Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 9:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 আমি জিজ্ঞাসা করলাম, হে প্রভু পরমেশ্বর, কেন এই দেশ বিধ্বস্ত, রুক্ষ মরুভূমির মত, যার জন্য এর মধ্য দিয়ে কেউ যাতায়াত করে না? কার এত জ্ঞান আছে যে বুঝবে এর মর্ম? কার কাছে তুমি ব্যাখ্যা করে বলেছ এ কথা, যে অপরের কাছে সব বলতে পারবে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 এসব বুঝতে পারে, এমন জ্ঞানবান কে? মাবুদের মুখে কালাম শুনে জানাতে পারে এমন ব্যক্তি কে? দেশ কি জন্য বিনষ্ট ও মরুভূমির মত পোড়ো জমি ও পথিকবিহীন হল?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 একথা বোঝার জন্য কে এমন জ্ঞানবান? কাকে সদাপ্রভু বুঝিয়ে দিয়েছেন, যেন সে তা ব্যাখ্যা করতে পারে? কেন দেশ এরকম ধ্বংস হয়ে মরুভূমির মতো পড়ে আছে যে, কেউই তার মধ্য দিয়ে যেতে পারে না?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 এই সকল বুঝিতে পারে, এমন জ্ঞানবান্‌ কে? সদাপ্রভুর মুখে বাক্য শুনিয়া জ্ঞাত করিতে পারে, এমন ব্যক্তি কে? দেশ কি জন্য বিনষ্ট ও মরুভূমির ন্যায় দগ্ধ ও পথিকবিহীন হইল?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 এই জিনিসগুলি বোঝার মতো কোন যথেষ্ট জ্ঞানী ব্যক্তি আছে কি? প্রভুর দ্বারা শিক্ষণপ্রাপ্ত এমন কিছু লোক আছে কি যারা প্রভুর বার্তা ব্যাখ্যা করতে পারবে? কেন সেই দেশটি ধ্বংস হয়ে গেল? কেন তা শূন্য মরুভূমিতে পরিণত হয়েছিল? সেখানে কোন মানুষ কেন যেতে পারে না?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 কোন্ জ্ঞানী লোক এই কথা বুঝতে পারে? সদাপ্রভুর মুখের ঘোষণায় সে কি বর্ণনা করে? কেন দেশটি ধ্বংস হল? এটা মরুপ্রান্তের মত এমন ধ্বংস হয়েছে যে, কেউ সেখান দিয়ে যায় না।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 9:12
22 ক্রস রেফারেন্স  

জ্ঞানবান যে, সে-ই বুঝবে এই সমস্ত বিষয়, বিচক্ষণ ব্যক্তি উপলব্ধি করবে এ কথা। কারণ প্রভু পরমেশ্বরের পথ সরল, ধার্মিকেরা সেই পথে চলে ও সফল হয়, কিন্তু অধর্মাচারীরা উছোট খায় সেই পথে, এবং শেষে তাদের পতন হয়।


প্রজ্ঞাবান যারা, তারা এইসব কথা করুক বিবেচনা, করুক আলোচনা প্রভু পরমেশ্বরের অপার করুণার কথা।


দেশবাসীর অনাচারের জন্য সুফলা দেশকে তিনি পরিণত করেন ঊষর প্রান্তরে।


জ্ঞানবান হলে ওরা নিশ্চয়ই বুঝতো এ কথা, করত বিবেচনা নিজেদের পরিণাম,


ভাবীকালের এই দিব্যদর্শনের বিবরণ যে পাঠ করে সে ধন্য এবং এতে লিখিত নির্দেশগুলি শুনে যারা পালন করে, তারা ধন্য। কারণ সমাগত সেই কাল।


তোমরা যখন দেখবে যে নবহী দানিয়েল কথিত সেই ‘ঘৃর্ণাহ বস্তু’ পবিত্র স্থানে দণ্ডায়মান (পাঠক এর অর্থ বুঝে নিক),


আছে কি কেউ তোমাদের মধ্যে যে শুনবে একথা? শুনবে কি কেউ মনোযোগ দিয়ে?


আমি বললাম, নারীবৃন্দ, প্রভু পরমেশ্বরের কথা শোন, মনোযোগ দাও তাঁর কথায়। তোমাদের কন্যাদের শেখাও কি করে শোক করতে হয়, বন্ধুদের শেখাও কি করে গাইতে হয় অন্ত্যেষ্টির গান।


প্রভু পরমেশ্বরের প্রতি অবিশ্বস্ত লোকে ভরে গেছে দেশ, যাপন করে তারা পাপময় জীবন, নিজেদের শক্তির অপব্যবহার করে তারা। প্রভু পরমেশ্বরের অভিশাপে মাটি কাঁদে, চারণভূমি শুকিয়ে ধূ ধূ হয়ে যায়।


সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর জেরুশালেমের লোকদের বললেন, ঐ নবীদের কথা তোমরা শুনো না। তারা মিথ্যা আশায় তোমাদের মন ভরে দিচ্ছে। তারা তাদের কল্পিত কথা তোমাদের বলে, আমার কথা বলে না।


তারা যদি আমার অন্তরের গোপন কথা জানতে পারত, তাহলে আমার প্রজাদের কাছে আমার বার্তা ঘোষণা করত এবং তাদের মন্দপথ ও অধর্মাচার পরিত্যাগ করাতে পারত।


যে সব নবী স্বপ্ন দেখে থাকে, তাদের বলা উচিত, এ শুধু স্বপ্ন। কিন্তু যারা আমার বাণী শুনেছে, বিশ্বস্তভাবে তাদের সেই বাণী ঘোষণা করা উচিত। গমের তুলনায় খড়ের মূল্য কতখানি?


চাষীরা, হাহাকার কর, বিলাপ কর দ্রাক্ষাকুঞ্জের মজুরেরা, গম, যব ক্ষেতের সব ফসলই নষ্ট হয়েছে।


পরমেশ্বর বলেনঃ আমি বিভিন্ন জাতিকে উচ্ছেদ করেছি, তাদের দুর্গ সমূহ হয়েছে বিধ্বস্ত। আমি তাদের পথগুলিকে করেছি জনহীন, সে পথে কেউ আর চলে না। তাদের নগরগুলি সব ধ্বংস হয়েছে,সেখানে কোন মানুষ নেই, সেখানে কেউ আর বাস করে না।


তারা আহার করবে কিন্তু তৃপ্ত হবে না, যথেচ্ছ যৌনাচার করবে কিন্তু বংশবৃদ্ধি হবে না, কারণ গণিকাবৃত্তিতে লিপ্ত হওয়ার জন্য তারা প্রভু পরমেশ্বরকে পরিত্যাগ করেছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন