Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 10:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 সমূহ সর্বনাশ তোমাদের! তোমরা অন্যায়ভাবে আইন প্রণয়ন করে আমার প্রজাদের পীড়ন কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 ধিক্‌ সেই লোকদেরকে, যারা অধর্মের ব্যবস্থা স্থাপন করে, যারা উপদ্রবের বিধি জারি করে;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 ধিক্ তাদের, যারা অন্যায় সব বিধান তৈরি করে, যারা অত্যাচার করার জন্য রায় ঘোষণা করে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 ধিক্‌ সেই ব্যবস্থাপকদিগকে, যাহারা অধর্ম্মের ব্যবস্থা স্থাপন করে, ও সেই লেখকদিগকে, যাহারা উপদ্রব লিখে;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 বাজে, অসৎ‌ বিধি প্রনয়ণকারীদের দেখ। এই বিধি প্রনয়ণকারীরা এমন সব বিধি রচনা করে যা সাধারণ মানুষের জীবনকে দুর্বিসহ করে তোলে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 ধিক সেই নিয়মকারীদেরকে, যারা অধর্ম্মের ব্যবস্থা স্থাপন করে ও যারা অবৈধ বিচার জারি করে।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 10:1
39 ক্রস রেফারেন্স  

ধিক তোমাদের, শাস্ত্রগুরুরা! জ্ঞান রাজ্যের চাবি তোমরা কেড়ে নিয়েছ। তোমরা নিজেরা সেখানে প্রবেশ করনি আর যারা প্রবেশ করতে চেয়েছিল, তাদেরও বাধা দিয়েছ।


ভণ্ড শাস্ত্রী ও ফরিশীর দল! ধিক তোমাদের! তোমরা পুদিনা, মৌরা এবং জিরারও দশমাংশ দান করে থাক, কিন্তু বিধানের যে গুরুত্বপূর্ণ নির্দেশ-ন্যায়পরায়ণতা, দয়া ও সততা, এগুলিকে তোমরা উপেক্ষা করেছ। তোমাদের উচিত ছিল ঐগুলির সঙ্গে এই নির্দেশগুলিও পালন করা।


পুরোহিত প্রধানেরা এবং তাদের কর্মচারীরা যীশুকে দেখে চীৎকার করে বলতে লাগল, ওকে ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও। পীলাত তাদের বললেন, তাহলে তোমরা নিজেরাই একে নিয়ে গিয়ে ক্রুশে দাও, আমি এর কোন অপরাধ পেলাম না।


তার বাবা-মা ইহুদী নেতৃবৃন্দের ভয়ে এভাবে উত্তর দিল, কারণ ইহুদী নেতারা ঠিক করেছিলেন যে যদি কেউ যীশুকে খ্রীষ্ট বলে স্বীকার করে তাহলে তাকে সমাজচ্যুত করা হবে।


কিন্তু বিজিত জাতি তাকে বিদ্রূপ করে বলবে: ধিক্‌ সে, যে পরের ধন ছিনিয়ে নিয়ে ধনী হয়, ঋণীকে শোষণ করে হয় সমৃদ্ধ। কিন্তু মনে রেখো, আর বেশিদিন নয়, তার সর্বনাশ অনিবার্য।


তোমাদের সর্বনাশ অনিবার্য! তোমাদের বাড়ি, চাষের ক্ষেত থাকা সত্ত্বেও বাড়ির পর বাড়ি, ক্ষেতের পর ক্ষেত কিনেই চলেছ। কিন্তু অচিরেই এখানে বাস করার জন্য অন্য কারো স্থান থাকবে না। একমাত্র তোমারাই সারা দেশে একাকী বাস করবে।


ধিক তাদের! কয়িনের মত তারাও বিপথে গেছে। টাকার লোভে বিলিয়ম যে দোষ করেছিল, তারাও একই ভুল করছে। তারা কোরহের মত বিদ্রোহ করে ধ্বংস হযেছে।


শাস্ত্রে যেমন লেখা আছে মানবপুত্র সেইভাবেই বিদায় নিচ্ছেন। কিন্তু মানবপুত্রকে যে শত্রুহস্তে সমর্পণ করবে ধিক্ তাকে। সে যদি না জন্মাত তাহলে তার পক্ষে ভাল হত।


ভণ্ড শাস্ত্রী ও ফরিশীর দল! ধিক তোমাদের! তোমরা নবীদের জন্য সমাধি রচনা কর ও সাধুদের স্মৃতিস্তম্ভকে সাজাও।


ভণ্ড শাস্ত্রী ও ফরিশীর দল! তোমরা চুণকাম করা কবরের মত। বাইরের দিকটা দেখতে সুন্দর, কিন্তু ভেতরটা মড়ার হাড় ও সব রকম আর্বজনায় পূর্ণ হয়ে আছে।


তোমার সর্বনাশ অনিবার্য! অন্যায়ের উপর তুমি স্থাপন করেছ নগরীর ভিত্তি, হত্যার রক্তে প্রতিষ্ঠা করেছ নগর জনপদ।


তোমার সর্বনাশ অনিবার্য! লুণ্ঠিত দ্রব্যে তুমি আপন পরিজনকে করেছ সমৃদ্ধ, সুরক্ষিত করেছ তোমার গৃহ, নিরাপদ হয়েছে তোমার পরিবার।


কারণ তোমরা অনুসরণ করে চলেছ রাজা অম্রির অনুশাসন এবং তার পুত্র রাজা আহাবের প্রবর্তিত রীতি-নীতি, তাদের পথেই চলেছ তোমরা, গ্রহণ করেছ তাদের মতামত। সেইজন্য আমি তোমাদের ধ্বংস করব নিঃশেষে, সকলে তোমাদের ধিক্কার দেবে, সর্বত্র সর্বজাতির বিদ্রূপের পাত্র হবে তোমরা।


হায় কোরাসিন! হায় বেৎসৈদা! ধিক তোমাদের! তোমাদের মধ্যে যে সমস্ত অলৌকিক কার্য সাধিত হয়েছে, সে সব যদি টায়ার ও সীদোন অঞ্চলে সাধিত হত তাহলে সেখানকার লোকজন অনেক আগেই হৃদয়ের পরিবর্তন করে চট পরিধান করত ও দেহে ভস্ম মাখত।


তার সর্বনাশ অনিবার্য, যে কাষ্ঠখণ্ডকে সম্বোধন করে বলে, ‘তুমি জাগ্রত হও’, মূক পাষাণ মূর্তিকে বলে, ‘ওঠ’। এই প্রতিমা কি প্রকাশ করতে পারে পরম জ্ঞান? সোনা-রূপোয় মোড়া হলেও প্রাণবায়ু নেই তার মধ্যে।


তোমার সর্বনাশ অনিবার্য! চূড়ান্ত ঔদ্ধত্যে তুমি চরম অবমাননা করেছ তোমার প্রতিবেশী রাজ্যের মানুষের। তোমার অমানুষিক অত্যাচারে তারা হয়েছে অনাবৃত, বিপর্যস্ত। এবার তোমার পালা।


অন্যায় দিয়ে যে ঘর গড়ে, অবিশ্বস্ততা দিয়ে তার শ্রীবৃদ্ধি করে, যে নিজের দেশবাসীকে বেগার খাটায়, কোন পারিশ্রমিক দেয় না তাদের, ধ্বংস হোক সেইজন।


তোমাদের সর্বনাশ অনিবার্য! পাপের কবল থেকে তোমরা নিজেদের মুক্ত করতে পারলে না।


কিন্তু দুষ্টলোকদের পতন হবে। তারা অন্যের প্রতি যা করেছে, এবার তাদের প্রতিও তাই-ই করা হবে।


না, তোমরা মনে মনে কুকর্মের সঙ্কল্প করছ, হিংসাত্মক কার্যকলাপ তোমরা করে চলেছ দেশে।


তোমাদের সমূহ সর্বনাশ! ভোর বেলা থেকে তোমরা শুরু কর সুরাপান, রাত্রি পর্যন্ত চলে তোমাদের উন্মত্ততা।


সেইখানে দুই জন দুষ্ট লোক সবার সামনে নাবোতের বিরুদ্ধে অভিযোগ এনে বলল যে নাবোত ঈশ্বর ও রাজার নিন্দা করেছে। তখন লোকেরা তাকে নগরের বাইরে নিয়ে গিয়ে পাথর মেরে হত্যা করল।


তিনি ইসরায়েলের প্রাচীনবর্গকে ও নেতাদের বিচারে আনবেন। তাঁর অভিযোগ: তোমরা দ্রাক্ষাক্ষেত্র লুন্ঠন করেছ, দরিদ্রের কাছ থেকে অপহৃত ধনে তোমাদের গৃহ পূর্ণ।


কিন্তু উৎকোচের বিনিময়ে অপরাধীকে ছেড়ে দাও, আর নিরপরাধকে ন্যায়বিচারে বঞ্চিত কর।


যারা অপরের উপর দোষারোপ করে, যারা অপরাধীকে দণ্ডের হাত থেকে বাঁচায়, যারা নির্দোষকে সুবিচার লাভে বঞ্চিত করে, ঈশ্বর তাদের সংহার করবেন।


তোমরা বিচার সভায় মিথ্যা অভিযোগ নিয়ে মামলা করে থাক। সেখানে থাকে না কোন ন্যায়ের ভিত্তি। অসঙ্গত যুক্তির উপর তারা নির্ভর করে, শুধু মিথ্যা কথাই বলে এবং অন্যায়ভাবে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে।


তোমার বিরুদ্ধে বিদ্রোহ করেছি আমরা, প্রত্যাখ্যান করেছি তোমাকে, পরিত্যাগ করেছি তোমার পথ। অপরকে আমরা পীড়ন করেছি, মুখ ফিরিয়েছি তোমার দিক থেকে। আমাদের চিন্তা-ভাবনা মিথ্যায় ভরা, ছলনাপূর্ণ আমাদের মুখের কথা।


বিচার স্থলে তোমরা দরিদ্রের প্রতিও পক্ষপাতিত্ব করবে না।


দরিদ্রের বিবাদ নিষ্পত্তির সময় তোমরা সুবিচার থেকে তাকে বঞ্চিত করবে না।


দীনহীনের ধূলি লুণ্ঠিত মস্তকতারা করে পদদলিত, পথে বসায় গরীব দুঃখীকে পিতা পুত্র একই নারীতে হয় উপগত। এইভাবে তারা অপবিত্র করে আমার নাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন