Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 12:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 সেইদিন প্রজাবৃন্দ গাইবে: কৃতজ্ঞতা নিবেদন কর প্রভুর চরণে! সাহায্য চাও তাঁর, ডাক তাঁকে! ঘোষণা কর জাতিবৃন্দের কাছে তাঁর মহান কীর্তির কথা! জানাও তাদের—কত মহান তিনি!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 আর সেদিন তোমরা বলবে, মাবুদের প্রশংসা-গজল কর, তাঁর নামে ডাক, জাতিদের মধ্যে তাঁর সমস্ত কাজের কথা জানাও, তাঁর নাম উন্নত, এই বলে ঘোষণা কর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 সেদিন তোমরা বলবে: “সদাপ্রভুকে ধন্যবাদ দাও, তাঁর নামে ডাকো; তাঁর কৃত সমস্ত কর্ম জাতিসমূহকে জানাও, তাঁর নাম উচ্চ বলে ঘোষণা করো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 আর সেই দিন তোমরা বলিবে, সদাপ্রভুর স্তব কর, তাঁহার নামে ডাক, জাতিগণের মধ্যে তাঁহার ক্রিয়া সকল জ্ঞাত কর, তাঁহার নাম উন্নত, এই বলিয়া কীর্ত্তন কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 তারপর তুমি বলবে, “প্রভুর প্রশংসা কর! তাঁর নাম উপাসনা কর! সমস্ত দেশে তাঁর কর্মের কথা বিদিত করে দাও। ঘোষণা কর যে তাঁর নাম মহান!”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 সেই দিন তোমরা বলবে, “সদাপ্রভুকে ধন্যবাদ দাও এবং তাঁর নাম ডাক; জাতিদের মধ্যে তাঁর কাজ সব বল, ঘোষণা কর যে তাঁর নাম উন্নত।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 12:4
42 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বরের গৌরব গান গাও, জপ কর তাঁর মহানাম, জাতিবৃন্দের কাছে ঘোষণা কর তাঁর মহান কীর্তির কথা।


তুমি মহান, তুমি সর্বশক্তিমান, সকল গৌরব ও রাজকীয় মর্যাদায় তুমি বিভূষিত। স্বর্গ ও পৃথিবীর সব কিছুই তোমার, তুমি রাজরাজেশ্বর, সর্বাধিপতি তুমি।


হে প্রভু পরমেশ্বর, তুমি আমার ঈশ্বর, আমি তোমায় নিবেদন করব শ্রদ্ধা ও সম্মান, আমি গাইব তোমার স্তবগান। তুমি কত আশ্চর্য কর্ম করেছ সাধন, বহুকাল আগে রচিত পরিকল্পনা তোমার একান্ত নিষ্ঠায় করেছ সম্পাদন।


তোমার নামের মাহাত্ম্য আমি তাদের জ্ঞাত করেছি এবং জ্ঞাত করে যাব যেন আমার প্রতি তোমার যে প্রেম, সেই প্রেম সঞ্চারিত হয় তাদেরও অন্তরে, আর আমিও বিরাজ করি তাদের মাঝে।


জাতিবৃন্দের কাছে এ কথা পৌঁছে দাও! দাও সঙ্কেত, ঘোষণা কর সংবাদ! গোপন রেখো না এ কথা–— পতন হয়েছে ব্যাবিলনের! তার দেবতা মরোদক ভূলুণ্ঠিত, ব্যাবিলনের সমস্ত প্রতিমা আনতশির, ঘৃণ্য অলীক মূর্তি হয়েছে চূর্ণ।


ঊর্ধ্বে আকাশে দেখাও তোমার পরাক্রম, দেখাও মহিমা তোমার হে ঈশ্বর, সমগ্রর পৃথিবীতে ব্যাপ্ত হোক তোমার গৌরব!


ধন্য সনাতন প্রভু পরমেশ্বর, গিরি আশ্রয় আমার। মহামহিম আমার পরিত্রাতা।


যেশূয়, কদমীয়েল, বানি, হশব্‌নিয়, শেরেবিয়, হোদিয়, শবনিয় ও পথাহিয় নামে লেবীয়রা বললেন, ওঠ, তোমাদের প্রভু পরমেশ্বরের স্তব কর, অনন্তকাল তাঁর বন্দনা কর।


প্রভু পরমেশ্বর বললেন, আমার পূর্ণ ঐশ্বর্যের মহিমা তোমাকে প্রদর্শন করব এবং আমিই যে প্রভু পরমেশ্বর— তোমার কাছে তার পরিচয় দেব। আমার যাকে ইচ্ছা তাকে অনুগ্রহ করব, যাকে ইচ্ছা তাকে করব স্নেহ।


প্রভুই আমার সহায় ও শক্তি, তিনিই মুক্তিদাতা আমার, তিনিই আমার ঈশ্বর, আমি গাইব তাঁর জয়গান, আমার পিতৃপুরুষের আরাধ্য ঈশ্বর তিনি, আমি করব তাঁর গুণকীর্তন।


এবং জানবে, একমাত্র আমিই তাদের দণ্ডদানে সক্ষম। কিন্তু তাদের মধ্যে কিছু লোককে আমি নিষ্কৃতি দেব এবং প্রেরণ করব তাদের নানা জাতি ও দূরতম দেশের মানুষের কাছে, যারা কোনদিন শোনে নি আমার যশের কথা, প্রত্যক্ষ করে নি আমার প্রতাপ ও মহিমা। আমি তাদের পাঠাব স্পেন, লিবিয়া ও ইথিওপিয়াতে তাদের নিপুণ ধনুর্ধরদের কাছে পাঠাব তাদের তুবল ও গ্রীস দেশে। এই সমস্ত দেশের জাতিবর্গের কাছে তারা ঘোষণা করবে আমার মহিমার কথা।


