Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 13:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 আমোসের পুত্র যিশাইয় ব্যাবিলন সম্বন্ধে এই প্রত্যাদেশ লাভ করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 ব্যাবিলন বিষয়ক দৈববাণী; আমোজের পুত্র ইশাইয়া এই দর্শন পান।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 ব্যাবিলনের বিরুদ্ধে এক ভবিষ্যদ্‌বাণী, যা আমোষের পুত্র যিশাইয় এক দর্শনের মাধ্যমে জানতে পান:

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 বাবিল বিষয়ক ভাববাণী; আমোসের পুত্র যিশাইয় এই দর্শন পান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 আমোসের পুত্র যিশাইয় ঈশ্বরের কাছ থেকে বাবিল বিষয়ক এই দুঃখজনক বার্তা পান।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 ব্যাবিলনের বিষয়ে ভাববাণী, যা আমোসের ছেলে যিশাইয় পেয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 13:1
34 ক্রস রেফারেন্স  

ব্যাবিলন নগর ও তার অধিবাসীদের সম্বন্ধে, প্রভু পরমেশ্বরের এই বার্তা এল আমার কাছে,


যিহুদীয়াতে উৎসিয়, যোথম, আহস এবং হিষ্কিয়ের রাজত্বকালে আমোসের পুত্র যিশাইয়ের কাছে ঈশ্বর জেরুশালেম ও যিহুদীয়া সম্বন্ধে দিব্যদর্শনের মাধ্যমে বার্তা প্রেরণ করেছিলেন।


‘বিভাজিত’—এর অর্থ, মিডিয়া নিবাসী ও পারসিকদের মধ্যে আপনার রাজ্য ভাগ করে দেওয়া হবে।


তাঁর বুকের ভেতরটা কেঁপে উঠল, ভয়ে তাঁর মুখ ছাইয়ের মত সাদা হয়ে গেল, হাত-পা নিয়ন্ত্রণ হারাল, পা দুটি ঠক্‌ঠক্‌ করে কাঁপতে লাগল।


মোয়াব সম্বন্ধে দৈববাণী। এক রাত্রির মধ্যে মোয়াবের কীর এবং আর নগর ধ্বংস হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল মোয়াবের। মোয়াবে নেমে এসেছে মৃত্যুর স্তব্ধতা। দীবোনের লোকেরা দেবতার কাছে কাঁদবার জন্য পীঠস্থানে পাহাড়ে গেছে।


রাজা আহসের মৃত্যুর বৎসরে এই দৈববাণী হয়:


ব্যাবিলন সর্বাপেক্ষা সুন্দর রমণীয় রাজ্য, ব্যাবিলনবাসীর গর্বের ধন। কিন্তু, আমি প্রভু পরমেশ্বর এই ব্যাবিলনকে বিধ্বস্ত করব সদোম ও ঘমোরার মত।


নবী মালাখির মাধ্যমে ইসরায়েলের উদ্দেশে প্রভু পরমেশ্বরের ঘোষিত প্রত্যাদেশ:


হাদ্রাক দেশে, দামাস্‌কাসের উদ্দেশে প্রভু পরমেশ্বরের দৈববাণী হল, কারণ অরামের সমস্ত শহর এবং ইসরায়েলের সর্বগোষ্ঠী প্রভুর অধিকারভুক্ত


দিব্যদর্শনে প্রবক্তা নবী হবক্‌কুকের কাছে প্রভু পরমেশ্বরের এই বাণী প্রকাশিত হয়:


নীনবী নগর সম্পর্কে ভাবোক্তি। এলকোশ নিবাসী নহুমের দিব্যদর্শনের বিবরণ।


তুমি ওদের বল যে, আমি সর্বাধিপতি প্রভু তাদের বলছি, আমার এই বাণী জেরুশালেমের রাজা ও জেরুশালেমের অধিবাসীদের জন্য।


ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বর, যিনি তোমায় উদ্ধার করেন, তিনি বলেন, তোমাকে উদ্ধার করার জন্য ব্যাবিলনের বিরুদ্ধে আমি প্রেরণ করব আমার সৈন্যদল, ভেঙ্গে ফেলব নগর-তোরণদ্বার নগরবাসীর আনন্দধ্বনি পরিণত হবে ক্রন্দন ধ্বনিতে।


তখন শক্ত করে পোঁতা সেই পেরেকের গোড়া আলগা হয়ে আসবে এবং পড়ে যাবে। তার উপরে ভার দিয়ে এতদিন যা কিছু ঝুলছিল, সেদিন সব শেষ হয়ে যাবে। প্রভু পরমেশ্বর এই কথা বলেছেন।


দর্শন উপত্যকা সম্বন্ধে দৈববাণী হলঃ এ সব কি হচ্ছে? নগরীর লোকেরা বাড়ির ছাদের উপরে গিয়ে উৎসব করছে?


আরব সম্বন্ধে একটি দৈববাণী হলঃ হে দদানবাসী, উষর আরবভূমিতে যত পথিকদল কাফেলা নিয়ে যাবার পথে বিশ্রামের জন্য তাঁবু ফেলবে, তাদের তৃষ্ণার জল দান করো।


মিশর সম্বন্ধে দৈববাণী। মেঘরথে চড়ে দ্রুতগতিতে প্রভু পরমেশ্বর মিশরে আসছেন। মিশরের অলীক প্রতিমারা থরথর করে কাঁপছে তাঁর সামনে। মিশরীরা সাহস হারিয়েছে।


প্রভু পরমেশ্বর বলেছেন, দামাস্কাস আর নগর থাকবে না, এ হবে একটি ধ্বংসস্তূপ মাত্র।


ইসরায়েল সম্পর্কে প্রভু পরমেশ্বরের ভবিষ্যদ্বাণী। প্রভু পরমেশ্বর যিনি আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং মানুষের অন্তরে আত্মা সৃষ্টি করেছেন, তিনিই বলেনঃ


যোশিয়ের পুত্র যিকনিয় ও তাঁর ভাইয়েরা, ব্যাবিলনে নির্বাসনের সময়ে জাত;


তাঁর পরে দ্বিতীয় এক স্বর্গদূত এসে ঘোষণা করলেনঃ “পতন হল, পতন হল মহীয়সী ব্যাবিলনের! যে সর্বজাতিকে পান করিয়েছে তার অসুচি কামনার তীব্র মদিরা।”


যেহু তাঁর অস্ত্রবাহক বিদকারকে বললেন, যাও, তুমি ওর মৃতদেহ তুলে নিয়ে নাবোতের জমিতে ফেলে দিয়ে এস। মনে আছে, তুমি আর আমি যেদিন ঘোড়ায় চড়ে ওর পিতা আহাবের পিছন পিছন যাচ্ছিলাম তখন প্রভু পরমেশ্বর আহাবের বিরুদ্ধে বলেছিলেন,


এর তিন বছর আগে প্রভু পরমেশ্বর আমোসের পুত্র যিশাইয়কে চটি ও তাঁর পরণের চটের কাপড় খুলে ফেলতে বলেছিলেন। যিশাইয় তাঁর আদেশ পালন করেছিলেন। তিনি নগ্ন পদে বিবস্ত্র অবস্থায় থাকতেন।


ব্যাবিলনের রাজা নেবুকাডনেজার যিহোয়াকিমের পুত্র যিহুদীয়ার রাজা যিহোয়াখিনকে যিহুদীয়ার নেতৃবৃন্দ, নিপুণ শিল্পী ও দক্ষ শ্রমিকসহ বন্দী করে জেরুশালেম থেকে ব্যাবিলনে নিয়ে যাবার পর একদিন প্রভু পরমেশ্বর আমাকে একটি দর্শন দিলেন। তিনি দেখালেন, মন্দিরের সামনে দুই ঝুড়ি ডুমুর রাখা আছে।


আমার ও তোমাদের জন্মের বহুকাল আগে যে নবীরা ভবিষ্যদ্বাণী করতেন, তাঁরা ভবিষ্যদ্বাণী করে গেছেন যে, যুদ্ধ,দুর্ভিক্ষ ও মহামারী বহু জাতি ও শক্তিশালী রাজ্যকে গ্রাস করবে।


তোমরা বলেছ, তোমাদের অপমান করা হয়েছে, লজ্জায় ফেলা হয়েছে, তোমরা দারুণ অসহায় বোধ করছ কারণ বিদেশীরা মন্দিরের পবিত্র স্থানগুলি দখল করেছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন