যিরমিয় 9:25 - পবিএ বাইবেল CL Bible (BSI)25-26 প্রভু পরমেশ্বর বলেন, সময় আগতপ্রায়, যখন আমি মিশর, যিহুদীয়া, ইদোম, আম্মোন ও মোয়াবের মানুষকে ও মরুবাসীরা যারা তাদের মাথার চুল ছেঁটে ফেলেছে তাদের সকলকে আমি দণ্ড দেব। এরা সকলেই আনুষ্ঠানিকভাবে সু্ন্নতসংস্কারপ্রাপ্ত, কিন্তু এই সংস্কারের শর্ত তারা পালন করে না। এইসব লোক তথা ইসরায়েলীদের কেউ-ই পালন করে নি আমার এই চুক্তি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 মাবুদ বলেন, দেখ, এমন সময় আসছে, যে সময়ে আমি যাদের খৎনা করানো হয়েছে তাদের খৎনা-না-করানো বলে প্রতিফল দেব; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 সদাপ্রভু এই কথা বলেন, “সময় আসছে, যারা কেবলমাত্র শরীরে ত্বকচ্ছেদ করেছে, আমি তাদের সবাইকে শাস্তি দেব— অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে, যে সময়ে আমি ছিন্নত্বক্দিগকে অচ্ছিন্নত্বক্ বলিয়া প্রতিফল দিব; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 এই বার্তাটি প্রভুর কাছ থেকে এসেছে, “সময় আসছে যখন আমি শাস্তি দেব সমস্ত লোকদের যারা শুধুমাত্র শারীরিকভাবে সুন্নৎ করেছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 সদাপ্রভু এই কথা ঘোষণা করেন, দেখ, সেই দিন আসছে, যখন আমি তাদের শাস্তি দেব যারা কেবল তাদের শরীরেই ত্বকছেদ করেছে। অধ্যায় দেখুন |