প্রভু পরমেশ্বর কত মহান! সর্ববস্তুর উপরে তাঁর অধিকার। জেরুশালেমকে তিনি ন্যায়বিচার ও ধার্মিকতায় পূর্ণ করবেন


পূর্বদেশবাসী তাঁর মহিমা কীর্তন করবে। সমুদ্রের উপকুলবাসী ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের স্তবগান করবে।


সেইদিন প্রজাবৃন্দ গাইবে: আমি তব স্ততিগান গাই, হে প্রভু পরমেশ্বর! আমার প্রতি তুমি ক্রুদ্ধ হলেও আজ আর সেই ক্রোধ নাই, দুর্দশা থেকে মুক্ত করে তুমি সান্ত্বনা দিয়েছ আমায়।


মানুষের দর্প চূর্ণ হবে, তার ঔদ্ধত্য ভেঙ্গে গুঁড়িয়ে যাবে। সমস্ত অলীক প্রতিমা অদৃশ্য হয়ে যাবে এবং একমাত্র প্রভু পরমেশ্বর সেইদিন গৌরব ও মহিমায় ভূষিত হবেন।


এমন একটি দিন আসছে, যেদিন মানুষের দর্পচূর্ণ হবে, অবসান ঘটবে ঔদ্ধত্যের। উদ্ধত মানুষ হবে অবনমিত। তকন একমাত্র প্রভু পরমেশ্বরই হবেন মহিমান্বিত।


প্রভু পরমেশ্বর আমাদের আরাধ্য ঈশ্বর তাঁর তুল্য কে আছে আর? তিনি ঊর্ধ্বলোকে সমাসীন,


কৃতজ্ঞতার অর্ঘ্য উৎসর্গ করুক তারা আনন্দগানে বর্ণনা করুক তাঁর কীর্তি।


কেননা হে প্রভু পরমেশ্বর এ পৃথিবীতে তুমিই সবার উপরে তুমিই মহীয়ান সকল দেবতার চেয়ে।


প্রচার কর জাতিবৃন্দের কাছে তাঁর মহিমা, প্রচার কর মানব সমাজে তাঁর মহান কীর্তির কথা।


ঈশ্বরের সান্নিধ্যে থাকাই আমার পক্ষে মঙ্গলজনক, তাই সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের শরণ নিয়েছি আমি, যেন গাইতে পারি তাঁরই কীর্তিগাথা।


প্রভু পরমেশ্বর বলেনঃ ক্ষান্ত হও, জেন আমিই ঈশ্বর, জাতিগণের মধ্যে আমিই সমুন্নত এ পৃথিবীতে একমাত্র আমিই গৌরবান্বিত।


হে প্রভু পরমেশ্বর, ঈশ্বর আমার, তুমি আমাদের জন্য করেছ অনেক মহৎ কাজ, আমাদের মঙ্গলের জন্য বহুবিধ তোমার পরিকল্পনা, কেউ নেই সমকক্ষ তোমার। অজস্র তোমার সেই কল্যাণের কথা, শত বর্ণনায়ও তার নেই কোন শেষ।


প্রভু পরমেশ্বরের মহিমা কীর্তন কর আমার সঙ্গে, সবে মিলে এস করি তাঁর নাম গান।


আগামী যুগের মানুষের কাছে তারা করবে ঘোষণা তাঁর সাধিত পরিত্রাণের বাণী বলবে: সকলই প্রভু পরমেশ্বরের মহান কীর্তি।


হে প্রভু পরমেশ্বর, আপন পরাক্রমে তুমি হও সমুন্নত, গাইব আমরা তোমার বিক্রমের জয়গান।


সিয়োনে অধিষ্ঠিত প্রভু পরমেশ্বরের স্তুতি গান কর তোমরা। সকল জাতির কাছে কর ঘোষণা তাঁর সুমহান কীর্তিকাহিনী।


কৃতজ্ঞতা নিবেদন কর প্রভু পরমেশ্বরের কাছে,জপ কর তাঁর মহানাম, প্রচার কর মানুষের কাছে তাঁর মহান কীর্তির কথা।


তোমরা সকলেই কর প্রভুর নামের প্রশস্তি, কেননা একমাত্র তাঁরই নাম মহিমান্বিত, স্বর্গ ও মর্ত্যের ঊর্ধ্বে প্রতিষ্ঠিত তাঁরই গৌরব।


তোমারই ইচ্ছা পালন করি আমরা, তোমাতেই সকল প্রত্যাশা আমাদের, তুমিই চিরআকাঙ্ক্ষিত প্রভু পরমেশ্বর।


হে সুদূরের দেশবাসীগণ গাও প্রভু পরমেশ্বরের গৌরব ও গুণগান!


চলে যাও তোমরা ব্যাবিলন থেকে তোমরা মুক্ত, স্বাধীন! মহোল্লাসে উচ্চকন্ঠে জানাও এ সংবাদ, কর সর্বত্র ঘোষণা—প্রভু পরমেশ্বর তাঁর দাস ইসরায়েলকে করেছেন উদ্ধার!


উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত সর্বজাতির মাঝে আমি পূজিত এবং সর্বস্থানে আমার নামে নিবেদিত হয় সুগন্ধি ধূপ ও শুচিশুদ্ধ নৈবেদ্য, কারণ সর্বজাতি আমাকে সম্ভ্রম করে।


নিজ পবিত্র মন্দিরে অধিষ্ঠিত ঈশ্বর পিতৃহীনের পিতা তিনি বিধবার সহায়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন