Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 10:30 - পবিএ বাইবেল CL Bible (BSI)

30 হে গল্লীমবাসী, চীৎকার কর! কান পেতে শোন হে লয়ীশার অধিবাসী! উত্তর দাও হে অনাথোৎনিবাসী!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 অয়ি গল্লীম-কন্যে! তুমি তোমার স্বরে উচ্চশব্দ কর। লয়িশা, কান দাও। হায়! দুঃখিনী অনাথোৎ!

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 গল্লীমের কন্যারা, তোমরা ক্রন্দন করো! ও লয়িশার লোকেরা, তোমরা শ্রবণ করো! হায়! দুঃখী অনাথোৎ!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 অয়ি গল্লীম-কন্যে! তুমি আপন স্বরে উচ্চশব্দ কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 ওহে বাথগল্লীম তুমি চিৎকার কর! লয়িশা শোন। অনাথোৎ‌ উত্তর দাও।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

30 হে গল্লীমের মেয়েরা, জোরে চিৎকার কর! হে লয়িশা মনোযোগ দাও! তোমার দুঃখী অনাথোৎ!

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 10:30
9 ক্রস রেফারেন্স  

এদিকে শৌল তাঁর কন্যা দাউদের স্ত্রী মিখলকে পল্‌টির সঙ্গে বিবাহ দিলেন। সে ছিল গল্লিম নিবাসী লায়িশের পুত্র।


বিন্যামীনের এলাকাভুক্ত আনাথোথ শহরের অধিবাসীদের অন্যতম একজন পুরোহিত হিল্কিয়ের পুত্র যিরমিয় যে কথা বলে গেছেন, এই পুস্তকটি তারই বিবরণ।


প্রভু পরমেশ্বর আমাকে এই কথা বলার পরই হনামেল রাজপ্রাসাদের রক্ষীদের সেই প্রাঙ্গণে আমার কাছে এল এবং আমাকে তার ক্ষেত্রটি ক্রয় করতে অনুরোধ করল। বুঝলাম, প্রকৃতই প্রভু পরমেশ্বর আমার সঙ্গে কথা বলেছেন।


তারপর রাজা শলোমন পুরোহিত অবিয়াথারকে বললেন, তুমি আনাথোথে নিজের দেশের বাড়িতে চলে যাও। তুমি মৃত্যুদণ্ডের যোগ্য হলেও আমি তোমাকে এখনই প্রাণে মারব না। কারণ আমার পিতা দাউদের আমলে তুমি চুক্তিসিন্দুকের সমস্ত ভার ও দায় দায়িত্ব বহন করেছিলে এবং তাঁর সমস্ত দুঃখের দুর্দিনে তাঁর সাথী হয়ে দুঃখ দুর্দশার সহভাগী হয়েছিলে।


যাকোবের পুত্র দান, যিনি ছিলেন তাদের আদিপুরুষ তার নামেই তারা নগরটির নাম রাখল দান। আগে এই নগরটির নাম ছিল লায়িশ।


তখন তারা পাঁচজনে রওনা হয়ে গেল। গিয়ে পৌঁছাল লায়িশে। তারা দেখল, সেখানকার অধিবাসীরা সীদোনীদের মতই নিরুদ্বেগ আরামে জীবনযাপন করছে। তারা সরল ও শান্তশিষ্ট। কারও সাথে তাদের ঝগড়া-বিবাদ নেই। কোন অভাব নেই তাদের। একদিকে সীদোনীদের কাছ থেকে অনেক দূরে রয়েছে তারা আবার অন্যদিকে অরামীদের সঙ্গেও তাদের কোন যোগাযোগ নেই।


মদমেনা ও গেবিমের লোকেরা প্রাণ নিয়ে পালাচ্ছে।


অনাথোত, নোব, অননিয়া,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন