Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 10:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 অলীক প্রতিমার পূজারী রাজ্যগুলিকে আমি শাস্তিদানের উদ্যত। তাদের প্রতিমার সংখ্যা জেরুশালেম ও শমরিয়ার প্রতিমার চেয়েও সংখ্যায় অনেক বেশি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 সেসব মূর্তির রাজ্য আমার হস্তগত হয়েছে, সেগুলোর খোদাই-করা মূর্তি জেরুশালেম ও সামেরিয়ার মূর্তিগুলো অপেক্ষা উত্তম;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 আমার হাত যেমন প্রতিমায় পূর্ণ রাজ্যগুলিকে অবরুদ্ধ করেছে, সেইসব রাজ্য, যাদের মূর্তিগুলি জেরুশালেম ও শমরিয়াকেও ছাড়িয়ে গেছে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 সে সকল প্রতিমার রাজ্য আমার হস্তগত হইয়াছে, সে গুলির ক্ষোদিত মূর্ত্তি যিরূশালেমের ও শমরিয়ার মূর্ত্তি সকল অপেক্ষা উত্তম;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 আমি ঐ দুষ্ট রাজ্যগুলিকে পরাজিত করেছি এবং এখন আমি ওগুলি নিয়ন্ত্রণ করছি। এইসব দেশের লোকরা যেসব মূর্ত্তির পূজো করে তা জেরুশালেম ও শমরিয়ার থেকে বেশী।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 সে সব প্রতিমার রাজ্য আমার হাতে পড়েছে; সেগুলির খোদাই করা মুর্ত্তিগুলো যিরূশালেম ও শমরিয়ার মূর্তিগুলোর চেয়ে অনেক বড়।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 10:10
8 ক্রস রেফারেন্স  

এই পৃথিবীর জাতিবৃন্দ ছিল একটি পাখির বাসার মত। আমি অতি সহজেই তাদের সমস্ত ধন-সম্পদ আহরণ করলাম, যেমন লোকে সহজে পাখির বাসা থেকে ডিম সংগ্রহ করে। একটি ডানাও আমাকে ঝাপ্টা দিল না, একটি চঞ্চুও আমাকে ঠোকরাতে এল না।


মানুষের হাতে গড়া অন্যান্য জাতির দেব প্রতিমাগুলি সম্পর্কে যে ভাবে তারা বলেছিল, ঠিক সেইভাবে জেরুশালেমের ঈশ্বর সম্বন্ধেও নানা কথা বলল।


রাজার হাতেই বন্দী হবে রাজার শত্রুদল, বিরোধীদের খুঁজে বের করবে তাঁর শক্তিমান হাত।


পুড়িয়ে দিয়েছে তাদের আরাধ্য দেবপ্রতিমা। সেগুলি আদৌ দেবতা নয়, পাথর আর কাঠ থেকে খোদাই করা মানুষের হাতের তৈরী প্রতিমা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন