Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 1:28 - পবিএ বাইবেল CL Bible (BSI)

28 কিন্তু যারা তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করবে, পাপ করবে, তাদের প্রত্যেককে তিনি পিষ্ট করবেন, যারা তাঁকে পরিত্যাগ করবে, তাদের প্রত্যেককে বিনাশ করবেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

28 কিন্তু অধর্মাচারী ও গুনাহ্‌গার সকলের বিনাশ একসঙ্গে ঘটবে ও যারা মাবুদকে ত্যাগ করে, তারা বিনষ্ট হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

28 কিন্তু বিদ্রোহী ও পাপীরা, উভয়েই ভগ্ন হবে, যারা সদাপ্রভুকে পরিত্যাগ করে, তারা বিনষ্ট হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

28 কিন্তু অধর্ম্মাচারী ও পাপী সকলের বিনাশ একসঙ্গে ঘটিবে, ও যাহারা সদাপ্রভুকে ত্যাগ করে, তাহারা বিনষ্ট হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

28 কিন্তু সমস্ত পাপী এবং দুষ্কৃতকারীদের ধ্বংস করা হবে। এরা প্রভুকে মেনে চলে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

28 কিন্তু বিদ্রোহী ও পাপীরা সবাই একসঙ্গে ধ্বংস হবে এবং যারা সদাপ্রভুকে পরিত্যাগ করেছে তারা শেষ হবে।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 1:28
38 ক্রস রেফারেন্স  

ধার্মিকদের পথ প্রভুর রক্ষণাধীন কিন্তু দুর্জনদের পথ ধ্বংসমুখী।


কিন্তু যারা ভীরু, অবিশ্বাসী, কলুষিত, নরঘাতক, ব্যভিচারী, যাদুকর, পৌত্তলিক ও মিথ্যাবাদী তাদের সকলেরই গতি হবে জ্বলন্ত অগ্নিময় গন্ধক হ্রদে। এই সেই দ্বিতীয় মৃত্যু।”


তোমরা অপরাধী। তোমাদের পাপ এমন একটি উঁচু দেওয়ালের মত, যাতে ফাটল ধরে পড়ে যাবার উপক্রম হয়েছে, হঠাৎ মুহূর্তের মধ্যে সব তোমাদের উপরে ধসে পড়বে।


অধার্মিকেরা কি সঙ্কটে পড়ে না? দুর্দশা কি পাপাচারীদের গ্রাস করে না?


বর্তমান আকাশমণ্ডল ও পৃথিবী সেই একই নির্দেশে আগুনে ধ্বংস হওয়ার জন্য সংরক্ষিত হয়েছে। অধার্মিক লোকদের বিচার ও ধ্বংসের দিন পর্যন্ত এই পৃথিবী সংরক্ষিত হবে।


লোকে যখন বলবে, ‘শান্তিতে নিরাপদে আছি’ তখনই নারীর প্রসব-বেদনার মত অকস্মাৎ তাদের উপরে বিপর্যয় নেমে আসবে, নিষ্কৃতির কোন উপায় থাকবে না।


উৎসব শেষে ফিরে যাবার সময় তারা দেখবে তাদের মৃতদেহ, যারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তাদের দেহ কুরে কুরে খাচ্ছে যে কীটগুলি, সেগুলি কখনও মরবে না, যে আগুন দগ্ধ করছে তাদের, সে আগুন নিভবে না কখনও। তাদের বীভৎসরূপ দেখে ঘৃণা জাগবে মানুষের মনে।


কিন্তু তোমরা যারা আমায় পরিত্যাগ করেছ, অবজ্ঞা করেছ আমার পবিত্র পর্বতকে এবং ভাগ্যদেবী ও দেবতার আরাধনায় মগ্ন হয়েছ,


যারা অপরের অনিষ্ট কামনায় আগুন জ্বালে তারা দগ্ধ হবে সেই আগুনেই। প্রভু পরমেশ্বর স্বয়ং ঘটাবেন এই ঘটনা, জর্জরিত হবে তারা দুঃসহ দুর্বিপাকে।


সংশোধনের জন্য তিরস্কার করলেও যে নিজের জিদ ছাড়ে না, অকস্মাৎ একদিন তার পতন হবে আর কখনও সে উঠবে না।


ভ্রান্ত পথে চলে যারা প্রভু পরমেশ্বর তাদের দূর করবেন দুষ্কর্মকারীদের সাথে। ইসরায়েল কুলে বিরাজ করুক শান্তি!


অধর্মাচারীরা নিশ্চিহ্ন হোক পৃথিবীর বুক থেকে, মুছে যাক দুর্জনদের অস্তিত্ব। হে আমার প্রাণ, প্রভু পরমেশ্বরের স্তবগান কর, মহিমাকীর্তন কর তাঁর।


তোমার শত্রুরা হে প্রভু পরমেশ্বর, তোমার শত্রুরা হবে বিনষ্ট, অধর্মাচারীরা হবে বিক্ষিপ্ত।


তোমার সান্নিধ্য থেকে যারা দূরে সরে গেছে, বিনষ্ট হবে তারা, অবিশ্বস্ত যারা তোমার প্রতি, তুমি করবে তাদের সমূলে বিনাশ।


কিন্তু অধর্মাচারীরা ধ্বংস হবে সদলবলে, উচ্ছিন্ন হবে দুর্জনের বংশ।


জাতিবৃন্দকে তুমি করেছ দণ্ডদান, দুর্জনদের করেছ সংহার, তাদের নাম তুমি চিরতরে করেছ অবলুপ্ত।


তুমি মিথ্যাবাদীদের ধ্বংস কর, রক্তলোলুপ ও প্রতারকেরা তোমার ঘৃণাস্পদ।


শলোমনকে তিনি বললেন, পুত্র তোমার প্রতি আমার আদেশ, তুমি তোমার পিতার ঈশ্বরকে স্বীকার কর এবং একনিষ্ঠ হৃদয়ে ও অকুন্ঠ চিত্তে তাঁর সেবা কর। তিনি জানেন আমাদের সমস্ত চিন্তা ও মনোবাসনার কথা। তুমি যদি তাঁর কাছে যাও, তিনি তোমাকে গ্রহণ করবেন, কিন্তু তুমি যদি তাঁর কাছে থেকে দূরে সরে যাও, তাহলে তিনি তোমাকে চিরকালের জন্য পরিত্যাগ করবেন।


কিন্তু যদি তোমরা এর পরেও দুষ্কর্ম করতে থাক তবে তোমরা এবং তোমাদের রাজা সকলেই ধ্বংস হয়ে যাবে।


হে পাপিষ্ঠ জাতি, দুর্নীতিগ্রস্ত ভ্রষ্টাচারী প্রজা, তোমরা উচ্ছন্নে যাও! তোমাদের পাপ তোমাদের টেনে নীচে নামাবে! তোমরা তোমদের প্রভু পরমেশ্বরকে, ইসরায়েলের পবিত্র ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছ এবং তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে আছ।


এই পৃথিবী মাতালের মত টলতে থাকবে, ঝড়ের মুখে দুলবে পর্ণকুটিরের মত। এ জগত পাপের ভারে নুয়ে পড়েছে, এবার ভেঙ্গে পড়বে, আর কোনদিন মাথা তুলতে পারবে না।


সিয়োনের পাপিষ্ঠরা ভয়ে কাঁপছে। তারা বলছে, ঈশ্বরের বিচার সর্বগ্রাসী অনন্ত অগ্নির মত। এই অগ্নির হাত থেকে আমরা কেউ কি রক্ষা পেতে পারি?


প্রভু পরমেশ্বর বলেন, তোমরা কি মনে কর বিতাড়িত করেছি আমি আমার প্রজাদের সেই ব্যক্তির মত, যে স্ত্রীকে ত্যাগপত্র দেয়? যদি তাই হয়, তবে সেই ত্যাগপত্র কোথায়? ভাব কি তোমরা, বিক্রয় করেছি আমি তোমাদের ক্রীতদাসরূপে সেই ব্যক্তির মত যে দাসরূপে বিক্রয় করে আপন সন্তানদের? তাই যদি হয়, তবে বিক্রয় করেছি তোমাদের কার কাছে? শোন, তোমাদেরই পাপের ফলে বন্দী হয়েছিলে তোমরা দাসত্বের শৃঙ্খলে। নির্বাসিত হয়েছিলে তোমরা নিজেদের অপরাধে!


তারা প্রতিদিন আমার আরাধনা করে, আমার পথ জানতে এবং আমার অনুশাসন মেনে চলতে তারা আগ্রহী—এই তাদের দাবী। তারা বলে যে, তারা চায় আমার ন্যায়সঙ্গত অনুশাসন এবং আমার উপাসনাতেই তারা লাভ করে আনন্দ।


প্রভু পরমেশ্বর বলেন, যারা অলীক প্রতিমা পূজার জন্য নিজেদের শুদ্ধ করেছে, যারা উদ্যানে প্রতিষ্ঠিত দেবস্থানে শোভাযাত্রা সহকারে গমন করে এবং শূকর, ইঁদুর ও অন্যান্য নিষিদ্ধ মাংস ভোজন করে তাদের বিনাশ আসন্ন।


হে প্রভু পরমেশ্বর, তুমি ইসরায়েলের আশা, যারা তোমাকে পরিত্যাগ করে, লজ্জিত হবে তারা, ধূলির উপরে লেখা নামের মত মুছে যাবে তারা চিরতরে কারণ তারা পরিত্যাগ করেছে তোমায়, হে প্রভু পরমেশ্বর, জীবন-জলের উৎস যিনি।


যিহুদীয়ার যে অবশিষ্ট লোকেরা মিশরে গিয়ে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছ, তারা সকলে ধ্বংস হয়ে যাবে, ক্ষুদ্র-মহান নির্বিশেষে মিশরেই সকলের মৃত্যু হবে, হয় যুদ্ধে, না হয় দুর্ভিক্ষে অথবা মহামারীতে। তাদের অবস্থা হবে ভয়াবহ। লোকে তাদের উপহাস করবে, তাদের নাম করে অপরকে অভিসম্পাত দেবে।


জ্ঞানবান যে, সে-ই বুঝবে এই সমস্ত বিষয়, বিচক্ষণ ব্যক্তি উপলব্ধি করবে এ কথা। কারণ প্রভু পরমেশ্বরের পথ সরল, ধার্মিকেরা সেই পথে চলে ও সফল হয়, কিন্তু অধর্মাচারীরা উছোট খায় সেই পথে, এবং শেষে তাদের পতন হয়।


সেই থেকে ইদোম যিহুদীয়ার অধীনতা অস্বীকার করে স্বাধীনতা ভোগ করছে। ঠিক এই একই সময়ে লিবনা নগরও বিদ্রোহ ঘোষণা করেছিল। কারণ যিহোরাম তাঁর পূর্বপুরুষের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে পরিত্যাগ করেছিলেন।


যারা তাঁকে পরাজিত করেছিল সেই সিরিয়ার দেবতাদের কাছে তিনি বলি উৎসর্গ করলেন। তিনি বললেন, সিরিয়ার দেবতারা সিরিয়ার রাজাদের সাহায্য করেছেন, সুতরাং আমি যদি তাঁদের কাছে বলি উৎসর্গ করি তাহলে আমাকেও তাঁরা সাহায্য করবেন। এর ফলে তাঁর উপরে ও জাতির উপরে বিপর্যয় নেমে এল।


তিনি তাদের দুষ্কর্মের জন্য সকলের সাক্ষাতেই তাদের দণ্ড দেন।


কারণ তারা তাঁকে অনুসরণ করা থেকে বিরত হয়েছে, তাঁর সমস্ত নির্দেশ অবজ্ঞা করেছে।


আমরা সকলেই পাপে লিপ্ত ছিলাম। আমাদের সর্বাপেক্ষা পুণ্যকর্মও কলুষমুক্ত ছিল না, ছিল জীর্ণ মলিন বস্ত্রের মত। বাতাস যেমন উড়িয়ে নিয়ে যায় শুকনো পাতা, তেমনি আমাদের পাপ উড়িয়ে নিয়ে যায় আমাদের।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন