Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 13:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)

19 ব্যাবিলন সর্বাপেক্ষা সুন্দর রমণীয় রাজ্য, ব্যাবিলনবাসীর গর্বের ধন। কিন্তু, আমি প্রভু পরমেশ্বর এই ব্যাবিলনকে বিধ্বস্ত করব সদোম ও ঘমোরার মত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 আর ব্যাবিলন— রাজ্যগুলোর সেই রত্ন ও কল্‌দীয়দের গর্বের সেই লাবণ্য— আল্লাহ্‌কর্তৃক উৎপাটিত সাদুম ও আমুরার মত হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 রাজ্যগুলির মণিরত্নস্বরূপ ব্যাবিলন, ব্যাবিলনীয়দের অহংকারের সেই গৌরব, ঈশ্বর তা উৎখাত করবেন, যেমন সদোম ও ঘমোরার প্রতি করেছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 আর বাবিল—রাজ্য সকলের সেই রত্ন ও কল্‌দীয়দের শ্লাঘার সেই লাবণ্য—ঈশ্বরকর্ত্তৃক উৎপাটিত সদোম ও ঘমোরার সদৃশ হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 ঈশ্বর বাবিলকে ধ্বংস করবেন ঠিক যে ভাবে তিনি সদোম ও ঘমোরাকে ধ্বংস করেছিলেন। “যদিও বাবিল হচ্ছে সব চেয়ে সুন্দর রাজ্য এবং সেখানকার নাগরিকদের গর্বস্বরূপ

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 এবং ব্যাবিলন, রাজ্যের সর্বাধিক প্রশংসিত, কলদীয়দের গর্বের মহিমা, ঈশ্বর সদোম ও ঘমোরার মত ধ্বংস করবেন।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 13:19
23 ক্রস রেফারেন্স  

তিনি আপন মনে বললেন, অপূর্ব এই ব্যাবিলন! অনুপম আমার এই রাজধানী। আমারই হাতে গড়া। আমার বৈভব, আমারই পরাক্রমের নিদর্শনস্বরূপ আমি একে গড়ে তুলেছি। এ আমারই গৌরব ঘোষণা করে।


আমার জীবন্ত সত্তার দিব্য, মোয়াবের দশা হবে সদোমের মত, আম্মোনীরা হবে ঘমোরার মত আগাছা ও লবণের শূন্য গহ্বরে পরিপূর্ণচির-বিধ্বস্ত এক দেশ। আমার উদ্ধারপ্রাপ্ত প্রজারা তাদের সম্পদ লুণ্ঠন করবে, অধিকার করবে তাদের দেশ।


সদোম ও ঘমোরা যেমন ধ্বংস হয়েছিল, তেমনি তোমাদের আরও কয়েকটি জনপদ আমি ধ্বংস করেছি। অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করে আনা। একখণ্ড পোড়া কাঠের মত হয়েছিল তোমাদের দশা, তবুও তোমরা ফিরে এলে না আমার কাছে।প্রভু বলেন এ কথা।


ব্যাবিলন সম্বন্ধে প্রভু পরমেশ্বর বলেন, বিশ্বনন্দিত ব্যাবিলন অধিকৃত হয়েছে। জাতিবৃন্দের কাছে সে আজ বিভীষিকা।


সন্নিহিত অঞ্চলসমূহ সদোম ও ঘমোরাকে সেদিন যেমন আমি শাস্তি দিয়েছিলাম, সেইভাবে শাস্তি দেব ব্যাবিলনকেও। সেখানে কেউ আর থাকবে না বেঁচে, বসতিও গড়ে উঠবে না কোনদিন। একথা আমি প্রভু পরমেশ্বর বললাম।


যখন ইদোম ধ্বংস হবে, তখন তারও সদোম ও ঘমোরা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলির মত একই দশা হবে। সেখানে কেউ আর কখনও বাস করবে না। আমি প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


প্রভু তাঁর রোষ ও ক্রোধে সদোম, ঘমোরা, আদ্‌মা ও সবোয়িম নগরগুলি যে ভাবে ধ্বংস করেছিলেন সেইভাবে এদেশেও জ্বলন্ত গন্ধক ও লবণ বর্ষণে এমন ভাবে দগ্ধ হবে যে এখানে কোন কিছু বপন করা যাবে না, কোন তৃণগুল্মও উৎপন্ন হবে না।


যিশাইয় এই ভবিষ্যদ্বাণীও করেছিলেনঃ “সর্বাধিপতি প্রভু আমাদের জাতির একটি ক্ষুদ্র অংশ যদি অবশিষ্ট না রাখতেন তাহলে আমরা হতাম সদোমের মত, ঘমোরার মত হত আমাদের দশা”।


পৃথিবীর সওদাগরেরাও তার জন্য ক্রন্দন ও শোক করবে, কারণ তাদের পণ্যসম্ভার কেউ আর কিনবে না।


তারা মাথায় ধূলো ছিটিয়ে কান্নাকাটি ও হাহুতাশ করে বলতে লাগলঃ “হায়, হায়, মহানগরী!তোমার সম্পদে সওদাগরী জাহাজেরঅধিকারীরা হত ধনবান,আজ এ কি দুর্দশা তোমার,নিমেষে ধ্বংস হলে তুমি!”


সমগ্র উপত্যকা ও নগরের অধিবাসী সমস্ত লোক এবং ভূমিজাত সমস্ত বস্তু ধ্বংস করলেন।


আমোসের পুত্র যিশাইয় ব্যাবিলন সম্বন্ধে এই প্রত্যাদেশ লাভ করলেন।


সহসা প্রহরী সংবাদ পাঠাল, ঐ যে তারা আসছে,! দুজন দুজন করে ঘোড়ায় চড়ে আসছে। ব্যাবিলনের পতন হয়েছে! তাদের উপাস্য অলীক প্রতিমারা মাটিতে ছড়িয়ে পড়ে আছে।


প্রভু পরমেশ্বর ব্যাবিলনের বলেন, নীরবে অন্ধকারে বসে থাক, জাতিবৃন্দের রাণী বলে তারা আর ডাকবে না তোমাকে!


সমবেত হও সকলে, শোন আমার কথা! যাকে আমি করেছি মনোনীত, সে আক্রমণ করবে ব্যাবিলন—আমারই ইচ্ছা সে করবে পালন, একথা কোন দেবতা বলে নি কখনও।


সত্তর বছর পূর্ণ হলে পর আমি ব্যাবিলন ও তার রাজাকে তাদের পাপের জন্য শাস্তি দেব। সেই দেশকে ধ্বংস করে চিরকালের জন্য তাকে পরিত্যক্ত এক ধ্বংসস্তূপে পরিণত করব।


তোমার ধ্বংসস্তূপের একটি পাথরও নতুন ইমারৎ তৈরীর কাজে লাগবে না। চিরদিন তুমি মরুভূমি হয়ে থাকবে। আমি, প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।


ব্যাবিলনকে জনমানবহীন ঊষর মরুতে পরিণত করার যে পরিকল্পনাকে বাস্তবরূপ দিতে চলেছেন প্রভু পরমেশ্বর, তাতে পৃথিবী কাঁপছে, দুলে উঠছে।


তারপর তুমি প্রার্থনা করবে, ‘হে প্রভু পরমেশ্বর, তুমি বলেছ এই স্থান তুমি ধ্বংস করবে, যাতে কোন জনপ্রাণী এখানে বাস না করে, এই স্থান ঊষর মরুভূমিতে পরিণত হবে চিরতরে।’


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন