Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 13:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 তাদের এই অসহায় অবস্থায় তাদের সামনেই তাদের শিশু-সন্তানদের আছড়ে মেরে ফেলা হবে, তাদের ঘরবাড়ী লুন্ঠন করা হবে এবং তাদের স্ত্রীরা হবে ধর্ষিতা

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 আর তাদের চোখের সামনে তাদের শিশুদেরকে আছাড় মারা হবে, তাদের বাড়ি লুট করা হবে ও তাদের স্ত্রীরা বলাৎকৃত হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 তাদের চোখের সামনে তাদের শিশুদের আছড়ে মারা হবে; তাদের গৃহগুলি লুন্ঠিত হবে ও তাদের স্ত্রীরা হবে ধর্ষিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 আর তাহাদের চক্ষুর সম্মুখে তাহাদের শিশুগণকে আছড়ান যাইবে, তাহাদের গৃহ লুণ্ঠিত হইবে, ও তাহাদের স্ত্রীগণ বলাৎকৃত হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 তাদের বাড়িগুলি লুণ্ঠিত হবে। তাদের স্ত্রীরা ধর্ষিত হবে। আর তাদের চোখের সামনেই তাদের ছোট ছোট ছেলেমেয়েদের পিটিয়ে পিটিয়ে হত্যা করা হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 তাদের চোখের সামনে শিশুদেরকে টুকরো করে ছুঁড়ে ফেলা হবে; তাদের বাড়ি লুট করা হবে ও তাদের স্ত্রীদের ধর্ষণ করা হবে।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 13:16
9 ক্রস রেফারেন্স  

কিন্তু তবু তার পতন হল। থিবিসবাসীকে তারা নিয়ে গেল নির্বাসনে। পথের মোড়ে মোড়ে তাদের শিশু সন্তানদের আছড়ে মেরে ফেলবে তারা। তাদের নেতৃস্থানীয় সম্ভ্রান্ত লোকদের শৃঙ্খলিত করে নিয়ে গেল, তারা তাদের ভাগ-বাঁটোয়ারা করে নিল নিজেদের মধ্যে।


সেই হেতু তোমাদের জাতির বিরুদ্ধে বেজে উঠবে রণদামামা, তোমাদের দুর্গসমূহ হবে বিধ্বস্ত। শাল্‌মন যেমন যুদ্ধের সময় বেথ্‌-আরবেল নগরীকে বিধ্বস্ত করেছিল, সন্তানসমেত মায়েদের যেমন আছ্‌ড়ে মেরে ফেলা হয়েছিল,


আমি সর্বজাতিকে জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধের জন্য একত্র করব। এই নগর অধিকৃত হবে, নগরের ঘরবাড়ি সবই লুণ্ঠিত হবে, নারীর সম্মান ধূলায় লুটাবে। নগরের অধিবাসীদের অর্ধেক নির্বাসিত হবে কিন্তু বাকী লোক নগরে থেকে যাবে।


সিয়োনে আমাদের পত্নীরা হয়েছে ধর্ষিতা, যিহুদীয়ার প্রতিটি গ্রামে কুমারী কন্যাদের বাধ্য করা হয়েছে দেহদানে।


তাদের তীক্ষ্ণ বাণ যুবকদের হত্যা করবে, দুগ্ধপোষ্য শিশুদের প্রতি তারা মায়া দয়া করবে না, বালক-বালিকাদের প্রতি দেখাবে না বিন্দুমাত্র মমতা।


এবার আরম্ভ হতে দাও নিধন যজ্ঞ! পূর্বপুরুষদের পাপে এই রাজার সন্তানেরা নিহত হবে। এই পৃথিবীতে তারা কেউ রাজত্ব করতে পারবে না, গড়ে তুলতে পারবে না নগর-জনপদ।


কিন্তু দুই-ই হারাবে তুমি একই দিনে একটি লহমায়, তোমার মন্ত্র-তন্ত্র, যাদুবিদ্যা, ইন্দ্রজাল—ব্যর্থ হবে সবই। স্বামী-সন্তান বিয়োগের দুঃসহ বেদনায় হবে তুমি ভারাক্রান্ত।


সমস্ত নরনারীকে হত্যা করবার জন্য শিশু ও বৃদ্ধদের নিধন করবার জন্য বালক ও বালিকাদের হত্যা করতে আমি ব্যবহার করেছি তোমাকে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন