Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 10:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 যাদের জীবনযাত্রা এখন স্বচ্ছন্দ সাবলীল ,তাদের উপরে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর রোগ পাঠিয়ে শাস্তি দেবেন। তাদের দেহের মধ্যে শুরু হবে প্রচণ্ড দাহ, সারা শরীরজ্বলে যাবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 অতএব প্রভু, বাহিনীগণের মাবুদ, তার স্থূলকায় লোকদের মধ্যে কৃশতা প্রেরণ করবেন ও তার প্রতাপের নিচে জলন্ত শিখার মত আগুন জ্বলবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 সেই কারণে, প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু, তাঁর বলবান যোদ্ধাদের মধ্যে একটি ক্ষয়ে যাওয়া রোগ পাঠিয়ে দেবেন; তার সমারোহের মধ্যে একটি আগুন, একটি প্রজ্বলিত আগুনের শিখা জ্বালিয়ে দেওয়া হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 অতএব প্রভু, বাহিনীগণের সদাপ্রভু, তাহার স্থূলকায় লোকদের মধ্যে কৃশতা প্রেরণ করিবেন, ও তাহার প্রতাপের নীচে অগ্নিদাহের ন্যায় দাহ হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 অশূর নিজেকে মহান মনে করে। তাই তার দম্ভকে খর্ব করার জন্য প্রভু সর্বশক্তিমান অশূরের বিরুদ্ধে ভয়ানক রোগ পাঠাবেন। একজন অসুস্থ যেমন করে তার ওজন হারায় ঠিক সেই ভাবে অশূরও তার ক্ষমতা ও প্রতিপত্তি হারাবেন। তখন অশূরের মহত্ব ধ্বংস হবে। যতক্ষণ না সবকিছু বিনষ্ট হয় ততক্ষণ এটা একটা জ্বলন্ত অঙ্গারের মতো থাকবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 অতএব প্রভু বাহিনীদের সদাপ্রভু, তার অভিজাত যোদ্ধাদের মধ্যে দুর্বলতা পাঠাবেন ও তার মহিমার নীচে জ্বলন্ত আগুনের শিখার মত জ্বালানো হবে।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 10:16
25 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বর একজন স্বর্গদূত পাঠালেন। তিনি আসিরিয়ার সৈন্যদের ও সেনাপতিদের বধ করলেন। ফলে আসিরিয়ার সম্রাট হতমান হয়ে আসিরিয়ায় ফিরে গেলেন। একদিন যখন তিনি তাঁর আরাধ্য দেবতার মন্দিরে ছিলেন, সেই সময় তাঁর পুত্রদের মধ্যে একজন তাঁকে হত্যা করে।


আর সেই মুহূর্তে প্রভুর এক দূত হেরোদের উপর আঘাত হানলেন কারণ হেরোদ ঈশ্বরের প্রাপ্য গৌরব আত্মসাৎ করেছিলেন। এর ফলে তাঁর সর্বাঙ্গ পোকায় ছেয়ে গেল। কীটদষ্ট হয়ে তিনি মারা গেলেন।


তাদের ঈপ্সিত বস্তু দিলেন তিনি, সেই সঙ্গে দিলেন তাদের মারাত্মক ব্যাধি।


প্রভু পরমেশ্বরের এক দূত আসিরীয়দের শিবিরে গিয়ে 185,000 সৈন্যকে হত্যা করলেন। পরের দিন ভোরবেলায় দেখা গেল, তারা সকলে মরে পড়ে আছে!


আমার বিরুদ্ধে তোমার দুরন্ত ক্রোধ আর উদ্ধত অহঙ্কারের কথা শুনেছি আমি। তাই এবার তোমায় আমি করব বশীভূত, সংযত করব তোমায়। যে পথ দিয়ে এসেছ তুমি সেই পথে আমি ফিরাব তোমায়।


প্রভু পরমেশ্বর বলেছেন, এমন একদিন আসছে, যেদিন ইসরায়েলের গৌরব মাহাত্ম্যের অবসান হবে, দারিদ্র্য তার ধন-ঐশ্বর্যের স্থান অধিকার করবে।


ঠিক যে ভাবে, মারাত্মক রোগ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, সেইভাবে প্রচুর সম্পদে পূর্ণ অরণ্য এবং খামার ও কৃষিক্ষেত্র সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।


আক্রমণকারী প্রত্যেকটি সৈনিকের জুতো এবং রক্তমাখা পোষাক-পরিচ্ছদ পুড়িয়ে দেওয়া হবে আগুনে।


বিধ্বস্ত নগর-জনপদে মেষশাবকেরা চরে বেড়াবে, ছাগ শিশু পাবে চরাণীর স্থান।


তাই, আমি, প্রভু পরমেশ্বর যিহুদীয়াকে আক্রমণ করার জন্য আসিরিয়ার সম্রাট ও সৈন্যবাহিনীকে নিয়ে আসব। তারা ইউফ্রেটিস নদীর বন্যার মত দুকুল ভাসিয়ে এগিয়ে আসবে।


ঈশ্বরের ক্রোধ প্রজ্বলিত হল তাদের বিরুদ্ধে, তাদের মধ্যে যারা বলবান তাদের সংহার করলেন তিনি, ইসরায়েলের সেরা লোকদের করলেন নিপাতিত।


তাদের সম্রাট পালিয়ে যাবে দারুণ আতঙ্কে, এবং তাদের সেনাপতিরা ভয়ে পতাকা ফেলে পালাবে। যে প্রভু পরমেশ্বর জেরুশালেমে পূজিত হন, হোমের জন্য যাঁর অগ্নি সেখানে প্রজ্বলিত হয়—একথা তাঁরই।


কিন্তু তোমার কৃতকর্মের জন্য আমি তোমাকে শাস্তি দেব। আমি তোমার অরণ্যে আগুন লাগিয়ে দেব, যে আগুন তার চারপাশের সব কিছু গ্রাস করবে। আমি, প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।


যারা হারিয়ে গেছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তাদের আবার ফিরিয়ে আনব, যারা আহত তাদের ক্ষত বেঁধে দেব, যারা অসুস্থ তাদের নিরাময় করে তুলব। কিন্তু যারা হৃষ্টপুষ্ট ও বলবান, তাদের আমি ধ্বংস করব কারণ আমি ন্যায়বান মেষপালক।


কিন্তু প্রভু ইসরায়েলকে বলছেনঃ আসিরীয়েরা শক্তিশালী ও সংখ্যায় বিপুল হলেও উচ্ছিন্ন হবে, একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে।হে ইসরায়েল, আমি তোমাদের অনেক যন্ত্রণা দিয়েছি, আর যন্ত্রণা দেব না।


উত্তরদেশও আমার কোপ থেকে নিস্তার পাবে না, আসিরিয়াকে আমি ধ্বংস করব! নীনবীকে বিধ্বস্ত করে পরিণত করব রুক্ষ মরুভূমিতে।


তুমি ভেঙ্গে দিয়েছ তাদের গুরুভার যোঁয়ালি, ভেঙ্গেছ পীড়নের যষ্টি। যে জাতি তোমার প্রজাদের উপরে অত্যাচার ও নিপীড়ন করত তুমি পরাজিত করেছ তাদের, বহুকাল আগে যেমন করে তুমি পরাজিত করেছিলে মিদীয়নী সেনাদের।


তোমার শত্রুপক্ষ জানে না যে তুমি তাদের দণ্ড দান করবে হে প্রভু পরমেশ্বর, তাদের তুমি লজ্জায় ফেল, জর্জরিত হোক তারা নিদারুণ যন্ত্রণায়। তাদের জন্য তোমার নিরূপিত দণ্ড ভোগ করুক তারা। তুমি দেখিয়ে দাও তাদের, তোমার প্রজাদের কত ভালবাস তুমি।


হে মোয়াববাসী, কেন তোমরা নিজেদের বীর বলে দাবী কর? যুদ্ধেই তো পরীক্ষা হয় সাহসী সৈনিকের।


তখন সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের এই নির্দেশ আমি পেলাম:


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন