Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 13:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 বৃক্ষশূন্য উচ্চ পর্বতে তোমরা যুদ্ধের পতাকা তোল গর্বোদ্ধত নগরীর সমস্ত তোরণ দ্বার আক্রমণের জন্য উচ্চৈঃস্বরে সৈন্যবাহিনীকে আদেশ কর, দুহাত তুলে তাদের সঙ্কেত দেখাও।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 তোমরা গাছপালাহীন পর্বতের উপরে নিশান তোল, লোকদের জন্য উচ্চধ্বনি কর, হাত দোলাও; তারা প্রধানবর্গের তোরণদ্বারে প্রবেশ করুক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 তোমরা বৃক্ষশূন্য এক গিরিচূড়ায় পতাকা তোলো, তাদের প্রতি চিৎকার করে বলো; অভিজাত ব্যক্তিদের তোরণদ্বারগুলি দিয়ে প্রবেশের জন্য তাদের ইশারা করো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 তোমরা বৃক্ষশূন্য পর্ব্বতের উপরে পতাকা তুল, লোকদের নিমিত্ত উচ্চধ্বনি কর, হস্ত দোলাও; তাহারা প্রধানবর্গের পুরদ্বারে প্রবেশ করুক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 ঈশ্বর বললেন, “তোমরা বৃক্ষশূন্য পর্বতের ওপরে পতাকা তোল। লোকদের হাত নেড়ে চিৎকার করে ডাক। তাদের বল, গুরুত্বপূর্ণ লোকদের জন্য যে প্রবেশপথ সেই পথ দিয়ে প্রবেশ করতে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 তোমরা উন্মুক্ত পাহাড়ের ওপরে একটা পতাকা তোল; তাদের জন্য চিৎকার কর, প্রধানদের দরজা দিয়ে গিয়ে তাদের জন্য হাত দোলাও।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 13:2
15 ক্রস রেফারেন্স  

পরাক্রান্ত ব্যাবিলনের প্রাকার ধূলায় পড়বে ভেঙে, পুড়ে যাবে তার সুউচ্চ তোরণদ্বার। সমস্ত জাতির কর্মপ্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে, তাদের সকল চেষ্টা লেলিহান অগ্নিশিখায় ভস্ম হয়ে গেছে একেবারে। আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


বহুদূরবাসী জাতিবৃন্দকে তিনি আহ্বানের সঙ্কেত দিয়েছেন, পৃথিবীর প্রান্ত থেকে তাদের আগমনের জন্য বংশীধ্বনি করেছেন। তারা আসছে, দ্রুতগতিতে, ত্বরিতচরণে!


জাতিবৃন্দের কাছে এ কথা পৌঁছে দাও! দাও সঙ্কেত, ঘোষণা কর সংবাদ! গোপন রেখো না এ কথা–— পতন হয়েছে ব্যাবিলনের! তার দেবতা মরোদক ভূলুণ্ঠিত, ব্যাবিলনের সমস্ত প্রতিমা আনতশির, ঘৃণ্য অলীক মূর্তি হয়েছে চূর্ণ।


তুমি একটি পর্বতের মত, যা সমগ্র পৃথিবীকে ধ্বংস করে। কিন্তু আমি, প্রভু পরমেশ্বর, তোমার শত্রু। আমি তোমাকে পর্বতশৃঙ্গ থেকে নিক্ষেপ করব জঙ্গলে, ভস্মসাৎ করে দেব তোমাকে।


শত্রুরা এখন নোব শহরে অবস্থান করছে। সেখান থেকে তারা সিয়োন পর্বতের দিকে, জেরুশালেমের দিকে মুষ্টি আন্দোলন করছে।


শোন হে মর্ত্যবাসী! পবর্তমালার শিখরে শিখরে উত্তোলিত সঙ্কেত পতাকার দিকে দৃষ্টি নিবদ্ধ কর। কান পেতে শ্রবণ কর তূরীধ্বনি।


প্রভু পরমেশ্বর লোহিত সাগর শুকিয়ে দেবেন এবং তপ্ত বায়ু প্রবাহিত করে শুকিয়ে দেবেন ইউফ্রেটিস নদী। তাকে বিভক্ত করে দেবেন সাতটি ক্ষীণ স্রোতে, যাতে যে কেউ সেই স্রোত হেঁটে পার হতে পারে।


প্রভু পরমেশ্বর পৃথিবীর চারিদিকে ছড়িয়ে থাকা ইসরায়েল ও যিহুদীয়ার মানুষকে যে ফিরিয়ে আনছেন, সেই বিষয় সমস্ত জাতিকে জানাবার জন্য প্রতীকস্বরূপ একটি পতাকা দেখাবেন।


যারা সম্ভ্রম করে তোমায়, তাদের তুমি দিয়েছ এক পতাকা, যেন তারা আশ্রয় নেয় সেই পতাকাতলে রক্ষা পায় শত্রুর আঘাত থেকে। সেলা


এমন একদিন আসছে যেদিন মিশর হবে ভীরু রমণীর মত। তারা যখন দেখবে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তাদের শাস্তি দেবার জন্য উদ্যত হয়েছেন, তখন ভয়ে কাঁপবে।


তাদের সম্রাট পালিয়ে যাবে দারুণ আতঙ্কে, এবং তাদের সেনাপতিরা ভয়ে পতাকা ফেলে পালাবে। যে প্রভু পরমেশ্বর জেরুশালেমে পূজিত হন, হোমের জন্য যাঁর অগ্নি সেখানে প্রজ্বলিত হয়—একথা তাঁরই।


উত্তর দেশ থেকে লোকেরা আসছে, আসছে এক দুধর্ষ জাতি, বহু নৃপতি প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্যে।


ব্যাবিলনের নগর-প্রাকার আক্রমণের সঙ্কেত দাও! শক্তি বৃদ্ধি কর প্রহরীদের। শান্ত্রী মোতায়েন কর! গোপন স্থানে সমাবেশ কর সৈন্যবাহিনী!’ প্রভু পরমেশ্বর যা বলেছিলেন, তাই করেছেন এবং ব্যাবিলনবাসীর প্রতিও তিনি সেই রকমই করবেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন