমান ঈশ্বর।


“হে স্বর্গরলোক, আনন্দ কর তার এ দশায়,পুণ্যাত্মা, প্রেরিত-শিষ্য ওপ্রবক্তা নবীরাও উল্লসিত হও,কারণ তোমাদের প্রতি তার অন্যায়েরবিচার করে ঈশ্বর তাকেদিয়েছেন চরম প্রতিফল।”


“হায়, হায়, এই কি সেই মহানগরী।যার পরণে ছিল বেগুনী ও লালরেশমী বসন,অঙ্গে সোনা ও মণি-মুক্তার অলঙ্কার!


আমি দেখলাম, সেই নারী ঈশ্বরভক্ত পুণ্যাত্মা ও যীশুর অনুগামী শহীদদের রক্তপানে প্রমত্তা। তাকে দেখে আমি ভীষণ বিস্মিত হলাম।


লেবাননের বৃক্ষরাজিকে তুমি যেভাবে ধ্বংস করেছ, সেইভাবে ধ্বংস হবে তুমিও। সেখানকার বন্যপশুদের তুমি হত্যা করেছ, এবার তুমিও বিহ্বল হবে বন্য জন্তুর আতঙ্কে। পৃথিবী জুড়ে যে হত্যালীলা ও উৎপীড়ন তুমি চালিয়েছ, এ হল তারই প্রতিশোধ।


সমগ্র জগৎ এমকি পশুপক্ষীও আপনার রাজছত্রতলে। মূর্তির সেই স্বর্ণময় মস্তক আপনি স্বয়ং।


তোমার উপর ক্রোধে যখন আমি ভয়ঙ্কর রূপ ধারণ করব, তোমায় যখন শাস্তি দেব তখন তোমার প্রতিবেশী জাতিবৃন্দ ভয়ে কাঁপবে। তারা তোমায় ঘৃণা করবে, উপহাসে জর্জরিত করবে।


নগরীর সোনার উজ্জ্বল ছটা আজ হয়েছে মলিন, মন্দিরের অমূল্য পাথরগুলি ছড়িয়ে আছে, পথের উপর।


তাদের উপর আমি এমন বিপর্যয় আনব যে পৃথিবীর সমস্ত জাতি আতঙ্কে শিউরে উঠবে। লোকে তাদের উপহাস করবে, ব্যঙ্গ বিদ্রূপ করবে এবং যে সব জায়গায় আমি তাদের ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, সেই সব জায়গায় তাদের নামে অভিশাপ দেওয়া হবে।


এবার আমি এই পত্রখানি তুলে দেব তাদের হাতে, যারা তোমাদের করেছে উৎপীড়ন, বাধ্য করেছে তারা তোমাদের পিঠ পেতে দিতে পথের উপরে, পেতে দেওয়া সেই পিঠের উপর দিয়ে হেঁটে গেছে তারা নির্মম পদক্ষেপে।


প্রভু পরমেশ্বর ব্যাবিলনের বলেন, নীরবে অন্ধকারে বসে থাক, জাতিবৃন্দের রাণী বলে তারা আর ডাকবে না তোমাকে!


এই ব্যক্তিই না নগর-জনপদ ধ্বংস করে পৃথিবীকে পরিণত করেছে ঊষর মরুতে? এই ব্যক্তিই না বন্দীদের মুক্তি দেয় নি কোনদিন ফিরে যেতে দেয় নি তাদের মাতৃ-ভূমিতে?


এরা বিজিত জাতিবৃন্দকে নির্মম পীড়নে জর্জরিত করেছে অবিরাম।


ব্যাবিলন সর্বাপেক্ষা সুন্দর রমণীয় রাজ্য, ব্যাবিলনবাসীর গর্বের ধন। কিন্তু, আমি প্রভু পরমেশ্বর এই ব্যাবিলনকে বিধ্বস্ত করব সদোম ও ঘমোরার মত।


ব্যাবিলনরাজ মন্দির লুন্ঠন করলেন, মন্দিরের কোষাগার এবং রাজা ও তাঁর পারিষদবর্গের যাবতীয় ধনরত্ন নিয়ে ব্যাবিলনে চলে গেলেন।


তুমি ভেঙ্গে দিয়েছ তাদের গুরুভার যোঁয়ালি, ভেঙ্গেছ পীড়নের যষ্টি। যে জাতি তোমার প্রজাদের উপরে অত্যাচার ও নিপীড়ন করত তুমি পরাজিত করেছ তাদের, বহুকাল আগে যেমন করে তুমি পরাজিত করেছিলে মিদীয়নী সেনাদের।


আমোসের পুত্র যিশাইয় ব্যাবিলন সম্বন্ধে এই প্রত্যাদেশ লাভ করলেন।


প্রভু পরমেশ্বর দুষ্ট শাসকদের ক্ষমতা চূর্ণ করেছেন!


তোমাদের দেশে আমাদের থাকতে দাও, যারা আমাদের সর্বনাশ করতে চায়, তাদের হাত থেকে আমাদের রক্ষা কর। (নিপীড়ন ও ধ্বংসের অবসান হবে, লুন্ঠক অপহারক ও ধ্বংসকারী দেশ থেকে উচ্ছিন্ন হবে।


ভুলে গেছ তুমি তোমার স্রষ্টা সেই প্রভু পরমেশ্বরকে, যিনি বিস্তার করেছেন আকাশমণ্ডল, স্থাপন করেছেন ভিত্তিমূল এই পৃথিবীর? ধ্বংস করতে তোমায় উদ্যত যারা সেই উৎপীড়কের পীড়নের আশঙ্কায় কেন এত ভয় দিবারাত্রি হৃদয়ে তোমরা?


ন্যায় বিচার ও ধর্মনিষ্ঠা দান করবে প্রতিষ্ঠা তোমায় উৎপীড়ন ও সন্ত্রাস থেকে তুমি থাকবে নিরাপদ।


ভয়াবহ এক নৃশংস ঘটনার দিব্যদর্শন আমি দেখেছি, দেখেছি প্রতারণা এবং সর্বনাশা ধ্বংসের দিব্যদর্শন। ইলমের সৈন্যবাহিনী আক্রমণ কর! মিডিয়ার সৈন্যবাহিনী অবরোধ কর শহর-নগর। ব্যাবিলন যে দুঃখ বিপর্যয় এনেছিল, ঈশ্বর তার অবসান ঘটাবেন।


তোমরা যারা এর প্রতিবেশী, যারা জান তার খ্যাতির কথা, শোক কর এই জাতির জন্যে, বল, ‘ভেঙ্গে পড়েছে এর সুদৃঢ় শাসন ব্যবস্থা, এর গৌরব ও পরাক্রম আর নাই।’


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন