Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 14:30 - পবিএ বাইবেল CL Bible (BSI)

30 প্রভু পরমেশ্বরে তাঁর দীন-অসহায় প্রজাদের পালক হবেন, তাদের বসতি করবেন নিরাপদ। কিন্তু হে ফিলিস্তিনী, তোমাদের উপরে তিনি প্রেরণ করবেন ভয়াবহ দুর্ভিক্ষ, তার হাত থেকে তোমরা কেউ বাঁচবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 দীনহীনদের জ্যেষ্ঠ সন্তানেরা ভোজন করবে ও দরিদ্ররা নির্ভয়ে শয়ন করবে; আর আমি দুর্ভিক্ষ দ্বারা তোমার মূল হনন করবো এবং তোমার অবশিষ্টাংশ হত হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 দরিদ্রদের মধ্যে দরিদ্রতম চারণভূমি পাবে, আর নিঃস্ব-অভাবী মানুষেরা নিরাপদে বিশ্রাম করবে। কিন্তু তোমার মূল আমি দুর্ভিক্ষে ধ্বংস করব; তোমার বেঁচে থাকা লোকদের ধ্বংস করব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 দীনহীনদের জ্যেষ্ঠ সন্তানেরা ভোজন করিবে, ও দরিদ্রগণ নির্ভয়ে শয়ন করিবে; আর আমি দুর্ভিক্ষ দ্বারা তোমার মূল হনন করিব, এবং তোমার অবশিষ্টাংশ হত হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 তবে আমার দীনহীন লোকরা নিরাপদে খেতে পারবে, ঘুমাতে পারবে এবং নিজেদের নিরাপদ মনে করবে। তাদের ছেলেমেয়েরা নিরাপদে থাকবে। আমার দরিদ্র লোকরা শুতে পারবে এবং নিজেদের নিরাপদ ভাবতে পারবে। কিন্তু আমি দুর্ভিক্ষ দ্বারা তোমার পরিবারকে হত্যা করব এবং তোমার অবশিষ্ট সমস্ত লোক মারা যাবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

30 গরিব লোকেদের প্রথম সন্তানেরা খাবে এবং অভাবীরা নিরাপদে শোবে। আমি দূর্ভিক্ষ দ্বারা তোমার মূল হত্যা করব, তোমার অবশিষ্ট অংশ মারা যাবে।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 14:30
21 ক্রস রেফারেন্স  

তোমার উপরে নেমে এসেছে দ্বিগুণ বিপর্যয় যুদ্ধে বিপর্যস্ত তোমার দেশ, দুর্ভিক্ষে অনাহারে জর্জরিত সন্তানেরা তোমার তোমাকে সান্ত্বনা দেবার কেউ নেই সেখানে।


তারপর যিশাইয় রাজা হিষ্কিয়কে বললেন, ভাবী ঘটনার এই হবে চিহ্নঃ এ বছর এবং তার পরের বছর তোমরা নিজে থেকে উৎপন্ন হওয়া শস্যে জীবন ধারণ করবে। তৃতীয় বছরে তোমরা বীজ পবন করবে ও ফসল তুলবে, দ্রাক্ষালতা রোপণ করবে ও তার ফল ভোগ করবে।


তাহলে তোমরা রক্ষা পাবে। সুদৃঢ় দুর্গের সুনিশ্চিত নিরাপত্তালাভ করবে তোমরা। তোমরা পাবে ক্ষুধার অন্ন ও তৃষ্ণার জল।


দেশের সর্বত্র লোকেরা কাড়াকাড়ি, ছেঁড়াছিঁড়ি করে খাবে কিন্তু কিছুতেই তাদের পেট ভরবে না, খিদে মিটবে না। এমন কি তারা নিজেদের সন্তানদের মাংসও খাবে।!


লোকে ক্ষুধায় কাতর হয়ে সারা দেশে ঘুরে বেড়াবে। ক্ষুধার জ্বালায় তারা ক্রুদ্ধ হয়ে উঠবে। অভিসম্পাত দেবে তাদের রাজাকে, তাদের ঈশ্বরকে। আকাশ কিম্বা মাটির দিকে তারা তাকাবে কিন্তু দেখবে, তাদের চারিদিকে দুর্বিপাক আর ঘোর অন্ধকার! এই ঘোর অন্ধকারের মধ্যে তাদের ঠেলে দেওয়া হয়েছে।


বিধ্বস্ত নগর-জনপদে মেষশাবকেরা চরে বেড়াবে, ছাগ শিশু পাবে চরাণীর স্থান।


আমার প্রজাদের নিষ্পেষণ করার এবং তাদের কাছ থেকে অন্যায়ভাবে সুযোগ গ্রহণ করার কোন অধিকার তোমাদের নাই। আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


মারাত্মক ব্যাধিতে তার দেহ ভরে যাবে, অঙ্গ-প্রত্যঙ্গে পচন ধরে ক্ষয়ে যাবে।


তিনি ইসরায়েলের প্রাচীনবর্গকে ও নেতাদের বিচারে আনবেন। তাঁর অভিযোগ: তোমরা দ্রাক্ষাক্ষেত্র লুন্ঠন করেছ, দরিদ্রের কাছ থেকে অপহৃত ধনে তোমাদের গৃহ পূর্ণ।


দীন-দরিদ্রের ন্যায্য বিচার করবেন, রক্ষা করবেন তিনি অসহায় মানুষের অধিকার। তাঁরই আদেশে লোকে শাস্তি পাবে, মৃত্যু হবে দুষ্টজনের।


দরিদ্র ও নত-নম্র মানুষ আবার লাভ করবে ইসরায়েলের আরাধ্য পবিত্র প্রভু পরমেশ্বরের দেওয়া অপার আনন্দ।


সেখানে অবশিষ্ট থাকবে বঞ্চিত হতভাগ্য একদল মানুষ, যারা হবে শুধু আমরাই শরণাগত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন