Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 1:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 যিহুদীয়াতে উৎসিয়, যোথম, আহস এবং হিষ্কিয়ের রাজত্বকালে আমোসের পুত্র যিশাইয়ের কাছে ঈশ্বর জেরুশালেম ও যিহুদীয়া সম্বন্ধে দিব্যদর্শনের মাধ্যমে বার্তা প্রেরণ করেছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 আমোজের পুত্র ইশাইয়ার দর্শন, যা তিনি এহুদার বাদশাহ্‌ ঊষিয়, যোথম, আহস ও হিষ্কিয়ের সময়ে এহুদার ও জেরুশালেমের বিষয়ে দেখতে পেয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 এই দর্শন যিহূদা ও জেরুশালেমের বিষয়ে, যা আমোষের পুত্র যিশাইয়, যিহূদার রাজা উষিয়, যোথম, আহস ও হিষ্কিয়ের সময়ে দেখতে পান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 আমোসের পুত্র যিশাইয়ের দর্শন; যাহা তিনি যিহূদা-রাজ ঊষিয়, যোথম, আহস, ও হিষ্কিয়ের সময়ে যিহূদার ও যিরূশালেমের বিষয়ে দেখিতে পান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 এটা আমোসের পুত্র যিশাইয়র দর্শন। যিহূদা এবং জেরুশালেমে কি ঘটবে ঈশ্বর যিশাইয়কে তা দেখিয়েছিলেন। ঊষিয়, যোথম, আহস ও হিষ্কিয় যখন যিহূদার রাজা ছিলেন তখন যিশাইয়র এইসব দর্শন হয়েছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 আমোসের ছেলে যিশাইয়ের দর্শন, যা তিনি যিহূদার রাজা উষিয়, যোথম, আহস ও হিষ্কিয়ের রাজত্বের দিনের যিহূদা ও যিরূশালেমের বিষয়ে দেখেছিলেন৷

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 1:1
38 ক্রস রেফারেন্স  

যিহুদীয়ার প্রজাবৃন্দ রাজা অমৎসিয়ের ষোল বৎসর বয়স্ক পুত্র উৎসিয়কে তাঁর পিতার উত্তরাধিকারীরূপে সিংহাসনে বসালেন।


এলার পুত্র ইসরায়েলরাজ হোশেয়র রাজত্বকালের তৃতীয় বছরে আহসের পুত্র হিষ্কিয় যিহুদীয়ার রাজা হন।


যিহুদীয়ারাজ উৎসিয়ের পৌত্র ও যোথমের পুত্র আহস যিহুদীয়ায় রাজত্বকালে দেশে যুদ্ধ বেধে গেল। সিরিয়ার রাজা রৎসীন এবং রমলিয়ের পুত্র ইসরায়েলরাজ পেকহ জেরুশালেম আক্রমণ করলেন কিন্তু জয় করে অধিকার করতে পারলেন না।


রাজা উৎসিয়ের যে বছর মৃত্যু হয়, সেই বছর আমি দিব্য দর্শন পেলাম, দেখলাম, প্রভু পরমেশ্বর তাঁর উচ্চে স্থাপিত সমুন্নত সিংহাসনে বসে আছেন। তাঁর রাজবেশের ভূলুন্ঠিত অঞ্চলে মন্দির পূর্ণ হয়ে গিয়েছে।


যিহুদীয়া ও জেরুশালেম সম্বন্ধে ঈশ্বর আমোসের পুত্র যিশাইয়ের কাছে এই বার্তা পাঠিয়েছিলেনঃ


একদা তুমি দিব্যদর্শনে তোমার ভক্তকে বলেছিলে: তোমাদের সহায়তার জন্য এক বীরপুরুষকে আমি ভূষিত করেছি রাজমুকুটে, আমার প্রজাদের মধ্যে থেকে করেছি উন্নত এক তরুণকে।


ঈশ্বরের প্রত্যাদেশ যে শ্রবণ করে, পরাৎপরের তত্ত্ব যে অবহিত সর্বশক্তিমানের দর্শন যে পায় প্রণত হয়েও যার দৃষ্টি থাকে উন্মুক্ত সে-ই বলছে এই কথা:


আমোসের দিব্যদর্শন ও বাণী। আমোস ছিলেন তেকোয়া শহরের একজন মেষপালক। যিহুদীয়ার রাজা উষিয় ও যোয়াশের পুত্র ইসরায়েলের রাজা যারবিয়ামের আমলে ভূমিকম্পের দুবছর আগে ইসরায়েল সম্পর্কে তিনি এই দিব্যদর্শন লাভ করেন।


সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর জেরুশালেমের লোকদের বললেন, ঐ নবীদের কথা তোমরা শুনো না। তারা মিথ্যা আশায় তোমাদের মন ভরে দিচ্ছে। তারা তাদের কল্পিত কথা তোমাদের বলে, আমার কথা বলে না।


আরোহণ কর উচ্চ পর্বতে হে জেরুশালেম ঘোষণা কর এই শুভ বারতা! উচ্চকণ্ঠে ডেকে বল হে সিয়োন, ঘোষণা কর শুভ সংবাদ। নির্ভয়ে ঘোষণা কর উচ্চকন্ঠে ঘোষণা কর যিহুদীয়ার শহরে নগরে, বল: শোন, তোমাদের আরাধ্য ঈশ্বর আসছেন!


ভয়াবহ এক নৃশংস ঘটনার দিব্যদর্শন আমি দেখেছি, দেখেছি প্রতারণা এবং সর্বনাশা ধ্বংসের দিব্যদর্শন। ইলমের সৈন্যবাহিনী আক্রমণ কর! মিডিয়ার সৈন্যবাহিনী অবরোধ কর শহর-নগর। ব্যাবিলন যে দুঃখ বিপর্যয় এনেছিল, ঈশ্বর তার অবসান ঘটাবেন।


আমোসের পুত্র যিশাইয় ব্যাবিলন সম্বন্ধে এই প্রত্যাদেশ লাভ করলেন।


রেমালিয়ার পুত্র ইসরায়েলেরাজ পেকাহ্-র রাজত্বের দ্বিতীয় বছরে রাজা উজ্জিয়ের পুত্র যোথাম যিহুদীয়ার রাজা হন।


মৃত্যুর পর উৎসিয়কে দাউদ নগরে রাজপরিবারের সমাধিক্ষেত্রে সমাধিস্থ করা হয়। তাঁর পুত্র যোথম তাঁর সিংহাসনে বসেন।


ইসরায়েলরাজ দ্বিতীয় যারবিয়ামের রাজত্বকালের সাতাশ বৎসরের সময় অমৎসিয়ের পুত্র উৎসিয় যিহুদীয়ার রাজা হন।


তাই, হে রাজন আগ্রিপ্প। আমি সেই দিব্যদর্শন অমান্য করিনি।


এই দিব্যদর্শনের মর্ম কি, তা ভেবে ভেবে পিতর হতবুদ্ধি হয়ে পড়লেন। এদিকে কর্ণেলিয়াসের প্রেরিত লোকেরা শিমোনের বাড়ি খুঁজতে খুঁজতে ঠিক সেই সময় তাঁর বাড়ির দুয়ারে এসে পৌঁছাল।


পাহাড় থেকে নেমে আসার সময়ে যীশু তাঁদের এই আদেশ দিলেন, মানবপুত্র যতদিন না মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হন ততদিন এই দর্শনের কথা তোমরা কাউকে বলো না।


প্রভু পরমেশ্বর বললেনঃ আমি তোমায় যা বলি, লিখে রাখ। এমনভাবে লেখ যেন সকলে একনজরে পড়তে পারে।


নীনবী নগর সম্পর্কে ভাবোক্তি। এলকোশ নিবাসী নহুমের দিব্যদর্শনের বিবরণ।


যিহুদীয়ারাজ যোথাম, আহস ও হিষ্কিয়ের আমলে মোরেশৎনিবাসী মীখার কাছে প্রভু পরমেশ্বরের এই প্রত্যাদেশ এল। তিনি শমরিয়া এবং জেরুশালেম সম্পর্কে এই দিব্যদর্শন লাভ করলেনঃ


উষিয়, যোথাম, আহস ও হিষ্কিয়—যিহুদীয়ার এই নৃপতিবৃন্দের ও যোয়াশের পুত্র ইসরায়েলরাজ যারবিয়অমের আমলে বেরির পুত্র হোশেয়ের কাছে প্রভুর এই বাণী উচ্চারিত হলঃ


ঈশ্বরের প্রত্যাদেশ যে শ্রবণ করে সর্বশক্তিমানের দর্শন যে পায় প্রণত হয়েও যার দৃষ্ঠি থাকে উন্মুক্ত এ তারই বাণী:


কারণ ঐশীবাণী কখনও কোন মানুষের কল্পনা অনুযায়ী উচ্চারিত হয়নি। পবিত্র আত্মা দ্বারা নিয়ন্ত্রিত মানুষেরাই ঈশ্বরের বাণী ঘোষণা করেছেন।


গর্ব আমাকে অবশ্যই করতে হবে, এতে লাভ কিছু না থাকলেও প্রভুর প্রত্যাদেশ ও দিব্যদর্শনের বিষয় আমাকে উল্লেখ করতেই হবে।


তখন প্রভু পরমেশ্বর বললেন, শোন তোমরা, তোমাদের মধ্যে যে নবী, তার কাছে দিব্য দর্শনের মাধ্যমে আমি প্রভু পরমেশ্বর নিজেকে ব্যক্ত করি। স্বপ্নে তার সঙ্গে আমি কথা বলি।


যিহুদীয়ারাজ উজ্জিয়র শাসনকালের ঊনচল্লিশ বৎসরে যাবেশের পুত্র শাল্লুম ইসরায়েলের রাজা হন এবং শমরিয়ায় একমাস রাজত্ব করেন।


রাজপ্রসাদের অধ্যক্ষ ইলিয়াকিম, রাজসভার সচিব শেবনা এবং প্রবীণ পুরোহিতদের তিনি আমোসের পুত্র নবী যিশাইয়ের কাছে পাঠালেন। তাঁদের পরণেও ছিল চটের বসন।


আমোসের পুত্র যিশাইয় রাজা উৎসিয়ের রাজত্বকালের অন্যান্য সমস্ত কার্যবলীর বিবরণ লিপিবদ্ধ করে গেছেন।


যোথাম পঁচিশ বছর বয়সে রাজা হন এবং ষোল বছর জেরুশালেমে থেকে রাজ্য শাসন করেন। সাদোকের কন্যা জেরুশা ছিলেন তাঁর জননী।


আহস কুড়ি বৎসর বয়সে রাজা হন এবং জেরুশালেমে ষোল বৎসর রাজত্ব করেন। তিনি পূর্বপুরুষ রাজা দাউদের আদর্শ অনুসরণ না করে প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে ঘৃণার কাজ করতেন এবং


উপাসক প্রজাসাধারণের আহারের জন্য ব্যবহার করার উদ্দেশ্যে তারা আরও ছয় হাজার বৃষ এবং তিন হাজার মেষ বলি দেবার জন্য এনেছিল।


এর তিন বছর আগে প্রভু পরমেশ্বর আমোসের পুত্র যিশাইয়কে চটি ও তাঁর পরণের চটের কাপড় খুলে ফেলতে বলেছিলেন। যিশাইয় তাঁর আদেশ পালন করেছিলেন। তিনি নগ্ন পদে বিবস্ত্র অবস্থায় থাকতেন।


তিনি রাজপ্রাসাদের অধ্যক্ষ ইলিয়াকিমকে, রাজসভার সচিব শেব্‌নাকে এবং প্রবীণ পুরোহিতদের আমোসের পুত্র যিশাইয়র কাছে পাঠালেন। তাঁদের পরণেও ছিল চট।


সেই সময় রাজা হিষ্কিয় কঠিন রোগে আক্রান্ত হলেন। তখন তাঁর মরণাপন্ন অবস্থা। আমোসের পুত্র যিশাইয় তাঁকে দেখতে গেলেন এবং তাঁকে বললেন, প্রভু পরমেশ্বর আপনাকে সব কিছুর সুব্যবস্থা করে রাখতে বলেছেন। কারণ আপনি আর সুস্থ হবেন না। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হন।


ত্রিশ বছর চার মাস পাঁচ দিনের দিন, আমি, বুষির পুত্র, পুরোহিত যিহিষ্কেল–ব্যাবিলনে কিবার নদীর তীরে নির্বাসিত ইহুদীদের মধ্যে ছিলাম। সেই সময় আমি স্বর্গের দিকে চেয়ে দেখলাম, ঈশ্বরের দর্শন লাভ করলাম।


কৃতজ্ঞতার নিদর্শনরূপে নিবেদন করখামির মেশানো ভোগ, সাড়ম্বরে ঘোষণা কর তোমাদের স্বতঃস্ফূর্তঅর্ঘ্যের কথা। হে ইসরায়েলকুল! এই সব করতেই তোমরা ভালবাস। সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন এ কথা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন