Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 9:22 - পবিএ বাইবেল CL Bible (BSI)

22 সবর্ত্র মৃতদেহ ছড়িয়ে আছে শস্যক্ষেত্রে ছড়িয়ে থাকা সারের স্তূপের মত, কেটে রেখে যাওয়া ফসলের মত, যে ফসল এখনও হয়নি সংগৃহীত। প্রভু পরমেশ্বর আমাকে এই কথা বলতে বললেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 তুমি বল, মাবুদ এই কথা বলেন, মানুষের লাশ সারের মত ক্ষেতে পড়ে থাকবে, শস্য কর্তনকারীদের পিছনে যে শস্যগুচ্ছ পড়ে থাকে, তার মত হবে, কেউ তাদেরকে সংগ্রহ করবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 তোমরা বলো, “সদাপ্রভু এই কথা ঘোষণা করেন: “ ‘খোলা মাঠে মানুষদের মৃতদেহ আবর্জনার মতো পড়ে থাকবে, যেমন শস্যচ্ছেদকদের পিছনে কাটা শস্য পড়ে থাকে, যা সংগ্রহ করার জন্য কেউ থাকে না।’ ”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 তুমি বল, সদাপ্রভু এই কথা কহেন, মনুষ্যগণের শব সারের ন্যায় ক্ষেত্রে পতিত থাকিবে, ছেদকের পশ্চাতে যে শস্যগুচ্ছ পড়িয়া থাকে, তাহার তুল্য হইবে, কেহ তাহাদিগকে সংগ্রহ করিবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 যিরমিয়, এই কথা বল: “প্রভু বলেন, ‘গোবরের মতো মৃতদেহগুলি মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। চাষীদের কাটা শস্যের মতো মাটিতে পড়ে থাকবে মৃতদেহ। কিন্তু কেউ তাদের একত্রিত করবে না।’”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 এটি ঘোষণা করো, সদাপ্রভু এই কথা ঘোষণা করেন, লোকেদের মৃতদেহ গোবরের মত এবং যারা ফসল কাটে তাদের পিছনে কেটে ফেলে রাখা শস্যের মত মাঠে পড়ে থাকবে; সেখানে তাদের জড়ো করার কেউ থাকবে না।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 9:22
17 ক্রস রেফারেন্স  

তাদের অস্থিগুলি একত্র করে কবর দেওয়া হবে না। সেগুলি মাটিতে মেশানো সারের মত চারিদিকে ছড়িয়ে পড়ে থাকবে। যে সূর্য, চন্দ্র ও নক্ষত্র তারা ভালবাসত, সেবা করত, পূজা করত, যাদের লক্ষণ দেখে তারা চলত, সেগুলির সামনে অস্থিগুলি ছড়ানো থাকবে


সেদিন, ঈশ্বর যাদের বধ করেছেন, তাদের মৃতদেহর পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে যাবে। তাদের নিয়ে গিয়ে কেউ কবর দেবে না, তাদের জন্য কেউ শোক করবে না। সারের স্তূপের মত মাটিতে পড়ে থাকবে তাদের দেহ।


সেদিন মানবকুল হবে বিপর্যস্ত। তারা অন্ধের মত বিচরণ করবে কারণ পরমেশ্বরের বিরুদ্ধে তারা পাপ করেছে। তাদের রক্ত স্রোতের মত প্রবাহিত হবে, তাদের গলিত শবে ভরে যাবে চারিদিক।


মারাত্মক রোগে তাদের মৃত্যু হবে। তাদের জন্য শোক করার অথবা তাদের কবর দেবার কেউ থাকবে না। ক্ষেতে সারের স্তূপের মত তাদের মৃতদেহ ঢিবি করা থাকবে। তারা হয় যুদ্ধে নিহত হবে কিম্বা অনাহারে মরবে। তাদের মৃতদেহ হবে পাখি ও বন্যজন্তুদের আহার।


প্রভু পরমেশ্বরের ক্রোধের আগুন তাঁর প্রজাদের উপরে জ্বলে উঠেছে, তিনি তাদের দণ্ডদানে উদ্যত হয়েছেন। এবার পর্বতরাজি থর থর করে কাঁপবে, মৃতদেহ আবর্জনার মত রাস্তায় ছড়িয়ে পড়ে থাকবে। তারপরেও তাঁর ক্রোধ প্রশমিত হবে না, দণ্ডদানে উদ্যত হয়ে থাকবে তাঁর হাত।


এদের প্রতিও তুমি তাই কর, এন্‌দোরে তারা বিধ্বস্ত হয়েছিল, জমির সারে পরিণত হয়েছিল তারা।


মৃতদেহগুলি হবে পাখি ও বন্যপশুদের আহার, তাদের তাড়াবার জন্য কেউ থাকবে না।


আর তার দেহাবশেষ যিষ্‌রিয়েলের মাটিতে সারে পরিণত হবে, কেউ জানবে না তার পরিচয়!


আমি ওদের উছোট খাওয়াব, পতন হবে ওদের। পিতাদের ও পুত্রদের মৃত্যু হবে, তাদের বন্ধুবর্গ ও প্রতিবেশীদের হবে একই অবস্থা।


মনে মনে তোমরা একথা কখনও বলো না যে, আমাদেরই ক্ষমতা ও বাহুবলে আমরা এই সব সম্পদ লাভ করেছি।


হিষ্কিয় দূতদের অভ্যর্থনা জানালেন এবং তাঁর কোষাগারের সমস্ত সোনা, রূপো, মশলা ও বহুমূল্য সুগন্ধি তেল এবং অস্ত্রশস্ত্র তাদের দেখালেন। রাজপ্রাসাদ থেকে শুরু করে গোটা রাজ্যের কিছুই তাদের দেখাতে বাকী রাখলেন না।


তোমার প্রাসাদে ওরা কি কি দেখেছে? রাজা বললেন, আমার কোষাগারে এমন কিছুই নেই যা আমি ওদের দেখাই নি।


চতুর ব্যক্তিদের তিনি তাদের চাতুরীতেই জব্দ করেন, ফন্দীবাজদের ফন্দী অচিরেই হয় ব্যর্থ।


কেউ কোন দিন উদ্ধার করতে পারে না নিজেকে পারে না কিনতে অর্থমূল্যে নিজের জীবন ঈশ্বরের কাছ থেকে।


ধনী লোকেরা মনে করে সুদৃঢ় দুর্গের মত তাদের ধনসম্পদ, তার দ্বারাই তারা রক্ষা পাবে।


বুদ্ধিপূর্বক চল, অর্থ উপার্জনের জন্য নিজেকে ক্ষয়করো না।


তারপর, এগিয়ে যায় ঝড়ের বেগে। দুরাচার তারা, নিজেদের বলবিক্রমই তাদের ঈশ্বর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন