Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 9:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 আহা, সুদূর মরুদেশে আমার জন্য থাকত যদি এমন একটি স্থান, যেখানে আমি স্বজনদের ছেড়ে পালিয়ে গিয়ে থাকতে পারতাম! কারণ আমার স্বজনেরা ব্যভিচারী বিশ্বাসঘাতকের দল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 হায় হায়, মরুভূমিতে পথিকদের রাত যাপনের কুটিরের মত কেন আমার কুটির হয় নি! হলে আমি স্বজাতীয়দেরকে ত্যাগ করে স্থানান্তরে যেতে পারতাম। কেননা তারা সকলে জেনাকারী ও বিশ্বাসঘাতকদের সমাজ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 আহ্, মরুপ্রান্তরে পথিকদের রাত কাটানোর কুটিরের মতো আমার যদি থাকার একটি স্থান থাকত, তাহলে আমার জাতির লোকদের ছেড়ে আমি তাদের কাছ থেকে চলে যেতাম; কারণ তারা সকলে ব্যভিচারী, এক অবিশ্বস্ত জনতার ভিড়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 হায় হায়, প্রান্তরে পথিকদের রাত্রিবাসার্থক কুটীরের ন্যায় কেন আমার কুটীর হয় নাই! হইলে আমি স্বজাতীয়দিগকে ত্যাগ করিয়া স্থানান্তরে যাইতে পারিতাম। কেননা তাহারা সকলে ব্যভিচারী ও বিশ্বাসঘাতকদের সমাজ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 মরুভূমির মাঝে আমার যদি একটা ছোট্ট বাড়ি থাকতো, যেখানে পথিক ক্লান্ত হয়ে রাত কাটায়, তাহলে আমি আমার লোকদের ত্যাগ করতে পারতাম। তাদের কাছ থেকে সরে যেতে পারতাম। কারণ তারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত নয়, তারা প্রত্যেকে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 মরুপ্রান্তে পথিকদের বসবাসকারী জায়গার মত যদি আমাকে কেউ একটি জায়গা দিত, যেখানে আমি আমার লোকদের ছেড়ে থাকতাম। কারণ আমি তাদের পরিত্যাগ করতাম, কারণ তারা সবাই ব্যভিচারী এবং বিশ্বাসঘাতকদের দল।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 9:2
24 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বরের প্রতি অবিশ্বস্ত লোকে ভরে গেছে দেশ, যাপন করে তারা পাপময় জীবন, নিজেদের শক্তির অপব্যবহার করে তারা। প্রভু পরমেশ্বরের অভিশাপে মাটি কাঁদে, চারণভূমি শুকিয়ে ধূ ধূ হয়ে যায়।


শপথ উচ্চারণ, মিথ্যাভাষণ, নরহত্যা, চৌর্যবৃত্তি ও ব্যাভিচারে দেশ পরিপূর্ণ। তাদের সব কিছুর মাত্র ছাড়িয়ে গেছে, অনুষ্ঠিত হয়ে চলেছে হত্যার পর হত্যাকাণ্ড।


তারা সকলেই লম্পট, তপ্ত তন্দুরের মত, ময়দা মেখে তাড়ির ময়ান না দেওয়া পর্যন্ত রুটিওয়ালা যার আগুন উস্‌কে দেয় না।


তোমার ভাইয়েরা, তোমার পরিজনেরা বিশ্বাসঘাতকতা করেছে তোমার সঙ্গে, সোচ্চার হয়েছে তারা তোমার বিরুদ্ধে, হাত মিলিয়েছে তোমার আক্রমণকারীদের সাথে। বিশ্বাস করো না তাদের, এমনকি মধুর কথাতেও করো না বিশ্বাস।


হে প্রভু পরমেশ্বর, তোমার কাছে যদি আমি অভিযোগ আনি, তুমি ন্যায়বান, প্রমাণ করবে তার সত্যতা। তথাপি তোমার ন্যায়বিচার সম্পর্কে আমি প্রশ্ন করতে চাই তোমাকে। বল, দুর্জনের কেন এত শ্রীবৃদ্ধি হয়? সাফল্য লাভ করে কেন অসৎ মানুষ?


নষ্টভ্রষ্টের দল, তোমরা কি জান না যে সংসারের প্রতি আসক্তি ঈশ্বরের সঙ্গে শত্রুতারই নামান্তর? সুতরাং সংসারের সঙ্গে যে মৈত্রী স্থাপন করতে চায় সে নিজেকে ঈশ্বরের শত্রু করে তোলে।


ইহুদী জাতি বিশ্বাস ভঙ্গ করেছে, তারা ইসরায়েল দেশে ও জেরুশালেমে জঘন্য অনাচার করেছে। তারা পরমেশ্বরের প্রিয় পীঠস্থান অশুচি করেছে। তারা বিধর্মী কন্যাদের বিবাহ করেছে যারা অন্য দেবতার উপাসনা করে।


তার নারীরা উচ্ছৃঙ্খল, অবিশ্বস্ত, অসতী। তার পুরোহিতেরা নিজেদের ধর্মকর্মের শুদ্ধতা বজায় রাখে না, নিজেদের স্বার্থে বিধানকে যথেচ্ছভাবে ব্যবহার করে।


আদমের মতই তারা শর্তভঙ্গ করেছে, আমার সঙ্গে করেছে বিশ্বাসঘাতকতা।


তারা প্রভু পরমেশ্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, উৎপাদন করেছে জারজ সন্তান। অমাবস্যার অন্ধকার এখন গ্রাস করবে তাদের, গ্রাস করবে তাদের সম্পত্তি।


ইসরায়েল ও যিহুদীয়ার মানুষ আমার সঙ্গে করেছে চরম বিশ্বাসঘাতকতা। আমি প্রভু পরমেশ্বর এ কথা বলছি।


যদি তুমি জিজ্ঞাসা কর কেন তোমার উপর এসব ঘটল, কেন তোমায় বিবস্ত্রা করা হল, কেন তুমি ধর্ষিতা হলে—তাহলে বলব, এসব ঘটেছে তোমার সাংঘাতিক পাপের জন্য।


এই নগরের ধনবানেরা দৌরাত্ম্যে লিপ্ত, এখানকার অধিবাসীরা মিথ্যাবাদী, রসনা তাদের ছলনা-নিপুণ।


তোমরা জানতে চাও, কেন তিনি গ্রাহ্য করেন না? কারণ যৌবনে যাকে তুমি বিবাহ করেছিলে সে তোমার সঙ্গিনী ও বিধান সম্মত পত্নী। প্রভু পরমেশ্বর তার সাক্ষী। তা সত্ত্বেও তোমরা বিবাহের সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছ।


যিহোশূয়ের সমকালীন অন্যান্য লোকেরাও একে একে মারা গেল। তাদের পরে তাদের বংশধরেরা পরমেশ্বর প্রভুর কাছ থেকে দূরে সরে গেল। ইসরায়েলীদের জন্য তিনি যেসব কীর্তিসাধন করেছিলেন তাও ভুলে গেল।


তোমাদের হস্ত নিরপরাধের রক্তে কলঙ্কিত, তোমাদের অঙ্গুলি লিপ্ত পাপাচারে। তোমাদের ওষ্ঠাধর মিথ্যা কথা বলে, জিহ্বা উচ্চারণ করে অন্যায় অবিচারের বাণী।


প্রভু পরমেশ্বর বলেন, আমার প্রজারা মূর্খ, তারা জানে না আমায়, নির্বোধ শিশুর মত, কোনও বোধবুদ্ধি নেই তাদের। তারা শুধু কুকাজেই দক্ষ, কিন্তু ভাল কাজে একেবারেই অক্ষম।


হে জেরুশালেমবাসী, রাস্তায় বেরিয়ে পড়,পথে পথে দৌড়াও, খোঁজ চারিদিকে। বাজারে চাঁদনীচকে খুঁজে দেখ, এমন কাউকে পাও কি না, যে ন্যায্য কাজ করে এবং ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকার চেষ্টা করে। যদি তেমন কাউকে খুঁজে বার করতে পার, তাহলে প্রভু পরমেশ্বর জেরুশালেমকে মার্জনা করবেন।


তোমরা নিজেদের প্রভু পরমেশ্বরের ভক্ত বলে শপথ কর, জেনো, তোমাদের এ মিথ্যা শপথ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন