Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 13:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 ঐ শোন পর্বতমালার মাঝে প্রচণ্ড কোলাহল, যেন বিশাল জনতার মত্ত কলরোল! যেন সমবেত রাজ্য ও জাতিবৃন্দের মহাকোলাহল। সর্বাধিপতি প্রভু পরমেশ্বর যুদ্ধের জন্য সমাবেশ করছেন সৈন্যবাহিনী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 পর্বতমালায় লোক-সমারোহের শব্দ, যেন মহাজনতার আওয়াজ! একত্রীকৃত জাতিদের রাজ্যগুলোর কোলাহলের আওয়াজ! বাহিনীগণের মাবুদ যুদ্ধের জন্য বাহিনী রচনা করছেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 শোনো, পর্বতগুলির উপরে এক কলরব শোনা যাচ্ছে, তা যেন এক মহা জনসমারোহের রব! শোনো, রাজ্যগুলির মধ্যে এক হট্টগোলের শব্দ, তা যেন বিভিন্ন জাতির একত্র হওয়ার কোলাহল! সর্বশক্তিমান সদাপ্রভু যুদ্ধের জন্য এক সৈন্যবাহিনী রচনা করছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 পর্ব্বতমালায় লোক-সমারোহের রব, যেন মহা-জনবৃন্দের শব্দ! একত্রীকৃত জাতিগণের রাজ্যসমূহের কোলাহল শব্দ! বাহিনীগণের সদাপ্রভু যুদ্ধের জন্য বাহিনী রচনা করিতেছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 “পর্বতগুলোতে একটা বিরাট শব্দ আছে, সেই শব্দটি শোন! এটা পর্বতমালায় বহু জনসমাগমের শব্দ। অনেক রাজ্যের লোকরা একসঙ্গে জড়ো হয়েছে। প্রভু সর্বশক্তিমান তাঁর সেনাবাহিনীকে ডাকছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 পর্বতমালায় অনেক লোকদের মত জনগনের কোলাহল! অনেক জাতির একসঙ্গে জড়ো হওয়ার মতো রাজ্যের একটি তীব্র শব্দ! বাহিনীদের সদাপ্রভু যুদ্ধের জন্য সৈন্য রচনা করেছেন।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 13:4
23 ক্রস রেফারেন্স  

অগণিত জনতার সমাবেশ হয়েছে বিচার ভূমিতে পরমেশ্বরের বিচারের দিন সমাগত,


বিগত বছরগুলিতে পঙ্গপালের ঝাঁক তোমাদের যত শস্যহানি করেছিল, সব আমি ফিরিয়ে দেব,তোমাদের বিরুদ্ধে আমিই পাঠিয়েছিলাম এই পঙ্গপালবাহিনী।


তাই তার সমস্ত আঘাত, মারী, শোক ও দুর্ভিক্ষ একই দিনে এসে উপস্থিত হবে। তাকে আগুনে পোড়ানো হবে। কারণ তার বিচারক মহাশক্তিমান প্রভু পরমেশ্বর।


বহুদূরবাসী জাতিবৃন্দকে তিনি আহ্বানের সঙ্কেত দিয়েছেন, পৃথিবীর প্রান্ত থেকে তাদের আগমনের জন্য বংশীধ্বনি করেছেন। তারা আসছে, দ্রুতগতিতে, ত্বরিতচরণে!


সেইদিন তারা সমুদ্রের মত গর্জন করে ইসরায়েলের উপরে ঝাঁপিয়ে পড়বে। চেয়ে দেখ ঐ দেশের দিকে! ঘোর অন্ধকার আর দুর্দশা! অন্ধকার গ্রাস করেছে আলোকে!


প্রবল পরাক্রান্ত জাতিসমূহ উত্তেজিত হয়েছে, সমুদ্র গর্জনের মত তাদের কোলাহল শোনা যাচ্ছে, উত্তাল তরঙ্গমালা যেন সশব্দে আছড়ে পড়ছে।


সমবেত হও সকলে, শোন আমার কথা! যাকে আমি করেছি মনোনীত, সে আক্রমণ করবে ব্যাবিলন—আমারই ইচ্ছা সে করবে পালন, একথা কোন দেবতা বলে নি কখনও।


সিদিকিয়ের উদ্দেশ্যে বলেছেন, সিদিকিয়, আমি তোমার সৈন্যবাহিনীকে পরাজিত করব, যারা ব্যাবিলনের রাজা ও তার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করছে। নগরীর কেন্দ্রভূমিতে তোমার সৈন্যদের সমস্ত অস্ত্র-শস্ত্র স্তূপাকার করব।


ব্যাবিলন যা করেছে, তার জন্য আমি তাকে উপযুক্ত শাস্তি দেব এবং বহু জাতি ও মহান রাজারা তাদের ক্রীতদাসে পরিণত করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন