Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 8:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 তাদের প্রাজ্ঞব্যক্তিরা লজ্জায় পড়েছে, তারা বিমূঢ়, ফাঁদে পড়েছে তারা। তারা প্রত্যাখ্যান করেছে আমার কথা, এখন কোথায় গেল তাদের প্রজ্ঞা?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 জ্ঞানীরা লজ্জিত হল, ব্যাকুল হল ও ফাঁদে ধরা পড়লো; দেখ, তারা মাবুদের কালাম অগ্রাহ্য করেছে, তবে তাদের জ্ঞান কি রকম?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 জ্ঞানবানেরা লজ্জিত হবে; তারা হতাশ হয়ে ফাঁদে ধরা পড়বে। তারা যেহেতু সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করেছে, তাহলে তাদের কী ধরনের প্রজ্ঞা আছে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 জ্ঞানীরা লজ্জিত হইল, ব্যাকুল ও ধৃত হইল; দেখ, তাহারা সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করিয়াছে, তবে তাহাদের জ্ঞান কি প্রকার?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 ঐ “জ্ঞানী ব্যক্তিরা” প্রভুর শিক্ষামালা মেনে চলতে অস্বীকার করেছে। সুতরাং তারা প্রকৃতপক্ষে জ্ঞানী ব্যক্তি নয়। সেই “জ্ঞানী ব্যক্তিদের” ফাঁদে ফেলা হয়েছিল। তারা বিহ্বল এবং লজ্জিত হয়েছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 জ্ঞানী লোকেরা লজ্জিত হবে। তারা আতঙ্কিত হল ও ফাঁদে ধরা পড়ল। দেখ! তারা সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করে, তাহলে তাদের জ্ঞান কি কাজে লাগবে?

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 8:9
21 ক্রস রেফারেন্স  

এইসব ঘৃণ্য কাজের জন্য তারা কি লজ্জিত? না, তারা বিন্দুমাত্র লজ্জিত নয়। তারা জানেই না লজ্জা কাকে বলে। কাজেই, আর সকলের যেভাবে পতন হয়েছে, সেইভাবে তাদেরও পতন হবে। আমি যখন তাদের শাস্তি দেব, সে-ই হবে তাদের শেষ পরিণাম। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


ধূর্তদের পরিকল্পনা তিনি ব্যর্থ করেন, সফল হয় না তাদের প্রচেষ্টা।


শোন হে পৃথিবী, ওরা আমার উপদেশ প্রত্যাখান করেছে, আমার কোন কথা শোনে নি। তাই ওদের সমস্ত কুকর্মের জন্য আমি ওদের ধ্বংস করব।


সোয়ান নগরের নেতারা নির্বোধ! মিশরের সর্বাপেক্ষা জ্ঞানী ব্যক্তি মূর্খের মত পরামর্শ দেয়। এত বড় স্পর্ধা তাদের যে তারা রাজার কাছে নিজেদের প্রাচীনকালের প্রাজ্ঞ পণ্ডিত ও রাজাদের উত্তরসূরী বলে পরিচয় দেয়।


প্রভু পরমেশ্বরের বিধান অভ্রান্ত, জীবনসঞ্চারী অব্যর্থ তাঁর অনুশাসন, নির্বোধকে করে জ্ঞানবান।


তোমরা সেগুলি মনে রাখবে এবং পালন করবে কারণ অন্যান্য জাতির কাছে সেগুলিই হবে তোমাদের জ্ঞান ও বোধশক্তির পরিচায়ক। তারা এই বিধিসমূহ শুনে বলবে, সত্যিই এই মহান জাতি জ্ঞানবান ও বুদ্ধিসম্পন্ন।


এবং কিভাবে ছোটবেলা থেকেই পবিত্র শাস্ত্র জেনেছ। এই শাস্ত্রজ্ঞান যীশু খ্রীষ্টে বিশ্বাসের মধ্য দিয়েই তোমাকে পরিত্রাণ লাভের পথ নির্দেশ করতে পারে।


একের পর এক বিপর্যয় ঘটতে থাকবে, দুঃসংবাদ আসবে স্রোতের মত। এই পরিস্থিতিতে ইসরায়েলীরা যাবে দ্রষ্টা নবীদের কাছে এ বিষয়ে তাঁদের বক্তব্য জানতে। পুরোহিতদের উপদেশ দেবার মত কিছু থাকবে না, সমাজপতিরা পরামর্শদানে হবেন অক্ষম।


ইদোম সম্বন্ধে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর এই কথা বলেছেন, তেমানের মানুষ কি বিচারবুদ্ধি হারিয়ে ফেলেছে? তাদের পরামর্শদাতারা কি তাদের সুপরামর্শ দিতে পারেনি? তাদের প্রজ্ঞা কি লোপ পেয়েছে?


তখন তোমরা বলবে, প্রভু পরমেশ্বরের শিক্ষায় মনোযোগী হও। ভরের আবেশে বলা কথায় কান দিও না। এতে তোমাদের কোন মঙ্গল হবে না।


তারা তাঁর অনুশাসন উপেক্ষা করল। তাদের পূর্বপুরুষদের সঙ্গে তিনি যে পবিত্র চুক্তি সম্পাদন করেছিলেন সেই চুক্তি তারা ভঙ্গ করল এবং তাঁর সাবধান বাণী অগ্রাহ্য করল। এবং অলীক প্রতিমার পূজা করে নিজেরাও অন্তঃসারশূন্য হয়ে পড়ল। পরমেশ্বর তাদের প্রতিবেশী জাতিগুলিকে অনুকরণ করতে নিষেধ করা সত্ত্বেও তারা তাদের সমস্ত আচার-অনুষ্ঠান পালন করত।


তাই, আমি অপ্রত্যাশিতভাবে একটির পর একটি আঘাত হেনে তাদের আতঙ্কগ্রস্ত করে তুলব। যারা জ্ঞানবান তারা মূর্খে পরিণত হবে, তাদের বুদ্ধি বিবেচনা ব্যর্থ হয়ে যাবে।


তেমরা আমাকে প্রত্যাখ্যান করেছ, মুখ ফিরিয়েছ আমার দিক থেকে। সেই হেতু আমি বিস্তার করেছি বাহু, তোমাদের দুমড়ে মুচড়ে পিষে ফেলেছি, কারণ ক্রোধ সংবরণ করতে করতে আমি ধৈর্য হারিয়েছি।


যিহুদীয়া ও জেরুশালেমবাসীর সমস্ত পরিকল্পনা এইস্থানে আমি ব্যর্থ করে দেব। তাদের শত্রুদের তাদের উপর বিজয়ী করব এবং যুদ্ধে তাদের হত্যা করব। তাদের মৃতদেহ হবে পাখি ও বন্য পশুদের আহার।


প্রভু বলছেন, যিহুদীয়ার অগণিত অপরাধের জন্য আমি প্রত্যাহার করব না তার দণ্ডপ্রভুর বিধান তারা অবজ্ঞা ভরে করেছে প্রত্যাখ্যান, মানেনি তাঁর অনুশাসন। যে অলীক দেবতার অনুগামী হঠয়েছিল তাদের পিতৃপুরুষেরা তারাই তাদের নিয়ে গেছে বিপথে।


সেই সময় এমন হবে যে নবীরা অত্যন্ত নম্রভাবে তাদের দিব্যদর্শনের কথা বলবে। তারা কেউ নবীর বেশ ধরে মানুষকে প্রতারণা করবে না।


চতুর ব্যক্তিদের তিনি তাদের চাতুরীতেই জব্দ করেন, ফন্দীবাজদের ফন্দী অচিরেই হয় ব্যর্থ।


পাপ করেছিল তোমার আদি পিতা, আমার বিরুদ্ধে করেছিল পাপ তোমার নেতৃবৃন্দ এবং


আমার বিধি ব্যবস্থায় প্রাজ্ঞ যারা, সেই যাজকেরা জানল না আমাকে, পুরোহিতেরাও করল না অন্বেষণ, এল না আমার কাছে। শাসকেরা বিদ্রোহ করল আমার বিরুদ্ধে, নবীরা ভাবের আবেগে উচ্চারণ করল বেলদেবের প্রশস্তি, আরাধনা করল তুচ্ছ অসার প্রতিমার।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন